বেঙ্গালুরু, 12 জুলাই : তবে কি দিনে দিনে আরও পোক্ত হচ্ছে বিজেপি বিরোধী দলগুলির জোট ? আগামী সপ্তাহে বেঙ্গালুরুতে হতে চলা 2 দিনের বিরোধী জোট বৈঠকে অবিজেপি দলগুলির যোগদানের আগ্রহ অন্তত সেই প্রমাণই দিচ্ছে । এএনআই সূত্রের খবর, বৈঠকে যোগ দিতে পারে মোট 24 টি অবিজেপি দল । তার থেকেও তাৎপর্যপূর্ণ বিষয় হল, এই 24 দলকেই আহ্বান জানিয়েছেন কংগ্রেস নেত্রী তথা ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধি । কারণ, বেঙ্গালুরুতে বিরোধী বৈঠকের সভাপতিত্ব করছে কংগ্রেস । বিরোধিতা ভুলেই 24 টি রাজনৈতিক দলকে এই বৈঠকে ডাকা হয়েছে, তাদের মধ্যে আম আদমি পার্টিকেও রাখা হয়েছে। সোনিয়া নিজে কেজরির দলকে আহ্বান জানিয়েছেন বলে খবর ।
17 ও 18 জুলাই বেঙ্গালুরুতে বিরোধী দলের বৈঠক । 17 তারিখ নৈশভোজের আয়োজন করা হয়েছে, 18 তারিখ বিজেপির বিরুদ্ধে জোট গড়ার লক্ষ্য এই বিরোধী দলগুলির নেতৃত্ব বৈঠকে বসবেন ৷ নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপির বিরুদ্ধে বিরোধী জোটের রূপরেখা তৈরি নিয়ে হবে আলোচনা । এই জোট বৈঠকে কংগ্রেসের বিশেষ ভূমিকা থেকে যাচ্ছে । সোনিয়া গান্ধি নিজে এই বৈঠকে থাকতে পারেন । শুধু তাই নয়, কর্ণাটকে কংগ্রেসের জয়ের পর প্রথম সেই রাজ্যে যাচ্ছেন সোনিয়া । সেক্ষেত্রে বৈঠকের রাজনৈতিক গুরুত্বও যথেষ্ট । সবমিলিয়ে মোদির বিরোধিতায় আপাতত একসঙ্গে লড়তেই অঙ্গীকারবদ্ধ বিরোধী দলগুলি । প্রত্যেক দলের সুপ্রিমো বা প্রধানরা বৈঠকে অংশগ্রহণ করবেন।
পটনার বিরোধী বৈঠকে যেখানে ১৫টি রাজনৈতিক দল অংশ নেয় , সেখানে বেঙ্গালুরুতে অংশ নিচ্ছে মোট ২৪ টি দল । নতুন যোগদানকারী দলগুলির মধ্যে কেডিএমকে, ভিসিকে, আরএসপি, ফরোয়ার্ড ব্লক, কেরল কংগ্রেস (মণি), কেরল কংগ্রেস (জোসেফ), ইন্ডিয়ান ইউনিয়ন অব মুসলিম লিগের মতো অবিজেপি দলগুলির নাম উল্লেখযোগ্য ।
2024-এর লোকসভা ভোটের আগে বিরোধী জোটের রূপরেখা এই বৈঠকেই স্থির হবে বলে জানা যাচ্ছে । ভারত জোড়ো যাত্রার সময়ও কেজরিওয়ালের সমর্থ পাননি রাহুল গান্ধি । তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও কংগ্রেসের দূরত্ব ছিল । নীতীশ-লালুর ডাকে পটনায় হওয়া বিরোধী বৈঠকে সেই দূরত্ব কিছুটা হলেও ঘুঁচেছে । এবার আরও বড় পরিসরে বিরোধীদের বৈঠক । যেখানে সোনিয়া গান্ধি নিজেই উপস্থিত থেকে মোদির বিরুদ্ধে জোট বার্তা দেবেন বলে মনে করা হচ্ছে । সবমিলিয়ে হাইভোল্টেজ বিরোধী বৈঠক ঘিরে জল্পনা তুঙ্গে।