ETV Bharat / bharat

তৃতীয় ঢেউ রুখতে ভারতে স্বাস্থ্য পরিষেবার বিকেন্দ্রীকরণ প্রয়োজন, নিদান বিশেষজ্ঞদের - কিরণ মজুমদার শাও

করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত ৷ অর্থনীতি তলানিতে ৷ আসবে তৃতীয় ঢেউ ৷ তার আগে 21 জন বিশেষজ্ঞ দেশকে বাঁচাতে ল্যানসেটের ওয়েবসাইটে আগেভাগে প্রস্তুতি নেওয়ার কথা জানালেন ৷

আসবে কোভিডের তৃতীয় ঢেউ
আসবে কোভিডের তৃতীয় ঢেউ
author img

By

Published : Jun 18, 2021, 5:58 PM IST

নয়াদিল্লি, 18 জুন : ভারতে করোনা সংক্রমণের তৃতীয় ঢেউয়ের আশঙ্কার কথা বারে বারে বলছেন বিশেষজ্ঞরা ৷ এবার মেডিক্যাল জার্নাল ল্যানসেটের ওয়েবসাইটে 21 জন বিশেষজ্ঞ প্যানডেমিকের তৃতীয় ঢেউকে আটকাতে আগে থেকে প্রস্তুতি নেওয়ার কথা জানালেন ৷ বিশেষজ্ঞদের মধ্যে রয়েছেন কিরণ মজুমদার শাহ আর সার্জেন চিকিৎসক দেবী শেঠী ৷

প্রস্তুতির 8টি পদক্ষেপ-

  • স্বাস্থ্য পরিষেবা সংস্থার বিকেন্দ্রীকরণ অবশ্য প্রয়োজনীয় ৷ কোভিড-19 সংক্রমণের সংখ্যা আর বিভিন্ন জেলার মধ্যে ভিন্ন স্বাস্থ্য পরিষেবা অনুযায়ী একই মাপে সবকিছু ধরে যাওয়ার (one-size-fits-all) ধারণা খাটে না ৷
  • হাসপাতালে পরিষেবা, জরুরি ওষুধ, অক্সিজেন, অ্যাম্বুলেন্স- এই সব গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে একটা স্বচ্ছ জাতীয় মূল্য নীতি থাকা উচিত ৷ হাসপাতালগুলির খরচ স্বাস্থ্য বিমার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত, যেমনটা বেশ কিছু রাজ্যে হয়েছে ৷
  • কোভিড-19 নিয়ন্ত্রণের ব্যবস্থা পরিচ্ছন্ন, প্রমাণ-নির্ভর হতে হবে, তা আরও বেশি করে ছড়িয়ে দেওয়া আর প্রয়োগ করা দরকার ৷ তবে চিকিৎসা যেন আন্তর্জাতিক নির্দেশিকা মেনে হয় ৷

আরও পড়ুন : গেম চেঞ্জার হয়ে উঠতে পারে বায়োলজিক্যাল-ই-র করোনা টিকা

  • স্বাস্থ্য পরিষেবার প্রতিটি ক্ষেত্রে কোভিড-19-এর সঙ্গে জড়িত প্রত্যেককে, এমনকি প্রাইভেট সংস্থা হলেও সবাইকে সঠিক পদ্ধতিতে পরিচালনা করা প্রয়োজন ৷
  • রাজ্যের কাছে যত পরিমাণ ভ্যাকসিন থাকবে, সেই অনুযায়ী প্রমাণের ভিত্তিতে ভ্যাকসিনেশনের অগ্রাধিকার ঠিক করতে হবে ৷ এটা বাজারের প্রক্রিয়াকরণের হাতে ছেড়ে দেওয়া যায় না ৷
  • কোভিড-19 নিয়ন্ত্রণে সমাজের সবস্তরের মানুষের অংশগ্রহণ জরুরি ৷
  • সরকার কোভিড-19 সংক্রমণের প্রয়োজনীয় যে তথ্য সংগ্রহ করছে সেই প্রক্রিয়া যেন স্বচ্ছ হয় ৷
  • ভারতে যাঁরা কোভিড-19-এর কারণে চাকরি হারিয়েছেন, সরকারের তরফে তাঁদের আর্থিক সাহায্য করা উচিত, যেমনটা বেশ কিছু রাজ্য করেছে ৷

