ভিরার (মহারাষ্ট্র), 14 এপ্রিল: বাবা সাহেব আম্বেদকর জয়ন্তীর শোভাযাত্রায় দুর্ঘটনা ৷ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল দুই যুবকের ৷ আহত আরও 4 জন হাসপাতালে ভরতি ৷ তাঁদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক ৷ বৃহস্পতিবার রাত সাড়ে দশটার সময় ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ভিরারের কারগিলনগরে ৷ ভিরার থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে ৷
কারগিলনগরের বৌধজন পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ডক্টর বাবাসাহেব আম্বেদকরের জন্মবার্ষিকী উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয় ৷ রাত 9টার সময় সেই শোভাযাত্রা শুরু হয়ে রাত সাড়ে 10টার সময় তা শেষ হয়ে যায় ৷ জানা গিয়েছে, ওই 6 যুবক শোভাযাত্রার একটি গাড়ির উপর দাঁড়িয়ে ছিলেন ৷ সেই সময় সেই গাড়ি থেকে একটি লোহার রড রাস্তার পাশে থাকা খোলা ট্রান্সফর্মারের সংস্পর্শে আসে ৷ আর তার জেরে বিদ্যুৎস্পৃষ্ট হন 6 জন ৷ তাঁদের মধ্যে রূপেশ সুরভে (30) এবং সুমিত সুত-এর (23) মৃত্যু হয়েছে ৷
ঘটনায় 4 জনের অবস্থা এখনও সংকটজনক ৷ তাঁরা হলেন, উমেশ কানোজিয়া (18), রাহুল গজপত (18) এবং সত্যনারায়ণ (23) ৷ আরেক যুবক অস্মিত কাম্বলে (32)-র প্রাণের আশঙ্কা নেই বলে চিকিৎসকরা জানিয়েছেন ৷ ঘটনাস্থল পরিদর্শনে যান ডেপুটি কমিশনার সুহাস বাভচে, এসিপি রামচন্দ্র দেশমুখ থেকে শুরু করে পুলিশের অন্য আধিকারিকরা ৷ ভিরারের এসিপি রামচন্দ্র দেশমুখ জানিয়েছেন, শোভাযাত্রা শেষ হওয়ার পর সকলে বাড়ি ফিরছিলেন ৷ সেই সময়ই এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে ৷ ট্রলার থেকে একটি লোহার রড বাইরে বেরিয়ে ছিল ৷ সেটি গিয়ে ওই ট্রান্সফর্মারে লাগে ৷ আর তার জেরে 6 জন বিদ্যৎস্পৃষ্ট হয়ে যান ৷
আরও পড়ুন: নিউ জলপাইগুড়ি স্টেশনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু এক সেনার, আহত 4
পুলিশ এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে ৷ মৃত দুই যুবক রূপেশ সুরভে এবং সুমিত সুতের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ৷ পাশাপাশি, ওই ঘাতক বিদ্যুতের ট্রান্সফর্মারটিকে চারদিক ঘিরে ফেলে হয়েছে ৷ সেখানে কোনও গলদ রয়েছে কিনা, তা খতিয়ে দেখতে বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাকেও ৷