ETV Bharat / bharat

হোম থেকে নিখোঁজ 26 নাবালিকা! ধর্মান্তকরণের চেষ্টা হচ্ছিল বলে অভিযোগ কমিশনের - Girls Missing from home

Girls are Missing from Childrens Home: কোনও অনুমতি ছাড়াই চলছিল হোম ৷ সেখান থেকেই নিখোঁজ 26 জন নাবালিকা ৷ জোর করে ধর্মান্তকরণের কাজ চলছিল ওই হোমে, পরিদর্শনের পর এমনটাই জানিয়েছেন জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান প্রিয়াঙ্ক কানুনগো ৷ মধ্যপ্রদেশের ভোপালের ঘটনা ৷

Etv Bharat
হোম থেকে নিখোঁজ 26 নাবালিকা
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 7, 2024, 8:55 AM IST

ভোপাল, 7 জানুয়ারি: হোম থেকে নিখোঁজ হয়ে গেল 26 জন নাবালিকা ৷ এমনই ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের ভোপালে ৷ প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা শিবরাজ সিং চৌহান এই মামলায় ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্য সরকারকে অনুরোধ করেছেন ৷ কারণ হোমটি অনুমতি ছাড়াই চালানোর অভিযোগ রয়েছে । জানা গিয়েছে, মধ্যপ্রদেশের পাশে গুজরাত, ঝাড়খণ্ড ও রাজস্থানের মতো বিভিন্ন রাজ্য থেকে উদ্ধার করে ভোপালে নিয়ে আসা হয় মেয়েদের ।

শিবরাজ সিং চৌহান তাঁর এক্স (টুইটার) পোস্টে লিখেছেন,"ভোপালের পারওয়ালিয়া থানা এলাকায় অনুমতি ছাড়াই পরিচালিত একটি আশ্রয়কেন্দ্র থেকে 26 জন মেয়ের নিখোঁজ হওয়ার ঘটনা আমার নজরে এসেছে ৷ বিষয়টির গুরুত্ব ও সংবেদনশীলতা বিবেচনা করে আমি ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি ৷ আশা করি, সরকার বিবেচনা করবে এবং অবিলম্বে ব্যবস্থা নেবে ৷"

  • भोपाल के परवलिया थाना क्षेत्र में बिना अनुमति संचालित बालगृह से 26 बालिकाओं के गायब होने का मामला मेरे संज्ञान में आया है।

    मामले की गंभीरता तथा संवेदनशीलता को देखते हुए सरकार से संज्ञान लेने एवं त्वरित कार्रवाई करने का आग्रह करता हूं।

    — Shivraj Singh Chouhan (@ChouhanShivraj) January 6, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান প্রিয়াঙ্ক কানুনগো ভোপাল শহরের কাছেই অবস্থিত আঁচল চিলড্রেন হোমটিতে আচমকা পরিদর্শন করার পরে বিষয়টি প্রকাশ্যে আসে ৷ এই ঘটনায় প্রিয়াঙ্ক জানিয়েছেন, পরিদর্শনের পর তিনি দেখেন এতে 68 জন মেয়ের এন্ট্রি ছিল ৷ কিন্তু তাদের মধ্যে 26 জন নিখোঁজ ছিল । নিখোঁজ নাবালিকাদের বিষয়ে হোমের পরিচালক অনিল ম্যাথিউকে জিজ্ঞাসা করা হলে তিনি সন্তোষজনক উত্তর দিতে পারেননি । এ ঘটনায় পুলিশ একটি এফআইআর দায়ের করেছে ৷

তিনি আরও জানিয়েছেন যে, একজন ধর্মপ্রচারক কিছু শিশুকে রাস্তা থেকে উদ্ধার করেছিলেন ৷ তিনি কোনও লাইসেন্স ছাড়াই হোমটি চালাচ্ছিলেন । ওই বাড়িতে রেখে খ্রিস্টান ধর্ম পালন করানো হচ্ছিল । নিখোঁজ হওয়া 6 থেকে 18 বছর বয়সি মেয়েগুলি বেশিরভাগই হিন্দু । অনেক কষ্টের পর পুলিশ এফআইআর নথিভুক্ত করেছে । দুর্ভাগ্য এটাই যে, মধ্যপ্রদেশের মহিলা ও শিশু উন্নয়ন দফতরের আধিকারিকরা এই জাতীয় এনজিওগুলির কাছ থেকে চুক্তিতে চাইল্ড হেল্পলাইন চালাতে চান ৷

আরও পড়ুন :

1. লন্ডনে নিখোঁজ ভারতীয় পড়ুয়া! সন্ধান পেতে জয়শঙ্করের দ্বারস্থ বিজেপি নেতা, অনুরোধ হাইকমিশনকেও

