আলাপ্পুঝা (কেরল), 28 অক্টোবর: করোনা বিদায় হওয়ার আগেই চোখ রাঙাচ্ছে এভিয়ান ফ্লু (Avian Flu) ৷ প্রশাসনি সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্য়েই কেরলের আলাপ্পুঝায় (Alappuzha) হাঁসের শরীরে এই রোগের উপস্থিতির প্রমাণ মিলেছে ৷ বিপদ এড়াতে শুরু হয়েছে পক্ষীনিধন ৷ স্থির হয়েছে, হরিপদ পৌর এলাকার বাজুথানম ওয়ার্ডে 20 হাজারেরও বেশি পাখি মারা হবে ! বৃহস্পতিবার থেকেই শুরু হয়েছে কালিং ৷
বেশ কিছুদিন ধরেই দেশের এই অংশে অস্বাভাবিক হারে পাখিমৃত্যুর ঘটনা ঘটছিল ৷ আমজনতার সুরক্ষার স্বার্থে মৃত পাখির শরীর থেকে নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাঠানো হয় ভোপালের ন্যাশনাল ইনস্টিটিউট অফ হাই সিকিউরিটি অ্য়ানিম্য়াল ডিজিজেস-এ ৷ পরীক্ষায় দেখা যায়, মৃত পাখির শরীরে ফ্লুয়ের সংক্রমণ রয়েছে ৷
আরও পড়ুন: মন্দিরে চুরির আগে বিগ্রহের সামনে প্রার্থনা ! ভাইরাল চোরের কীর্তি
সংশ্লিষ্ট জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, যে জায়গায় রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে, তার 1 কিলোমিটার ব্য়াসের মধ্যে থাকা সমস্ত পাখি মেরে ফেলা হবে ৷ সরকারের তরফে বিবৃতি প্রকাশ করে একথা জানানো হয়েছে ৷ সেই হিসাবে সব মিলিয়ে 20 হাজার 471টি হাঁস মারা হবে বলে দাবি সূত্রের ৷ এই কাজের জন্য আটটি 'ব়্যাপিড রেনপন্স টিম'কে দায়িত্ব দেওয়া হয়েছে ৷ প্রত্য়েকটি দলের সদস্য সংখ্যা 10 ৷ কেন্দ্রীয় নিয়মবিধি মেনে তাঁরা পক্ষীনিধনের কাজ সম্পূর্ণ করবেন ৷ এই প্রক্রিয়া পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে জেলা পশু সুরক্ষা আধিকারিক ডি এস বিন্দুকে ৷ তাঁকে সহযোগিতা করবেন স্থানীয় বাসিন্দাদের প্রতিনিধিরা ৷ থাকবেন সংশ্লিষ্ট সমস্ত দফতরের আধিকারিকরাও ৷ ইতিমধ্যেই স্বাস্থ্য দফতরের প্রতিনিধিরা উপদ্রুত এলাকা পরিদর্শন করেছেন ৷ তাঁরাও কালিংয়ের কাজ পরিচালনায় সাহায্য করবেন ৷
তবে, কালিং শেষ হলেই সংশ্লিষ্ট সরকারি আধিকারিক ও কর্মীদের দায়িত্ব শেষ হবে না ৷ বিশেষজ্ঞদের পরামর্শ মেনে কালিংয়ের পরবর্তী কয়েক সপ্তাহ হরিপদ পৌর এলাকা, পল্লিপদ গ্রাম পঞ্চায়েত এবং সংলগ্ন এলাকার উপর নজর রাখা হবে ৷ খেয়াল রাখা হবে, নতুন করে এই এলাকায় কোনও পাখির মৃত্যু হচ্ছে কিনা ৷ উল্লেখ্য, উপদ্রুত এলাকার এক কিলোমিটার ব্য়াসের মধ্যে সবরকমের পাখি কেনাবেচা ও পরিবহণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ একই কারণে মুরগি, মোরগ, হাঁস এবং কোয়েলের মাংস ও ডিম বিক্রিও আপাতত বন্ধ রাখা হয়েছে ৷