ETV Bharat / bharat

RBI Governor Shaktikanta Das: দোকান-বাজারে সচল থাকবে 2000 টাকার নোট, আশ্বাস রিজার্ভ ব্যাংকের গভর্নর - আতঙ্কিত না হওয়ার পরামর্শ

সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে আরবিআই জানিয়েছিল, দুই হাজার টাকার নোট তারা বাজার থেকে প্রত্য়াহার করছে ৷ তবে তারপরও সেই টাকা নিতে কেউ অস্বীকার করতে পারবে না ৷ সোমবার অবশ্য 2000 টাকা নিয়ে মানুষকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন আরবিআই গভর্নর ৷

Etv Bharat
আরবিআই গভর্নর
author img

By

Published : May 22, 2023, 4:59 PM IST

নয়াদিল্লি, 22 মে: দোকানে-বাজারে 2000 টাকার নোট দিলে তা নিতে কেউ অস্বীকার করতে পারবে না ৷ সোমবার এমনটাই জানিয়েছেন, রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস ৷ সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে আরবিআই জানিয়েছিল, দু'হাজার টাকার নোট তারা বাজার থেকে প্রত্য়াহার করে নিতে চলেছে ৷ এমনকী আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত দু'হাজার টাকার নোট গ্রাহ্য বলেও জানিয়েছিল আরবিআই ৷ এরপর সোমবার শক্তিকান্ত দাসের বক্তব্যে অবশ্য অন্য বার্তা গেল দেশবাসীর কেছে ৷ গোলাপি নোটের গ্রহণযোগ্যতা সম্পর্কে আশঙ্কা দূর করে আরবিআই গভর্নর জানিয়েছেন, প্রত্যাহার করা নোটগুলির আইনি বৈধতা থাকবে৷ এমনকী বাজার-হাটে কেউ 2000 টাকার নোট দিলে তা নিতে বাধ্য থাকবেন সকলে ৷

গোলাপি নোট প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণার পর প্রথমবার এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন শক্তিকান্ত দাস ৷ কথা বলতে গিয়ে আরবিআই গভর্নর জানান, প্রত্যাহার করা 2,000 টাকার নোটের বেশিরভাগই 30 সেপ্টেম্বরের মধ্যে কেন্দ্রীয় ব্যাঙ্কে ফেরত আসার সম্ভাবনা রয়েছে । রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস বলেন, "আমরা 2000 টাকার নোট প্রত্যাহার করছি কিন্তু তা আইনি দরপত্র হিসাবে চলবে ৷ অর্থাৎ দেশে বৈধ থাকবে ৷" এপ্রসঙ্গেই শক্তিকান্ত দাস জানান, আরবিআইয়ের নির্দেশ অনুসারে কেউই 2000 টাকার নোট প্রত্যাখ্যান করতে পারবে না৷

তিনি বলেন, "গ্রাহকদের আতঙ্কিত হওয়ার কোনও প্রয়োজন নেই ৷ কারণ এই নোট বিনিময়ের জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়েছে ।" বিজ্ঞপ্তিতে আরবিআই জানিয়েছে, যে কোনও ব্যাংকে 30 সেপ্টেম্বর 2023-এর মধ্যে 2000 টাকার নোট বিনিময় বা জমা করতে পারবেন সাধারণ মানুষ ৷ একইসঙ্গে তিনি জানান, দেশের প্রতিটি ব্যাঙ্ককে 2000 টাকার নোট বিনিময়ের ক্ষেত্রে গ্রাহকদের সুবিধার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার পরামর্শ দেওয়া হয়েছে । এমনকী প্রক্রিয়াটি যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, তার জন্য ব্যাংকগুলিকে ব্যবস্থা নিতেও বলা হয়েছে আরবিআই'য়ের তরফে ৷

শক্তিকান্ত দাস বলেন, "আমরা সেপ্টেম্বরের একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছি যাতে প্রক্রিয়াটি গুরুত্ব সহকারে নেওয়া হয় । এই বিষয়টিকে যাতে কেউ হালকা চালে না-নেয় তার জন্য আমরা এই ব্যবস্থা করেছি ৷" এর সঙ্গেই আরবিআই গভর্নর বলেন, "আমি ফের একবার স্পষ্ট করে দিতে চাই, এবং আবারও জোর দিয়ে বলতে চাই, যে এটি রিজার্ভ ব্যাঙ্কের কারেন্সি ম্যানেজমেন্ট অপারেশনের একটি অংশ মাত্র ৷ দীর্ঘদিন ধরে, রিজার্ভ ব্যাঙ্ক একটি সুস্পষ্ট নীতি অনুসরণ করছে ৷ সময়ে সময়ে, আরবিআই একটি নোট প্রত্যাহার করে নেয় ৷ এরপর আবার বিশেষ সিরিজ এবং নতুন নোট ইস্যু করে ।"

আরবিআই গভর্নরের সংযোজন, 1000 এবং 500 টাকার পুরনো নোট বাতিলের পর 2000 টাকার নোটগুলি প্রাথমিকভাবে টাকার মূল্য দ্রুত পূরণ করার উদ্দেশে জারি করা হয়েছিল ৷ শুক্রবার, আরবিআই প্রচলিত 2,000 টাকার নোট প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে ৷ আগামিকাল অর্থাৎ 23 মে থেকে গ্রাহকরা ব্যাঙ্কে 2000 টাকার নোট জমা করতে পারবেন ৷ তবে একসঙ্গে দু'হাজার টাকার নোটে মাত্র 20 হাজার টাকাই জমা করতে পারবেন গ্রাহকেরা ৷ তবে 50 হাজার বা তার বেশি টাকা একসঙ্গে বদলাতে গেলে আয়করের কাগজ এবং প্যান কার্ড বাধ্যতামূলক বলেও জানিয়েছে আরবিআই ৷ এদিন অবশ্য ফের একবার মানুষকে এ বিষয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন আরবিআই গভর্নর ৷

