ETV Bharat / bharat

Indigo Passengers Arrested: ইন্ডিগোর বিমানসেবিকার সঙ্গে দুর্ব্যবহার, পাইলটকে মারধর ! গ্রেফতার মদ্যপ 2 যাত্রী - বিমানে তাণ্ডব মদ্যপ যাত্রীর

ফের বিমানে অভব্যতা যাত্রীর ৷ ইন্ডিগোর (Indigo Passengers Arrested) উড়ানে মদ্যপান করে তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে ৷ এই ঘটনায় অভিযুক্ত 3 যাত্রীর মধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে ৷ একজন পলাতক (Misbehaving with air hostess)৷

Indigo flight ETV Bharat
ইন্ডিগোর বিমান
author img

By

Published : Jan 9, 2023, 2:15 PM IST

পটনা, 9 জানুয়ারি: মদ্যপান করে বিমানে তাণ্ডব চালানোর অভিযোগ উঠল 3 যাত্রীর বিরুদ্ধে ৷ দিল্লি থেকে পাটনাগামী ইন্ডিগোর উড়ানে (Indigo Passengers Arrested) এই ঘটনা নিয়ে শোরগোল বেঁধে যায় যাত্রীদের মধ্যে ৷ এমনকি পাইলটকেও মারধর করা হয় বলে অভিযোগ । বিমানসেবিকার সঙ্গেও দুর্ব্যবহার করেন ওই যাত্রীরা (Misbehaving with air hostess)। দিল্লি থেকে ওঠার সঙ্গে সঙ্গেই অভিযুক্ত 3 যাত্রী হৈ-চৈ শুরু করে দেন বলে অভিযোগ । উড়ানের ক্রু সদস্যরা তাঁকে শান্ত করার চেষ্টা করলেও সফল হননি ৷ রবিবার রাত 10টা নাগাদ পটনা বিমানবন্দরে বিমানটি অবতরণের পর অভিযুক্ত দুজন যাত্রীকে গ্রেফতার করা হয় ।

ইন্ডিগোর বিমানে (Indigo Flight 6E 6383) হট্টগোল সৃষ্টিকারী যাত্রী পিন্টু পলাতক ৷ চিহ্নিত করা হয়েছে অপর 2 যাত্রী নিতিন কুমার এবং রোহিত কুমারকে । তাঁদের গ্রেফতার করেছে সিআইএসএফ । ধৃত উভয় যাত্রীই প্রথমে রাজনীতিবিদদের নাম টেনে এনে হুমকি দিতে থাকেন ৷ এরই মধ্যে গ্রেফতারি থেকে বাঁচতে নিজেদের সাংবাদিক হিসাবেও দাবি করেন তাঁরা ৷ কিন্তু সিআইএসএফ উভয় যাত্রীকেই আটক করে ।

ধৃত উভয় যাত্রীই হাজিপুরের বাসিন্দা । সিআইএসএফ উভয় যাত্রীকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেছে । বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাঁদের ব্রেথ অ্যানালাইজার দিয়ে পরীক্ষা করলে নিশ্চিত হন যে অভিযুক্তরা মদ্যপান করেছেন । উভয় যাত্রীকেই রাখা হয় বিমানবন্দর থানায় । বর্তমানে বিমানবন্দর থেকে পলাতক পিন্টু কুমারকে গ্রেফতারের চেষ্টা করছে স্থানীয় পুলিশ । একই মামলায় তাঁর নাম ও ঠিকানা বিমান সংস্থার থেকে সংগ্রহ করেছে পুলিশ ৷

আরও পড়ুন: চার গ্লাস হুইস্কি খেয়ে বেসামাল ছিলেন শংকর, সাক্ষী বাঙালি চিকিৎসক

সাম্প্রতিক সময়ে উড়ানে এ ধরনের ঘটনা প্রতিনিয়ত দেখা যাচ্ছে । বিমানে যাত্রীর গায়ে প্রস্রাব করে দেওয়ার দুটি ঘটনা ঘটেছে কিছুদিন আগেই । একটি ক্ষেত্রে একজন নেশাগ্রস্ত যাত্রী তাঁর মহিলা সহ-যাত্রীর কম্বলে প্রস্রাব করে দেন বলে অভিযোগ ৷ সেই মামলায় কোনও অভিযোগ না থাকায় ওই যাত্রীকে যেতে দেওয়া হয় ।

