ETV Bharat / bharat

Indian Pilgrims to Visit Pakistan: বৈশাখীর জন্য 2 হাজার 856 শিখ পুণ্যার্থীকে ভিসা দিল পাকিস্তান - বৈশাখী

বৈশাখী উৎসবে সামিল হতে পাকিস্তানে যাচ্ছেন 2 হাজার 856 জন শিখ পুণ্যার্থী ৷ তাঁদের ভিসা মঞ্জুর করার কথা ঘোষণা করল পাক হাই কমিশন ৷

2856 visas issued to Indian pilgrims who will visit Pakistan for coming Baisakhi celebrations
ভিসা মেলায় খুশি পুণ্য়ার্থীরা
author img

By

Published : Apr 7, 2023, 8:10 PM IST

Updated : Apr 7, 2023, 9:46 PM IST

নয়াদিল্লি, 7 এপ্রিল: বৈশাখী অনুষ্ঠানে সামিল হতে ভারত থেকে পাকিস্তানে যাচ্ছেন 2 হাজার 856 জন শিখ পুণ্যার্থী ৷ শুক্রবার এই তথ্য সামনে এনেছে ভারতে অবস্থিত পাক হাই কমিশন ৷ তাদের তরফ থেকে জানানো হয়েছে, চলতি মাসের 9 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত পাকিস্তানে বৈশাখী উৎসব পালন করা হবে ৷ তাতে যোগ দিতে যাওয়ার জন্য 2 হাজার 856 জন ভারতীয় পুণ্যার্থীর ভিসার আবেদন মঞ্জুর করা হয়েছে ৷ এই পুণ্যার্থীরা সকলেই পাকিস্তানের ডেরা সাহিব, পাঞ্জা সাহিব, নানকানা সাহিব এবং কার্তারপুর সাহিব গুরুদ্বার ঘুরে দেখার সুযোগ পাবেন ৷

প্রসঙ্গত, প্রতিবছরই বহু শিখ ও হিন্দু পুণ্যার্থী পাকিস্তানে তীর্থ করতে যান ৷ ভারত ও পাকিস্তানের মধ্যে এই বিষয়ে আলাদা করে দ্বিপাক্ষিক চুক্তি রয়েছে ৷ সেই চুক্তির আওতাতেই তীর্থযাত্রীরা এই সুযোগ পান ৷ একইভাবে পাকিস্তান থেকেও বহু পুণ্যার্থী প্রতিবছর ভারতে আসেন ৷ নির্দিষ্ট 'প্রোটোকল' মেনে এই প্রক্রিয়া সারা হয় ৷

এদিন ভারতে অবস্থিত পাক হাই কমিশনের পক্ষ থেকে এই ইস্যুতে একটি বিবৃতি প্রকাশ করা হয় ৷ তাতে জানানো হয়েছে, "আসন্ন বৈশাখী উৎসব উপলক্ষে দিল্লির পাক হাই কমিশন 2 হাজার 856 জন শিখ পুণ্যার্থীর ভিসার আবেদন মঞ্জুর করেছে ৷ তাঁরা সকলেই পাকিস্তানে তীর্থ করতে যাওয়ার অনুমতি পাচ্ছেন ৷ আগামী 9 থেকে 18 এপ্রিল তাঁরা পাকিস্তানে আয়োজিত হতে চলা বার্ষিক বৈশাখী উৎসবে সামিল হতে পারবেন ৷"

একইসঙ্গে পাক হাই কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, তীর্থযাত্রা নিয়ে ভারতের সঙ্গে তারা দ্বিপাক্ষিক চুক্তিতে আবদ্ধ ৷ সেই চুক্তি যাতে সঠিকভাবে পালন করা হয়, সেই বিষয়ে সদা সচেতন পাক প্রশাসন ৷ সেই চুক্তির আওতাতেই ভারতীয় পুণ্য়ার্থীদের প্রতিবছর পাকিস্তানে যাওয়ার অনুমতি দেওয়া হয় ৷ এবারও তার ব্যতিক্রম হয়নি ৷

আরও পড়ুন: জম্মুতে পাকিস্তানি ড্রোন লক্ষ্য করে বিএসএফের গুলি, চলছে তল্লাশি

পাকিস্তানে যে ভারতীয় তীর্থযাত্রীরা যাবেন, তাঁদের যাত্রা যাতে সফল এবং তাঁরা যাতে সেখানে গিয়ে আনন্দ উপভোগ করেন, সেই প্রার্থনা জানিয়ে তাঁদের সকলকে আগাম শুভকামনা জানিয়েছেন পাক প্রতিনিধি সলমন শরিফ ৷ তিনি বলেন, পাকিস্তানের ধর্মীয় স্থানগুলি রক্ষা করতে সেদেশের সরকার বদ্ধপরিকর ৷ তীর্থযাত্রীদের যাতে সেখানে গিয়ে কোনও সমস্যা না হয়, তা নিশ্চিত করতেও তৎপর থাকবে সংশ্লিষ্ট প্রশাসন ৷

