ভারুচ,23 ফেব্রুয়ারি : গুজরাতের রায়সায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ৷ জখম 23 জন ৷ বিস্ফোরণের জেরে আগুন ধরে যায় ঝাগড়িয়ার অবস্থিত ইউপিএল কোম্পানিতে ৷
স্থানীয়রা জানিয়েছেন, বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে আশাপাশের কয়েকটি গ্রাম কেঁপে উঠেছে ৷ দধেডা, ফুলবাড়ি, করলসাড়ির মতো একাধিক গ্রামের বাড়ির কাচ ভেঙে গিয়েছে ৷
আহতদের উদ্ধার করে আঙ্কেলেশ্বর ও ভাদোদরার স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ ঘটনাস্থানে মোতায়েন রয়েছে দমকল ও উদ্ধারকর্মী ৷