পটনা, 9 জানুয়ারি: মদ্যপান করে বিমানে তাণ্ডব চালানোর অভিযোগ উঠল 3 যাত্রীর বিরুদ্ধে ৷ দিল্লি থেকে পাটনাগামী ইন্ডিগোর উড়ানে (Indigo Passengers Arrested) এই ঘটনা নিয়ে শোরগোল বেঁধে যায় যাত্রীদের মধ্যে ৷ এমনকি পাইলটকেও মারধর করা হয় বলে অভিযোগ । বিমানসেবিকার সঙ্গেও দুর্ব্যবহার করেন ওই যাত্রীরা (Misbehaving with air hostess)। দিল্লি থেকে ওঠার সঙ্গে সঙ্গেই অভিযুক্ত 3 যাত্রী হৈ-চৈ শুরু করে দেন বলে অভিযোগ । উড়ানের ক্রু সদস্যরা তাঁকে শান্ত করার চেষ্টা করলেও সফল হননি ৷ রবিবার রাত 10টা নাগাদ পটনা বিমানবন্দরে বিমানটি অবতরণের পর অভিযুক্ত দুজন যাত্রীকে গ্রেফতার করা হয় ।

ইন্ডিগোর বিমানে (Indigo Flight 6E 6383) হট্টগোল সৃষ্টিকারী যাত্রী পিন্টু পলাতক ৷ চিহ্নিত করা হয়েছে অপর 2 যাত্রী নিতিন কুমার এবং রোহিত কুমারকে । তাঁদের গ্রেফতার করেছে সিআইএসএফ । ধৃত উভয় যাত্রীই প্রথমে রাজনীতিবিদদের নাম টেনে এনে হুমকি দিতে থাকেন ৷ এরই মধ্যে গ্রেফতারি থেকে বাঁচতে নিজেদের সাংবাদিক হিসাবেও দাবি করেন তাঁরা ৷ কিন্তু সিআইএসএফ উভয় যাত্রীকেই আটক করে ।

ধৃত উভয় যাত্রীই হাজিপুরের বাসিন্দা । সিআইএসএফ উভয় যাত্রীকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেছে । বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাঁদের ব্রেথ অ্যানালাইজার দিয়ে পরীক্ষা করলে নিশ্চিত হন যে অভিযুক্তরা মদ্যপান করেছেন । উভয় যাত্রীকেই রাখা হয় বিমানবন্দর থানায় । বর্তমানে বিমানবন্দর থেকে পলাতক পিন্টু কুমারকে গ্রেফতারের চেষ্টা করছে স্থানীয় পুলিশ । একই মামলায় তাঁর নাম ও ঠিকানা বিমান সংস্থার থেকে সংগ্রহ করেছে পুলিশ ৷

আরও পড়ুন: চার গ্লাস হুইস্কি খেয়ে বেসামাল ছিলেন শংকর, সাক্ষী বাঙালি চিকিৎসক

সাম্প্রতিক সময়ে উড়ানে এ ধরনের ঘটনা প্রতিনিয়ত দেখা যাচ্ছে । বিমানে যাত্রীর গায়ে প্রস্রাব করে দেওয়ার দুটি ঘটনা ঘটেছে কিছুদিন আগেই । একটি ক্ষেত্রে একজন নেশাগ্রস্ত যাত্রী তাঁর মহিলা সহ-যাত্রীর কম্বলে প্রস্রাব করে দেন বলে অভিযোগ ৷ সেই মামলায় কোনও অভিযোগ না থাকায় ওই যাত্রীকে যেতে দেওয়া হয় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.