ETV Bharat / bharat

Sopore Encounter : সোপোরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম 2 লস্কর জঙ্গি

বারামুল্লার সোপোরে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে লড়াইয়ে খতম 2 জঙ্গি ৷ বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ওই 2 জঙ্গিকে মারা হয় ৷ জানা গিয়েছে, মৃত জঙ্গিদের মধ্যে একজন ফায়াজ ওয়ার ৷ তার বিরুদ্ধে উপত্যকায় সাধারণ নাগরিক এবং সেনা জওয়ানদের হত্যার অভিযোগ ছিল ৷

2-militants-killed-in-encounter-with-central-forces-in-sopore-jammu-and-kashmir
সোপোরে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে এনকাউন্টারে খতম 2 জঙ্গি
author img

By

Published : Jul 23, 2021, 10:05 AM IST

Updated : Jul 23, 2021, 11:17 AM IST

শ্রীনগর, 23 জুলাই : জম্মু ও কাশ্মীর উপত্যকায় তল্লাশি অভিযান চালিয়ে দুই লস্কর জঙ্গিকে খতম করল নিরাপত্তা বাহিনীর জওয়ানরা ৷ বারামুল্লা জেলার সোপোরের ওয়ারপোরা এলাকায় বৃহস্পতিবার রাতভর অভিযান চালিয়ে দুই স্থানীয় জঙ্গিকে মারা হয় বলে জানিয়েছেন আইজি কাশ্মীর জ়োন বিজয় কুমার ৷ এই দুই জঙ্গি লস্কর-ই-তইবা জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুক্ত বলে জানা যাচ্ছে ৷ বাহিনীর সঙ্গে এনকাউন্টারে এ বছরের শুরু থেকে এখনও পর্যন্ত মোট 80 জন জঙ্গির মৃত্যু হয়েছে ৷

কাশ্মীর জ়োনের আইজি বিজয় কুমার জানিয়েছেন, সূত্র মারফত খবর পেয়ে বৃহস্পতিবার রাতে সোপোরের ওয়ারপোরা এলাকায় অভিযান চালায় নিরাপত্তা বাহিনীর জওয়ানরা ৷ পুরো এলাকা চারদিক থেকে ঘিরে ফেলে জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু করে বাহিনী ৷ এক এক করে সবক’টি বাড়িতে ঢুকে ঢুকে তল্লাশি অভিযান চলে ৷ এভাবে একটি বাড়িতে জঙ্গিদের থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর চূড়ান্ত অভিযান চালানো হয় ৷

আইজি বলেন, ‘‘জঙ্গিদের অবস্থান নিশ্চিত করার পর, তাদের আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয় ৷ কিন্তু, সেই প্রস্তাব খারিজ করে দেয় জঙ্গিরা ৷ এর পরেই দু’পক্ষের মধ্যে শুরু হয় গুলির লড়াই ৷ বাহিনীকে লক্ষ্য করে লাগাতার গুলি চালাতে থাকে জঙ্গিরা ৷ তবে, নিরাপত্তা বাহিনীর কোনও জওয়ান নিহত বা আহত হননি ৷ বেশ কয়েকঘণ্টার চেষ্টায় লুকিয়ে থাকা দুই জঙ্গিকে মারতে সক্ষম হয় বাহিনী ৷’’

আরও পড়ুন : সোপিয়ানে এনকাউন্টারে লস্করের শীর্ষ কমান্ডার সহ খতম 2 জঙ্গি

অভিযান সফল হওয়ার পর জম্মু ও কাশ্মীর পুলিশের তরফে একটি টুইট করা হয় ৷ সেখানে জানানো হয়েছে, ‘‘মৃত দুই জঙ্গিদের মধ্যে একজন ফায়াজ ওয়ার জম্মু ও কাশ্মীরে নাশকতামূলক কাজ, যেমন সাধারণ মানুষ এবং নিরাপত্তা বাহিনীর জওয়ানদের হত্যার সঙ্গে জড়িত ছিল ৷ শেষবার উত্তর কাশ্মীরে এক নাশকতার সঙ্গে জড়িত ছিল সে ৷’’ প্রসঙ্গত, অভিযান সফল হওয়ার পর কাশ্মীরের আইজি বিজয় কুমার নিরাপত্তা বাহিনীর জওয়ানদের শুভেচ্ছা জানিয়েছেন ৷