2. চাকরির প্রলোভনে দুবাই গিয়ে নিখোঁজ যুবতী, ওমানের নম্বর থেকে ভয়েস মেসেজ পেয়ে আতঙ্কে পরিবার

3. তুরস্কে নিখোঁজ ভারতীয় নাবিকের দেহ উদ্ধার গভীর সমুদ্রে, মৃত্যুর খবর মানতে নারাজ পরিবার

ভোপাল, 7 জানুয়ারি: হোম থেকে নিখোঁজ হয়ে গেল 26 জন নাবালিকা ৷ এমনই ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের ভোপালে ৷ প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা শিবরাজ সিং চৌহান এই মামলায় ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্য সরকারকে অনুরোধ করেছেন ৷ কারণ হোমটি অনুমতি ছাড়াই চালানোর অভিযোগ রয়েছে । জানা গিয়েছে, মধ্যপ্রদেশের পাশে গুজরাত, ঝাড়খণ্ড ও রাজস্থানের মতো বিভিন্ন রাজ্য থেকে উদ্ধার করে ভোপালে নিয়ে আসা হয় মেয়েদের ।

শিবরাজ সিং চৌহান তাঁর এক্স (টুইটার) পোস্টে লিখেছেন,"ভোপালের পারওয়ালিয়া থানা এলাকায় অনুমতি ছাড়াই পরিচালিত একটি আশ্রয়কেন্দ্র থেকে 26 জন মেয়ের নিখোঁজ হওয়ার ঘটনা আমার নজরে এসেছে ৷ বিষয়টির গুরুত্ব ও সংবেদনশীলতা বিবেচনা করে আমি ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি ৷ আশা করি, সরকার বিবেচনা করবে এবং অবিলম্বে ব্যবস্থা নেবে ৷"

  • भोपाल के परवलिया थाना क्षेत्र में बिना अनुमति संचालित बालगृह से 26 बालिकाओं के गायब होने का मामला मेरे संज्ञान में आया है।

    मामले की गंभीरता तथा संवेदनशीलता को देखते हुए सरकार से संज्ञान लेने एवं त्वरित कार्रवाई करने का आग्रह करता हूं।

    — Shivraj Singh Chouhan (@ChouhanShivraj) January 6, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান প্রিয়াঙ্ক কানুনগো ভোপাল শহরের কাছেই অবস্থিত আঁচল চিলড্রেন হোমটিতে আচমকা পরিদর্শন করার পরে বিষয়টি প্রকাশ্যে আসে ৷ এই ঘটনায় প্রিয়াঙ্ক জানিয়েছেন, পরিদর্শনের পর তিনি দেখেন এতে 68 জন মেয়ের এন্ট্রি ছিল ৷ কিন্তু তাদের মধ্যে 26 জন নিখোঁজ ছিল । নিখোঁজ নাবালিকাদের বিষয়ে হোমের পরিচালক অনিল ম্যাথিউকে জিজ্ঞাসা করা হলে তিনি সন্তোষজনক উত্তর দিতে পারেননি । এ ঘটনায় পুলিশ একটি এফআইআর দায়ের করেছে ৷

তিনি আরও জানিয়েছেন যে, একজন ধর্মপ্রচারক কিছু শিশুকে রাস্তা থেকে উদ্ধার করেছিলেন ৷ তিনি কোনও লাইসেন্স ছাড়াই হোমটি চালাচ্ছিলেন । ওই বাড়িতে রেখে খ্রিস্টান ধর্ম পালন করানো হচ্ছিল । নিখোঁজ হওয়া 6 থেকে 18 বছর বয়সি মেয়েগুলি বেশিরভাগই হিন্দু । অনেক কষ্টের পর পুলিশ এফআইআর নথিভুক্ত করেছে । দুর্ভাগ্য এটাই যে, মধ্যপ্রদেশের মহিলা ও শিশু উন্নয়ন দফতরের আধিকারিকরা এই জাতীয় এনজিওগুলির কাছ থেকে চুক্তিতে চাইল্ড হেল্পলাইন চালাতে চান ৷

আরও পড়ুন :

1. লন্ডনে নিখোঁজ ভারতীয় পড়ুয়া! সন্ধান পেতে জয়শঙ্করের দ্বারস্থ বিজেপি নেতা, অনুরোধ হাইকমিশনকেও

2. চাকরির প্রলোভনে দুবাই গিয়ে নিখোঁজ যুবতী, ওমানের নম্বর থেকে ভয়েস মেসেজ পেয়ে আতঙ্কে পরিবার

3. তুরস্কে নিখোঁজ ভারতীয় নাবিকের দেহ উদ্ধার গভীর সমুদ্রে, মৃত্যুর খবর মানতে নারাজ পরিবার

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.