ETV Bharat / bharat

গোয়ার সরকারি হাসপাতালে চার ঘণ্টায় মৃত্যু 26 করোনা রোগীর

author img

By

Published : May 12, 2021, 11:40 AM IST

গোয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে অক্সিজেনের অভাবে 26 জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। সোমবার রাত দু'টো থেকে মঙ্গলবার ভোর ছ'টার মধ্যে ঘটনাটি ঘটে। বিষয়টির তদন্তের জন্য গোয়ার মুখ্যমন্ত্রী মুম্বই হাইকোর্টকে অনুরোধ করেছেন।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

পানাজি, 12 মে : অক্সিজেনের অভাবে গোয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে 26 জন করোনা রেগীর মৃত্যু হয়েছে ৷ সোমবার রাত দু'টো থেকে মঙ্গলবার ভোর ছ'টার মধ্যে ঘটনাটি ঘটে ৷ এ ঘটনার তদন্ত চেয়ে বম্বে হাইকোর্টে আবেদন জানিয়েছেন গোয়ার স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিৎ রানে ৷

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, " হাসপাতালটিতে 1200 টি অক্সিজেন সিলিন্ডারের প্রয়োজন ছিল ৷ কিন্তু সোমবার পর্যন্ত হাসপাতালটিতে সরবারহ করা হয় মাত্র 400 টি সিলিন্ডার ৷ এই দুর্ঘটনার পিছনে হাসপাতালটির অব্যবস্থা নয়, সঠিক সময়ে অক্সিজেন না পেয়েই মৃত্যু হয়েছে করোনা রোগীদের ৷ "

যদিও গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সবন্ত দাবি করেন, সঠিক সময়ে রোগীরা অক্সিজেন পায়নি ৷ এটা ঠিক ৷ কিন্তু হাসপাতালটিতে সঠিক সময়ে অক্সিজেনের সিলিন্ডারগুলি পৌছায়নি ৷ এর জন্য তিনি সরাসরি দায়ী করেছেন হাসপাতালটির অক্সিজেন সরবরাহকারী সংস্থা স্কুপ ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডকে ৷

খবর পেয়ে হাসপাতাল পরিদর্শনে আসেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সবন্ত ৷ তিনি জানান, " রাজ্যে অক্সিজেনের ঘাটতি নেই ৷ কিন্তু সংশ্লিষ্ট হাসপাতালটিতে অক্সিজেনের জোগান ও করোনা ওয়ার্ডে সঠিক সময়ে অক্সিজেনের সরবরাহ, এই সংক্রান্ত সমস্যার জেরেই এই অঘটন ৷ " তিনি আরও জানান," গোয়া মেডিকেল কলেজ ও হাসপাতালটিতে কেমন করোনা চিকিৎসা হচ্ছে তা দেখার জন্য তিনজন নোডাল অফিসারের একটি দল গঠন করা হয়েছে । এখান থেকে প্রাপ্ত তথ্য সরাসরি মুখ্যমন্ত্রীর দফতরে পাঠানো হবে ।" পাশাপাশি এদিন তিনি মৃতাদের পরিবারের সঙ্গে ও হাসপাতালটির অন্যন্য রোগী ও তাদের পরিবারের সঙ্গেও কথা বলেন ৷

আরও পড়ুন : আলিগড় বিশ্ববিদ্যালয়ের 44 জনের মৃত্যু , আরও ভয়ঙ্কর করোনার স্ট্রেনের আশঙ্কা

পানাজি, 12 মে : অক্সিজেনের অভাবে গোয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে 26 জন করোনা রেগীর মৃত্যু হয়েছে ৷ সোমবার রাত দু'টো থেকে মঙ্গলবার ভোর ছ'টার মধ্যে ঘটনাটি ঘটে ৷ এ ঘটনার তদন্ত চেয়ে বম্বে হাইকোর্টে আবেদন জানিয়েছেন গোয়ার স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিৎ রানে ৷

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, " হাসপাতালটিতে 1200 টি অক্সিজেন সিলিন্ডারের প্রয়োজন ছিল ৷ কিন্তু সোমবার পর্যন্ত হাসপাতালটিতে সরবারহ করা হয় মাত্র 400 টি সিলিন্ডার ৷ এই দুর্ঘটনার পিছনে হাসপাতালটির অব্যবস্থা নয়, সঠিক সময়ে অক্সিজেন না পেয়েই মৃত্যু হয়েছে করোনা রোগীদের ৷ "

যদিও গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সবন্ত দাবি করেন, সঠিক সময়ে রোগীরা অক্সিজেন পায়নি ৷ এটা ঠিক ৷ কিন্তু হাসপাতালটিতে সঠিক সময়ে অক্সিজেনের সিলিন্ডারগুলি পৌছায়নি ৷ এর জন্য তিনি সরাসরি দায়ী করেছেন হাসপাতালটির অক্সিজেন সরবরাহকারী সংস্থা স্কুপ ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডকে ৷

খবর পেয়ে হাসপাতাল পরিদর্শনে আসেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সবন্ত ৷ তিনি জানান, " রাজ্যে অক্সিজেনের ঘাটতি নেই ৷ কিন্তু সংশ্লিষ্ট হাসপাতালটিতে অক্সিজেনের জোগান ও করোনা ওয়ার্ডে সঠিক সময়ে অক্সিজেনের সরবরাহ, এই সংক্রান্ত সমস্যার জেরেই এই অঘটন ৷ " তিনি আরও জানান," গোয়া মেডিকেল কলেজ ও হাসপাতালটিতে কেমন করোনা চিকিৎসা হচ্ছে তা দেখার জন্য তিনজন নোডাল অফিসারের একটি দল গঠন করা হয়েছে । এখান থেকে প্রাপ্ত তথ্য সরাসরি মুখ্যমন্ত্রীর দফতরে পাঠানো হবে ।" পাশাপাশি এদিন তিনি মৃতাদের পরিবারের সঙ্গে ও হাসপাতালটির অন্যন্য রোগী ও তাদের পরিবারের সঙ্গেও কথা বলেন ৷

আরও পড়ুন : আলিগড় বিশ্ববিদ্যালয়ের 44 জনের মৃত্যু , আরও ভয়ঙ্কর করোনার স্ট্রেনের আশঙ্কা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.