পানাজি, 12 মে : অক্সিজেনের অভাবে গোয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে 26 জন করোনা রেগীর মৃত্যু হয়েছে ৷ সোমবার রাত দু'টো থেকে মঙ্গলবার ভোর ছ'টার মধ্যে ঘটনাটি ঘটে ৷ এ ঘটনার তদন্ত চেয়ে বম্বে হাইকোর্টে আবেদন জানিয়েছেন গোয়ার স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিৎ রানে ৷
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, " হাসপাতালটিতে 1200 টি অক্সিজেন সিলিন্ডারের প্রয়োজন ছিল ৷ কিন্তু সোমবার পর্যন্ত হাসপাতালটিতে সরবারহ করা হয় মাত্র 400 টি সিলিন্ডার ৷ এই দুর্ঘটনার পিছনে হাসপাতালটির অব্যবস্থা নয়, সঠিক সময়ে অক্সিজেন না পেয়েই মৃত্যু হয়েছে করোনা রোগীদের ৷ "
যদিও গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সবন্ত দাবি করেন, সঠিক সময়ে রোগীরা অক্সিজেন পায়নি ৷ এটা ঠিক ৷ কিন্তু হাসপাতালটিতে সঠিক সময়ে অক্সিজেনের সিলিন্ডারগুলি পৌছায়নি ৷ এর জন্য তিনি সরাসরি দায়ী করেছেন হাসপাতালটির অক্সিজেন সরবরাহকারী সংস্থা স্কুপ ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডকে ৷
খবর পেয়ে হাসপাতাল পরিদর্শনে আসেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সবন্ত ৷ তিনি জানান, " রাজ্যে অক্সিজেনের ঘাটতি নেই ৷ কিন্তু সংশ্লিষ্ট হাসপাতালটিতে অক্সিজেনের জোগান ও করোনা ওয়ার্ডে সঠিক সময়ে অক্সিজেনের সরবরাহ, এই সংক্রান্ত সমস্যার জেরেই এই অঘটন ৷ " তিনি আরও জানান," গোয়া মেডিকেল কলেজ ও হাসপাতালটিতে কেমন করোনা চিকিৎসা হচ্ছে তা দেখার জন্য তিনজন নোডাল অফিসারের একটি দল গঠন করা হয়েছে । এখান থেকে প্রাপ্ত তথ্য সরাসরি মুখ্যমন্ত্রীর দফতরে পাঠানো হবে ।" পাশাপাশি এদিন তিনি মৃতাদের পরিবারের সঙ্গে ও হাসপাতালটির অন্যন্য রোগী ও তাদের পরিবারের সঙ্গেও কথা বলেন ৷
আরও পড়ুন : আলিগড় বিশ্ববিদ্যালয়ের 44 জনের মৃত্যু , আরও ভয়ঙ্কর করোনার স্ট্রেনের আশঙ্কা