নয়াদিল্লি, 18 জুন : ভারতে করোনা সংক্রমণের তৃতীয় ঢেউয়ের আশঙ্কার কথা বারে বারে বলছেন বিশেষজ্ঞরা ৷ এবার মেডিক্যাল জার্নাল ল্যানসেটের ওয়েবসাইটে 21 জন বিশেষজ্ঞ প্যানডেমিকের তৃতীয় ঢেউকে আটকাতে আগে থেকে প্রস্তুতি নেওয়ার কথা জানালেন ৷ বিশেষজ্ঞদের মধ্যে রয়েছেন কিরণ মজুমদার শাহ আর সার্জেন চিকিৎসক দেবী শেঠী ৷

প্রস্তুতির 8টি পদক্ষেপ-

  • স্বাস্থ্য পরিষেবা সংস্থার বিকেন্দ্রীকরণ অবশ্য প্রয়োজনীয় ৷ কোভিড-19 সংক্রমণের সংখ্যা আর বিভিন্ন জেলার মধ্যে ভিন্ন স্বাস্থ্য পরিষেবা অনুযায়ী একই মাপে সবকিছু ধরে যাওয়ার (one-size-fits-all) ধারণা খাটে না ৷
  • হাসপাতালে পরিষেবা, জরুরি ওষুধ, অক্সিজেন, অ্যাম্বুলেন্স- এই সব গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে একটা স্বচ্ছ জাতীয় মূল্য নীতি থাকা উচিত ৷ হাসপাতালগুলির খরচ স্বাস্থ্য বিমার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত, যেমনটা বেশ কিছু রাজ্যে হয়েছে ৷
  • কোভিড-19 নিয়ন্ত্রণের ব্যবস্থা পরিচ্ছন্ন, প্রমাণ-নির্ভর হতে হবে, তা আরও বেশি করে ছড়িয়ে দেওয়া আর প্রয়োগ করা দরকার ৷ তবে চিকিৎসা যেন আন্তর্জাতিক নির্দেশিকা মেনে হয় ৷

আরও পড়ুন : গেম চেঞ্জার হয়ে উঠতে পারে বায়োলজিক্যাল-ই-র করোনা টিকা

  • স্বাস্থ্য পরিষেবার প্রতিটি ক্ষেত্রে কোভিড-19-এর সঙ্গে জড়িত প্রত্যেককে, এমনকি প্রাইভেট সংস্থা হলেও সবাইকে সঠিক পদ্ধতিতে পরিচালনা করা প্রয়োজন ৷
  • রাজ্যের কাছে যত পরিমাণ ভ্যাকসিন থাকবে, সেই অনুযায়ী প্রমাণের ভিত্তিতে ভ্যাকসিনেশনের অগ্রাধিকার ঠিক করতে হবে ৷ এটা বাজারের প্রক্রিয়াকরণের হাতে ছেড়ে দেওয়া যায় না ৷
  • কোভিড-19 নিয়ন্ত্রণে সমাজের সবস্তরের মানুষের অংশগ্রহণ জরুরি ৷
  • সরকার কোভিড-19 সংক্রমণের প্রয়োজনীয় যে তথ্য সংগ্রহ করছে সেই প্রক্রিয়া যেন স্বচ্ছ হয় ৷
  • ভারতে যাঁরা কোভিড-19-এর কারণে চাকরি হারিয়েছেন, সরকারের তরফে তাঁদের আর্থিক সাহায্য করা উচিত, যেমনটা বেশ কিছু রাজ্য করেছে ৷
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.