আরও পড়ুন: মোদিকে নিয়ে তথ্যচিত্র বিতর্কে বিবিসিকে সমন দিল্লি হাইকোর্টের

নয়াদিল্লি, 22 মে: দোকানে-বাজারে 2000 টাকার নোট দিলে তা নিতে কেউ অস্বীকার করতে পারবে না ৷ সোমবার এমনটাই জানিয়েছেন, রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস ৷ সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে আরবিআই জানিয়েছিল, দু'হাজার টাকার নোট তারা বাজার থেকে প্রত্য়াহার করে নিতে চলেছে ৷ এমনকী আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত দু'হাজার টাকার নোট গ্রাহ্য বলেও জানিয়েছিল আরবিআই ৷ এরপর সোমবার শক্তিকান্ত দাসের বক্তব্যে অবশ্য অন্য বার্তা গেল দেশবাসীর কেছে ৷ গোলাপি নোটের গ্রহণযোগ্যতা সম্পর্কে আশঙ্কা দূর করে আরবিআই গভর্নর জানিয়েছেন, প্রত্যাহার করা নোটগুলির আইনি বৈধতা থাকবে৷ এমনকী বাজার-হাটে কেউ 2000 টাকার নোট দিলে তা নিতে বাধ্য থাকবেন সকলে ৷

গোলাপি নোট প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণার পর প্রথমবার এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন শক্তিকান্ত দাস ৷ কথা বলতে গিয়ে আরবিআই গভর্নর জানান, প্রত্যাহার করা 2,000 টাকার নোটের বেশিরভাগই 30 সেপ্টেম্বরের মধ্যে কেন্দ্রীয় ব্যাঙ্কে ফেরত আসার সম্ভাবনা রয়েছে । রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস বলেন, "আমরা 2000 টাকার নোট প্রত্যাহার করছি কিন্তু তা আইনি দরপত্র হিসাবে চলবে ৷ অর্থাৎ দেশে বৈধ থাকবে ৷" এপ্রসঙ্গেই শক্তিকান্ত দাস জানান, আরবিআইয়ের নির্দেশ অনুসারে কেউই 2000 টাকার নোট প্রত্যাখ্যান করতে পারবে না৷

তিনি বলেন, "গ্রাহকদের আতঙ্কিত হওয়ার কোনও প্রয়োজন নেই ৷ কারণ এই নোট বিনিময়ের জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়েছে ।" বিজ্ঞপ্তিতে আরবিআই জানিয়েছে, যে কোনও ব্যাংকে 30 সেপ্টেম্বর 2023-এর মধ্যে 2000 টাকার নোট বিনিময় বা জমা করতে পারবেন সাধারণ মানুষ ৷ একইসঙ্গে তিনি জানান, দেশের প্রতিটি ব্যাঙ্ককে 2000 টাকার নোট বিনিময়ের ক্ষেত্রে গ্রাহকদের সুবিধার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার পরামর্শ দেওয়া হয়েছে । এমনকী প্রক্রিয়াটি যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, তার জন্য ব্যাংকগুলিকে ব্যবস্থা নিতেও বলা হয়েছে আরবিআই'য়ের তরফে ৷

শক্তিকান্ত দাস বলেন, "আমরা সেপ্টেম্বরের একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছি যাতে প্রক্রিয়াটি গুরুত্ব সহকারে নেওয়া হয় । এই বিষয়টিকে যাতে কেউ হালকা চালে না-নেয় তার জন্য আমরা এই ব্যবস্থা করেছি ৷" এর সঙ্গেই আরবিআই গভর্নর বলেন, "আমি ফের একবার স্পষ্ট করে দিতে চাই, এবং আবারও জোর দিয়ে বলতে চাই, যে এটি রিজার্ভ ব্যাঙ্কের কারেন্সি ম্যানেজমেন্ট অপারেশনের একটি অংশ মাত্র ৷ দীর্ঘদিন ধরে, রিজার্ভ ব্যাঙ্ক একটি সুস্পষ্ট নীতি অনুসরণ করছে ৷ সময়ে সময়ে, আরবিআই একটি নোট প্রত্যাহার করে নেয় ৷ এরপর আবার বিশেষ সিরিজ এবং নতুন নোট ইস্যু করে ।"

আরবিআই গভর্নরের সংযোজন, 1000 এবং 500 টাকার পুরনো নোট বাতিলের পর 2000 টাকার নোটগুলি প্রাথমিকভাবে টাকার মূল্য দ্রুত পূরণ করার উদ্দেশে জারি করা হয়েছিল ৷ শুক্রবার, আরবিআই প্রচলিত 2,000 টাকার নোট প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে ৷ আগামিকাল অর্থাৎ 23 মে থেকে গ্রাহকরা ব্যাঙ্কে 2000 টাকার নোট জমা করতে পারবেন ৷ তবে একসঙ্গে দু'হাজার টাকার নোটে মাত্র 20 হাজার টাকাই জমা করতে পারবেন গ্রাহকেরা ৷ তবে 50 হাজার বা তার বেশি টাকা একসঙ্গে বদলাতে গেলে আয়করের কাগজ এবং প্যান কার্ড বাধ্যতামূলক বলেও জানিয়েছে আরবিআই ৷ এদিন অবশ্য ফের একবার মানুষকে এ বিষয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন আরবিআই গভর্নর ৷

আরও পড়ুন: মোদিকে নিয়ে তথ্যচিত্র বিতর্কে বিবিসিকে সমন দিল্লি হাইকোর্টের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.