ETV Bharat / bharat

25 রোগীর মৃত্যু, সঙ্কটে আরও 60 ! অক্সিজেন চেয়ে মিনতি দিল্লির হাসপাতালের - oxygen crisis

অক্সিজেনের অভাবে 25 জন রোগীর মৃত্যু হল দিল্লির গঙ্গারাম হাসপাতালে ৷ অবিলম্বে অক্সিজেনের ব্যবস্থা করার জন্য কাতর মিনতি করল হাসপাতাল কর্তৃপক্ষ ৷

25 Sickest Patients Have Died: Delhi's Ganga Ram Hospital sends SOS for oxygen supply
25 রোগীর মৃত্যু, সঙ্কটে আরও 60 ! অক্সিজেন চেয়ে মিনতি দিল্লির হাসপাতালের
author img

By

Published : Apr 23, 2021, 10:48 AM IST

নয়াদিল্লি, 23 এপ্রিল: করোনায় মৃত্যুর পাশাপাশি দেশজুড়ে মৃত্যুর হাহাকার অক্সিজেনের অভাবে ৷ গত 24 ঘণ্টায় দিল্লির নাম করা হাসপাতালে অক্সিজেনের অভাবে প্রাণ গেল 25 জন রোগীর ৷ তাদের কাছে আর মাত্র 2 ঘণ্টা চালানোর মতো অক্সিজেন বাকি আছে বলে জানিয়েছে শ্রী গঙ্গারাম হাসপাতাল ৷ রোগীদের বাঁচাতে অবিলম্বে এয়ারলিফ্ট করে অক্সিজেন পাঠানোর জন্য মিনতি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ ৷

হাসপাতালের মেডিক্যাল ডিরেক্টর জানিয়েছেন, "গত 24 ঘণ্টায় 25 জন অসুস্থ রোগীর মৃত্যু হয়েছে ৷ অক্সিজেন যা আছে, তাতে আর 2 ঘণ্টা চলবে ৷ ভেন্টিলেটর ও বাইপ্যাপ ঠিকমতো কাজ করছে না ৷ জরুরি ভিত্তিতে অক্সিজেন এয়ারলিফ্ট করে আনা প্রয়োজন ৷ আরও 60 জন রোগীর জীবন সঙ্কটে রয়েছে ৷"

আরও পড়ুন: ভয়ংকর করোনা ! দৈনিক সংক্রমণ পৌঁছল 3.32 লাখে, মৃত আরও 2263

তবে সরকারি সূত্র বলছে, গঙ্গারাম হাসপাতালে এখনও 3 মেট্রিক টন অক্সিজেন রয়েছে এবং সেখানে একটি আইনস্ক ট্যাংকার রয়েছে ৷ সূত্রের দাবি, অক্সিজেনের অভাবে কোনও রোগীর মৃত্যু হয়নি ৷ শ্রী গঙ্গারাম হাসপাতালের বোর্ড চেয়ারম্যান ডা. ডিএস রাণা জানিয়েছেন, "আইনক্সের ট্রাক আসছে, তার অপেক্ষায় রয়েছি ৷" মধ্য দিল্লির এই হাসপাতালে 510 জন করোনা রোগী আছেন এবং তাঁদের মধ্যে 142 জনকে হাই ফ্লো অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ ৷

আরও এক নামী হাসপাতাল ম্যাক্সও একইভাবে অক্সিজেন সরবরাহ করার আবেদন জানিয়েছে ৷ তারা জানিয়েছে, তাদের হাসপাতালে 700 জন রোগী আছেন ৷ তবে অক্সিজেন যা আছে তাতে মাত্র 1 ঘণ্টা চলবে ৷ তাই অবিলম্বে অক্সিজেন প্রয়োজন ৷

নয়াদিল্লি, 23 এপ্রিল: করোনায় মৃত্যুর পাশাপাশি দেশজুড়ে মৃত্যুর হাহাকার অক্সিজেনের অভাবে ৷ গত 24 ঘণ্টায় দিল্লির নাম করা হাসপাতালে অক্সিজেনের অভাবে প্রাণ গেল 25 জন রোগীর ৷ তাদের কাছে আর মাত্র 2 ঘণ্টা চালানোর মতো অক্সিজেন বাকি আছে বলে জানিয়েছে শ্রী গঙ্গারাম হাসপাতাল ৷ রোগীদের বাঁচাতে অবিলম্বে এয়ারলিফ্ট করে অক্সিজেন পাঠানোর জন্য মিনতি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ ৷

হাসপাতালের মেডিক্যাল ডিরেক্টর জানিয়েছেন, "গত 24 ঘণ্টায় 25 জন অসুস্থ রোগীর মৃত্যু হয়েছে ৷ অক্সিজেন যা আছে, তাতে আর 2 ঘণ্টা চলবে ৷ ভেন্টিলেটর ও বাইপ্যাপ ঠিকমতো কাজ করছে না ৷ জরুরি ভিত্তিতে অক্সিজেন এয়ারলিফ্ট করে আনা প্রয়োজন ৷ আরও 60 জন রোগীর জীবন সঙ্কটে রয়েছে ৷"

আরও পড়ুন: ভয়ংকর করোনা ! দৈনিক সংক্রমণ পৌঁছল 3.32 লাখে, মৃত আরও 2263

তবে সরকারি সূত্র বলছে, গঙ্গারাম হাসপাতালে এখনও 3 মেট্রিক টন অক্সিজেন রয়েছে এবং সেখানে একটি আইনস্ক ট্যাংকার রয়েছে ৷ সূত্রের দাবি, অক্সিজেনের অভাবে কোনও রোগীর মৃত্যু হয়নি ৷ শ্রী গঙ্গারাম হাসপাতালের বোর্ড চেয়ারম্যান ডা. ডিএস রাণা জানিয়েছেন, "আইনক্সের ট্রাক আসছে, তার অপেক্ষায় রয়েছি ৷" মধ্য দিল্লির এই হাসপাতালে 510 জন করোনা রোগী আছেন এবং তাঁদের মধ্যে 142 জনকে হাই ফ্লো অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ ৷

আরও এক নামী হাসপাতাল ম্যাক্সও একইভাবে অক্সিজেন সরবরাহ করার আবেদন জানিয়েছে ৷ তারা জানিয়েছে, তাদের হাসপাতালে 700 জন রোগী আছেন ৷ তবে অক্সিজেন যা আছে তাতে মাত্র 1 ঘণ্টা চলবে ৷ তাই অবিলম্বে অক্সিজেন প্রয়োজন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.