পুদুচেরি, 21 ফেব্রুয়ারি : পুদুচেরিতে কংগ্রেস সরকারের সংকট আরও বৃদ্ধি পেল ৷ শাসক পক্ষের আরও দু’জন বিধায়ক পদত্যাগ করলেন ৷ তাঁদের মধ্যে একজন কংগ্রেসের আর দ্বিতীয় জন ডিএমকের ৷ এর আগে চার জন কংগ্রেস বিধায়ক পদত্যাগ করেছিলেন ৷ তখনই কংগ্রেস সরকার সংখ্যালঘু হয়ে পড়ে ৷ সেই কারণেই আগামিকাল, সোমবার আস্থাভোট রয়েছে এই কেন্দ্রশাসিত অঞ্চলে ৷ তার পর আরও দু’জন শাসক পক্ষের সঙ্গ ত্যাগ করল ৷
যে দু’জন পদত্যাগ করেছেন, তাঁদের মধ্যে একজন লক্ষ্মীনারায়ণ ৷ তিনি কংগ্রেসের বিধায়ক ৷ পদত্যাগ করে তিনি জানিয়েছেন যে পার্টিতে গুরুত্ব না পেয়েই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন ৷ পাশাপাশি তিনি দলও ছেড়ে দেবেন বলে জানিয়েছেন ৷ অন্যদিকে যে ডিএমকে বিধায়ক পদত্যাগ করেছেন, তাঁর নাম ভেঙ্কটেসন ৷ তিনি অবশ্য এখনও পর্যন্ত এই নিয়ে কিছু জানাননি ৷
এর আগে চার জনের পদত্যাগের পর কংগ্রেস সরকারের সংখ্যা হয়েছিল 14 ৷ রবিবার তা হয়ে গেল 12 ৷ এখন সরকার বাঁচানো কার্যত অসম্ভব হয়ে উঠছে পুদুচেরির মুখ্যমন্ত্রী নারায়ণস্বামীর পক্ষে ৷ তবে এই সংকটের জন্য তাঁর কোনও দায় নেই বলে জানিয়ে দিয়েছেন লক্ষ্মীনারায়ণ ৷ তিনি বলেন, ‘‘অভিজ্ঞ নেতা সত্ত্বেও আমাকে মন্ত্রী করা হয়নি ৷ শাসক কংগ্রেস এখন সংখ্যালঘু ৷ এই সংকটের জন্য আমাকে পুরোপুরি দায়ী করা যায় না ৷’’
আরও পড়ুন : ভোটের আগে পুদুচেরিতে সংখ্যাগরিষ্ঠতা হারাল কংগ্রেস
পুদুচেরিতে কংগ্রেসের সভাপতি ছিলেন নমস্সিব্যাম ৷ তিনি দল ছেড়ে বিজেপিতে চলে যান ৷ লক্ষ্মীনায়ারণের ঘনিষ্ঠ সূত্রের খবর, এর পর ওই পদে তাঁকে বসানো হবে লক্ষ্মীনায়ারণ ভেবেছিলেন ৷ কিন্তু তা না হওয়ায় আরও ক্ষোভ বাড়ে ৷ কিন্তু তিনিও কি নমস্সিব্যামের মতো বিজেপির পথে পা বাড়চ্ছেন ! এই প্রশ্নের উত্তরে লক্ষ্মীনায়ারণ জানিয়েছেন যে তাঁর কাছে এনআর কংগ্রেস ও বিজেপি, দুই দলেরই প্রস্তাব আছে ৷ অনুগামীদের সঙ্গে কথা বলে তিনি সিদ্ধান্ত নেবেন ৷