নয়াদিল্লি, 7 এপ্রিল: বৈশাখী অনুষ্ঠানে সামিল হতে ভারত থেকে পাকিস্তানে যাচ্ছেন 2 হাজার 856 জন শিখ পুণ্যার্থী ৷ শুক্রবার এই তথ্য সামনে এনেছে ভারতে অবস্থিত পাক হাই কমিশন ৷ তাদের তরফ থেকে জানানো হয়েছে, চলতি মাসের 9 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত পাকিস্তানে বৈশাখী উৎসব পালন করা হবে ৷ তাতে যোগ দিতে যাওয়ার জন্য 2 হাজার 856 জন ভারতীয় পুণ্যার্থীর ভিসার আবেদন মঞ্জুর করা হয়েছে ৷ এই পুণ্যার্থীরা সকলেই পাকিস্তানের ডেরা সাহিব, পাঞ্জা সাহিব, নানকানা সাহিব এবং কার্তারপুর সাহিব গুরুদ্বার ঘুরে দেখার সুযোগ পাবেন ৷

প্রসঙ্গত, প্রতিবছরই বহু শিখ ও হিন্দু পুণ্যার্থী পাকিস্তানে তীর্থ করতে যান ৷ ভারত ও পাকিস্তানের মধ্যে এই বিষয়ে আলাদা করে দ্বিপাক্ষিক চুক্তি রয়েছে ৷ সেই চুক্তির আওতাতেই তীর্থযাত্রীরা এই সুযোগ পান ৷ একইভাবে পাকিস্তান থেকেও বহু পুণ্যার্থী প্রতিবছর ভারতে আসেন ৷ নির্দিষ্ট 'প্রোটোকল' মেনে এই প্রক্রিয়া সারা হয় ৷

এদিন ভারতে অবস্থিত পাক হাই কমিশনের পক্ষ থেকে এই ইস্যুতে একটি বিবৃতি প্রকাশ করা হয় ৷ তাতে জানানো হয়েছে, "আসন্ন বৈশাখী উৎসব উপলক্ষে দিল্লির পাক হাই কমিশন 2 হাজার 856 জন শিখ পুণ্যার্থীর ভিসার আবেদন মঞ্জুর করেছে ৷ তাঁরা সকলেই পাকিস্তানে তীর্থ করতে যাওয়ার অনুমতি পাচ্ছেন ৷ আগামী 9 থেকে 18 এপ্রিল তাঁরা পাকিস্তানে আয়োজিত হতে চলা বার্ষিক বৈশাখী উৎসবে সামিল হতে পারবেন ৷"

একইসঙ্গে পাক হাই কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, তীর্থযাত্রা নিয়ে ভারতের সঙ্গে তারা দ্বিপাক্ষিক চুক্তিতে আবদ্ধ ৷ সেই চুক্তি যাতে সঠিকভাবে পালন করা হয়, সেই বিষয়ে সদা সচেতন পাক প্রশাসন ৷ সেই চুক্তির আওতাতেই ভারতীয় পুণ্য়ার্থীদের প্রতিবছর পাকিস্তানে যাওয়ার অনুমতি দেওয়া হয় ৷ এবারও তার ব্যতিক্রম হয়নি ৷

আরও পড়ুন: জম্মুতে পাকিস্তানি ড্রোন লক্ষ্য করে বিএসএফের গুলি, চলছে তল্লাশি

পাকিস্তানে যে ভারতীয় তীর্থযাত্রীরা যাবেন, তাঁদের যাত্রা যাতে সফল এবং তাঁরা যাতে সেখানে গিয়ে আনন্দ উপভোগ করেন, সেই প্রার্থনা জানিয়ে তাঁদের সকলকে আগাম শুভকামনা জানিয়েছেন পাক প্রতিনিধি সলমন শরিফ ৷ তিনি বলেন, পাকিস্তানের ধর্মীয় স্থানগুলি রক্ষা করতে সেদেশের সরকার বদ্ধপরিকর ৷ তীর্থযাত্রীদের যাতে সেখানে গিয়ে কোনও সমস্যা না হয়, তা নিশ্চিত করতেও তৎপর থাকবে সংশ্লিষ্ট প্রশাসন ৷

Last Updated : Apr 7, 2023, 9:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.