ETV Bharat / bharat

অক্সিজেন পাচ্ছি না, মন্ত্রীর সামনেই কেঁদে ফেললেন করোনা আক্রান্তের ছেলে - অক্সিজেন সিলিন্ডার

অক্সিজেনের অভাবে মানুষ এবার বেপরোয়া হয়ে যাচ্ছে ৷ মধ্যপ্রদেশের একটি জেলা হাসপাতালে রোগীকে বাঁচাতে পরিবারের সদস্যদের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীর কথা কাটাকাটি হয় ৷ মন্ত্রীমশাই মেজাজ হারিয়ে তাঁকে চড় কষাবেন বলে হুমকি দেন ৷

কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির সাংসদ প্রহ্লাদ প্যাটেলে
কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির সাংসদ প্রহ্লাদ প্যাটেলে
author img

By

Published : Apr 22, 2021, 9:15 PM IST

নিউ দিল্লি, 22 এপ্রিল: অক্সিজেন ফুরিয়ে গিয়েছে, রোগীকে বাঁচাতে বেপরোয়া বাড়ির লোকজন ৷ হাসপাতালের সামনেই দেখা মিলল মন্ত্রীর ৷ দুঃসময়ে ধৈর্য হারিয়ে মন্ত্রীর সামনেই চেঁচামেচি করতে শুরু করেন তাঁরা ৷ মন্ত্রীমশাইও তাঁকে দু'থাপ্পড় কষাবার হুমকি দিলেন ৷ ঘটনাটি মধ্যপ্রদেশের দামোহ-র ৷ মন্ত্রীর সঙ্গে কথোপকথনের সবটাই ভাইরাল হয়ে ভিডিয়োয় ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় ৷

ভিডিয়োয় দেখা যাচ্ছে, করোনা আক্রান্ত মায়ের জন্য হন্যে হয়ে অক্সিজেন খুঁজতে বেরিয়েছেন ছেলে ৷ হাসপাতালের সামনেই দেখা হয়ে যায় কেন্দ্রীয় মন্ত্রী তথা দামোহ-র বিজেপির সাংসদ প্রহ্লাদ প্যাটেলের সঙ্গে ৷ রোগীর ছেলে অক্সিজেনের অভাবের কথা জানাতে গিয়ে উত্তেজিত হয়ে মন্ত্রীকে বলেন, "আমরা বেপরোয়া হয়ে খুঁজে চলেছি... কিন্তু সিলিন্ডার পাচ্ছি না...ওরা আমাদের স্পষ্ট বলে দিচ্ছে না কেন যে অক্সিজেন দিতে পারবে না ৷"

এর উত্তরে তাঁকে শান্ত করতে গিয়ে মন্ত্রী বলছেন, "এমন করে কথা বললে দুটো থাপ্পড় খাবে ৷"

এর পর লোকটি কাঁদতে কাঁদতে বলতে থাকে, "হ্যাঁ, সেটাই তো পাওয়ার কথা আমার ৷ আমার মা মরছে ওখানে ৷"

মন্ত্রীর সঙ্গে রোগীর ছেলের কথোপকথনের ভিডিয়ো

আরও পড়ুন: এবার করোনা টিকার মূল্য বৈষম্য নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চিঠি মমতার

মন্ত্রী পাল্টা প্রশ্ন করে, "কেউ কি অক্সিজেন সিলিন্ডার দেবে না বলেছে ?" তাতে তিনি উত্তর দিচ্ছেন, "হ্যাঁ, তারা দেবে না বলেছে ৷ আমরা একটাই মাত্র পেয়েছি, পাঁচ মিনিটের জন্যে ৷ এর থেকে পরিষ্কার না বলে দেওয়া ভালো ৷"

ঘটনাটি ঘটে দামোহ-র জেলা হাসপাতালের বাইরে ৷ সম্পূর্ণ কোভিড চিকিৎসার প্রয়োজনীয় পরিষেবাগুলি থাকার কথা এই হাসপাতালে ৷ ভিডিয়োয় দেখা যাচ্ছে, মঙ্গলবার সেখানে রোগীর আত্মীয়রা প্রচণ্ড রেগে স্টোররুম থেকে অক্সিজেন সিলিন্ডার ছিনিয়ে নিচ্ছে ৷

এই ঘটনার পর অবশ্য মধ্যপ্রদেশ সরকার ঘোষণা করে যে, প্রয়োজনের অতিরিক্ত অক্সিজেন রয়েছে হাসপাতালে ৷

দামোহ জেলায় 3,320 জন অ্যাকটিভ কোভিড আক্রান্ত হয়েছেন ৷ গত 24 ঘণ্টায় সেই সংখ্যা বেড়ে হয়েছে 101 ৷

