ETV Bharat / bharat

করোনার দ্বিতীয় ঢেউয়ে 270 চিকিৎসকের মৃত্যু : আইএমএ

আইএমএ-র দেওয়া হিসেব অনুযায়ী, বিহারে সবচেয়ে বেশি চিকিৎসকের মৃত্যু হয়েছে ৷ আর সেই সংখ্যাটা হল 78 ৷

author img

By

Published : May 18, 2021, 6:20 PM IST

নয়াদিল্লি, 18 মে : গত মাস দুয়েক ধরে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের জেরে নাজেহাল অবস্থা ভারতের ৷ আর এই দ্বিতীয় পর্যায়ের করোনা সংক্রমণে 270 জন চিকিৎসকের মৃত্যু হয়েছে ৷ মঙ্গলবার এমনটাই জানিয়েছেন দ্য ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন বা আইএমএ ৷

সেই তালিকায় রয়েছেন ড. কে কে আগরওয়াল ৷ যিনি আইএমএ-র সভাপতি ছিলেন ৷ সোমবার করোনা সংক্রমণের জেরেই তাঁর মৃত্যু হয় ৷

আইএমএ-র দেওয়া হিসেব অনুযায়ী, বিহারে সবচেয়ে বেশি চিকিৎসকের মৃত্যু হয়েছে ৷ আর সেই সংখ্যাটা হল 78 ৷ এর পর তালিকায় পর পর রয়েছে উত্তর প্রদেশ (37), দিল্লি (29) ও অন্ধ্র প্রদেশ (22) ৷

আরও পড়ুন : দেশের সর্বাধিক জনবহুল রাজ্য উত্তরপ্রদেশে কোভিড পরীক্ষা নিয়ে হু-য়ের দাবি নিয়ে সন্দেহ

উল্লেখ্য, গত বছর করোনার সংক্রমণের প্রথম ঢেউয়ে এর থেকে বেশি চিকিৎসক মারা গিয়েছিল ভারতে ৷ আইএমএ-র হিসেব অনুযায়ী, সেই সংখ্যাটা হল 748 ৷ তবে সময় গড়ালে এবার সংখ্যাটা আরও বাড়তে বলে আশঙ্কা করছেন চিকিৎসকদের একাংশ ৷

নয়াদিল্লি, 18 মে : গত মাস দুয়েক ধরে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের জেরে নাজেহাল অবস্থা ভারতের ৷ আর এই দ্বিতীয় পর্যায়ের করোনা সংক্রমণে 270 জন চিকিৎসকের মৃত্যু হয়েছে ৷ মঙ্গলবার এমনটাই জানিয়েছেন দ্য ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন বা আইএমএ ৷

সেই তালিকায় রয়েছেন ড. কে কে আগরওয়াল ৷ যিনি আইএমএ-র সভাপতি ছিলেন ৷ সোমবার করোনা সংক্রমণের জেরেই তাঁর মৃত্যু হয় ৷

আইএমএ-র দেওয়া হিসেব অনুযায়ী, বিহারে সবচেয়ে বেশি চিকিৎসকের মৃত্যু হয়েছে ৷ আর সেই সংখ্যাটা হল 78 ৷ এর পর তালিকায় পর পর রয়েছে উত্তর প্রদেশ (37), দিল্লি (29) ও অন্ধ্র প্রদেশ (22) ৷

আরও পড়ুন : দেশের সর্বাধিক জনবহুল রাজ্য উত্তরপ্রদেশে কোভিড পরীক্ষা নিয়ে হু-য়ের দাবি নিয়ে সন্দেহ

উল্লেখ্য, গত বছর করোনার সংক্রমণের প্রথম ঢেউয়ে এর থেকে বেশি চিকিৎসক মারা গিয়েছিল ভারতে ৷ আইএমএ-র হিসেব অনুযায়ী, সেই সংখ্যাটা হল 748 ৷ তবে সময় গড়ালে এবার সংখ্যাটা আরও বাড়তে বলে আশঙ্কা করছেন চিকিৎসকদের একাংশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.