শ্রীনগর, 23 জুলাই : জম্মু ও কাশ্মীর উপত্যকায় তল্লাশি অভিযান চালিয়ে দুই লস্কর জঙ্গিকে খতম করল নিরাপত্তা বাহিনীর জওয়ানরা ৷ বারামুল্লা জেলার সোপোরের ওয়ারপোরা এলাকায় বৃহস্পতিবার রাতভর অভিযান চালিয়ে দুই স্থানীয় জঙ্গিকে মারা হয় বলে জানিয়েছেন আইজি কাশ্মীর জ়োন বিজয় কুমার ৷ এই দুই জঙ্গি লস্কর-ই-তইবা জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুক্ত বলে জানা যাচ্ছে ৷ বাহিনীর সঙ্গে এনকাউন্টারে এ বছরের শুরু থেকে এখনও পর্যন্ত মোট 80 জন জঙ্গির মৃত্যু হয়েছে ৷

কাশ্মীর জ়োনের আইজি বিজয় কুমার জানিয়েছেন, সূত্র মারফত খবর পেয়ে বৃহস্পতিবার রাতে সোপোরের ওয়ারপোরা এলাকায় অভিযান চালায় নিরাপত্তা বাহিনীর জওয়ানরা ৷ পুরো এলাকা চারদিক থেকে ঘিরে ফেলে জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু করে বাহিনী ৷ এক এক করে সবক’টি বাড়িতে ঢুকে ঢুকে তল্লাশি অভিযান চলে ৷ এভাবে একটি বাড়িতে জঙ্গিদের থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর চূড়ান্ত অভিযান চালানো হয় ৷

আইজি বলেন, ‘‘জঙ্গিদের অবস্থান নিশ্চিত করার পর, তাদের আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয় ৷ কিন্তু, সেই প্রস্তাব খারিজ করে দেয় জঙ্গিরা ৷ এর পরেই দু’পক্ষের মধ্যে শুরু হয় গুলির লড়াই ৷ বাহিনীকে লক্ষ্য করে লাগাতার গুলি চালাতে থাকে জঙ্গিরা ৷ তবে, নিরাপত্তা বাহিনীর কোনও জওয়ান নিহত বা আহত হননি ৷ বেশ কয়েকঘণ্টার চেষ্টায় লুকিয়ে থাকা দুই জঙ্গিকে মারতে সক্ষম হয় বাহিনী ৷’’

আরও পড়ুন : সোপিয়ানে এনকাউন্টারে লস্করের শীর্ষ কমান্ডার সহ খতম 2 জঙ্গি

অভিযান সফল হওয়ার পর জম্মু ও কাশ্মীর পুলিশের তরফে একটি টুইট করা হয় ৷ সেখানে জানানো হয়েছে, ‘‘মৃত দুই জঙ্গিদের মধ্যে একজন ফায়াজ ওয়ার জম্মু ও কাশ্মীরে নাশকতামূলক কাজ, যেমন সাধারণ মানুষ এবং নিরাপত্তা বাহিনীর জওয়ানদের হত্যার সঙ্গে জড়িত ছিল ৷ শেষবার উত্তর কাশ্মীরে এক নাশকতার সঙ্গে জড়িত ছিল সে ৷’’ প্রসঙ্গত, অভিযান সফল হওয়ার পর কাশ্মীরের আইজি বিজয় কুমার নিরাপত্তা বাহিনীর জওয়ানদের শুভেচ্ছা জানিয়েছেন ৷

Last Updated : Jul 23, 2021, 11:17 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.