মধ্য়প্রদেশে কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, সঙ্গে কার্ফু চলছে বেশ কিছু শহরে ৷ তবে 17 এপ্রিলের বিধানসভা উপ-নির্বাচনের জন্য এক সপ্তাহ ধরে এখানে নেতারা জনসভা করেছেন ৷ বক্তৃতা শুনতে ভিড়ও হচ্ছে যথেষ্টই ৷

নিউ দিল্লি, 22 এপ্রিল: অক্সিজেন ফুরিয়ে গিয়েছে, রোগীকে বাঁচাতে বেপরোয়া বাড়ির লোকজন ৷ হাসপাতালের সামনেই দেখা মিলল মন্ত্রীর ৷ দুঃসময়ে ধৈর্য হারিয়ে মন্ত্রীর সামনেই চেঁচামেচি করতে শুরু করেন তাঁরা ৷ মন্ত্রীমশাইও তাঁকে দু'থাপ্পড় কষাবার হুমকি দিলেন ৷ ঘটনাটি মধ্যপ্রদেশের দামোহ-র ৷ মন্ত্রীর সঙ্গে কথোপকথনের সবটাই ভাইরাল হয়ে ভিডিয়োয় ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় ৷

ভিডিয়োয় দেখা যাচ্ছে, করোনা আক্রান্ত মায়ের জন্য হন্যে হয়ে অক্সিজেন খুঁজতে বেরিয়েছেন ছেলে ৷ হাসপাতালের সামনেই দেখা হয়ে যায় কেন্দ্রীয় মন্ত্রী তথা দামোহ-র বিজেপির সাংসদ প্রহ্লাদ প্যাটেলের সঙ্গে ৷ রোগীর ছেলে অক্সিজেনের অভাবের কথা জানাতে গিয়ে উত্তেজিত হয়ে মন্ত্রীকে বলেন, "আমরা বেপরোয়া হয়ে খুঁজে চলেছি... কিন্তু সিলিন্ডার পাচ্ছি না...ওরা আমাদের স্পষ্ট বলে দিচ্ছে না কেন যে অক্সিজেন দিতে পারবে না ৷"

এর উত্তরে তাঁকে শান্ত করতে গিয়ে মন্ত্রী বলছেন, "এমন করে কথা বললে দুটো থাপ্পড় খাবে ৷"

এর পর লোকটি কাঁদতে কাঁদতে বলতে থাকে, "হ্যাঁ, সেটাই তো পাওয়ার কথা আমার ৷ আমার মা মরছে ওখানে ৷"

মন্ত্রীর সঙ্গে রোগীর ছেলের কথোপকথনের ভিডিয়ো

আরও পড়ুন: এবার করোনা টিকার মূল্য বৈষম্য নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চিঠি মমতার

মন্ত্রী পাল্টা প্রশ্ন করে, "কেউ কি অক্সিজেন সিলিন্ডার দেবে না বলেছে ?" তাতে তিনি উত্তর দিচ্ছেন, "হ্যাঁ, তারা দেবে না বলেছে ৷ আমরা একটাই মাত্র পেয়েছি, পাঁচ মিনিটের জন্যে ৷ এর থেকে পরিষ্কার না বলে দেওয়া ভালো ৷"

ঘটনাটি ঘটে দামোহ-র জেলা হাসপাতালের বাইরে ৷ সম্পূর্ণ কোভিড চিকিৎসার প্রয়োজনীয় পরিষেবাগুলি থাকার কথা এই হাসপাতালে ৷ ভিডিয়োয় দেখা যাচ্ছে, মঙ্গলবার সেখানে রোগীর আত্মীয়রা প্রচণ্ড রেগে স্টোররুম থেকে অক্সিজেন সিলিন্ডার ছিনিয়ে নিচ্ছে ৷

এই ঘটনার পর অবশ্য মধ্যপ্রদেশ সরকার ঘোষণা করে যে, প্রয়োজনের অতিরিক্ত অক্সিজেন রয়েছে হাসপাতালে ৷

দামোহ জেলায় 3,320 জন অ্যাকটিভ কোভিড আক্রান্ত হয়েছেন ৷ গত 24 ঘণ্টায় সেই সংখ্যা বেড়ে হয়েছে 101 ৷

মধ্য়প্রদেশে কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, সঙ্গে কার্ফু চলছে বেশ কিছু শহরে ৷ তবে 17 এপ্রিলের বিধানসভা উপ-নির্বাচনের জন্য এক সপ্তাহ ধরে এখানে নেতারা জনসভা করেছেন ৷ বক্তৃতা শুনতে ভিড়ও হচ্ছে যথেষ্টই ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.