ETV Bharat / bharat

Juveniles Kill Youth: বোনকে উত্ত্যক্ত করায় প্রতিবাদ, দিল্লিতে কিশোরকে কুপিয়ে খুন 2 নাবালক ইভ-টিজারের - দিল্লিতে হত্যা

বোনকে উত্ত্যক্ত (Eve-teasing) করায় প্রতিবাদ জানিয়েছিল এক কিশোর ৷ তাকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল 2 জন নাবালক ইভ-টিজারের বিরুদ্ধে ৷ দিল্লির প্যাটেল (Delhi Murder) নগরে এই ঘটনা ঘটেছে (Juveniles Kill Youth)৷

2 juveniles who killed youth for resisting eve-teasing of sister held in Delhi
বোনকে উত্যক্ত করায় বাধা, দিল্লিতে কিশোরকে কুপিয়ে খুন 2 নাবালক ইভ-টিজারের
author img

By

Published : Oct 31, 2022, 1:01 PM IST

নয়াদিল্লি, 31 অক্টোবর: ইভ-টিজিং-এ (Eve-teasing) বাধা দিয়েছিল 17 বছরের এক কিশোর ৷ সে জন্য তাকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল দুই নাবালকের বিরুদ্ধে ৷ দিল্লির প্যাটেল নগর এলাকার ঘটনা ৷ রবিবার দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ (Delhi Murder)৷

জানা গিয়েছে, মৃত কিশোরের বোনকে রোজ উত্যক্ত করত অভিযুক্ত দুই কিশোর ৷ সেটা মেনে নিতে না পেরে তাদের চড় কষিয়ে দেয় দাদা ৷ এতেই তার উপর রেগে গিয়ে দুই নাবালক তাকে কুপিয়ে খুন করে বলে অভিযোগ (Juveniles Kill Youth)৷

পুলিশ জানিয়েছে, "তদন্তের সময়, উভয় কিশোরই মেনে নিয়েছে করেছে যে, তারা মৃতের বোনকে ইভটিজ করত । কয়েক দিন আগে, নিহত কিশোর তার বোনের থেকে দূরে থাকতে বলে সতর্ক করে অভিযুক্তদের ৷ সেই সময় তাদের চড়ও মেরেছিল নিহত কিশোর । প্রতিশোধ নেওয়ার জন্য তাকে ধরে উপর্যুপরি ছুরি দিয়ে কোপায় দুই অভিযুক্ত ৷ এতেই মৃত্যু হয় ওই কিশোরের ৷"

একজন শীর্ষ পুলিশ আধিকারিক (Juveniles who killed youth) জানিয়েছেন যে, 28 অক্টোবর প্যাটেল নগর থানায় একটি খবর আসে যে, একজনকে নির্মমভাবে ছুরি দিয়ে কোপানো হয়েছে । পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মনোজ কুমার নেগি নামে কিশোরকে চিহ্নিত করে ৷ তাকে সর্দার প্যাটেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে ।

আরও পড়ুন: আড়াই বছরের মেয়ের মৃত্যুতে ধৃত বাবা-মা ! করা হবে পলিগ্রাফ পরীক্ষা

পুলিশ নিহতের বাবার বয়ান রেকর্ড করে হত্যার অভিযোগে এফআইআর দায়ের করে । কে বা কারা খুন করেছে এই সূত্র পেতে পুলিশ মৃতদেহ উদ্ধারের আশপাশের দশ কিলোমিটার এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে । সেখান থেকেই পরিষ্কার হয়ে যায় ছবিটা ৷ গোপন সূত্রে খবর পেয়ে অভিযুক্ত কিশোরদের রবিবার গ্রেফতার করা হয় । তাদের কাছ থেকে অপরাধে ব্যবহৃত ছুরিও উদ্ধার করেছে পুলিশ ।

নয়াদিল্লি, 31 অক্টোবর: ইভ-টিজিং-এ (Eve-teasing) বাধা দিয়েছিল 17 বছরের এক কিশোর ৷ সে জন্য তাকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল দুই নাবালকের বিরুদ্ধে ৷ দিল্লির প্যাটেল নগর এলাকার ঘটনা ৷ রবিবার দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ (Delhi Murder)৷

জানা গিয়েছে, মৃত কিশোরের বোনকে রোজ উত্যক্ত করত অভিযুক্ত দুই কিশোর ৷ সেটা মেনে নিতে না পেরে তাদের চড় কষিয়ে দেয় দাদা ৷ এতেই তার উপর রেগে গিয়ে দুই নাবালক তাকে কুপিয়ে খুন করে বলে অভিযোগ (Juveniles Kill Youth)৷

পুলিশ জানিয়েছে, "তদন্তের সময়, উভয় কিশোরই মেনে নিয়েছে করেছে যে, তারা মৃতের বোনকে ইভটিজ করত । কয়েক দিন আগে, নিহত কিশোর তার বোনের থেকে দূরে থাকতে বলে সতর্ক করে অভিযুক্তদের ৷ সেই সময় তাদের চড়ও মেরেছিল নিহত কিশোর । প্রতিশোধ নেওয়ার জন্য তাকে ধরে উপর্যুপরি ছুরি দিয়ে কোপায় দুই অভিযুক্ত ৷ এতেই মৃত্যু হয় ওই কিশোরের ৷"

একজন শীর্ষ পুলিশ আধিকারিক (Juveniles who killed youth) জানিয়েছেন যে, 28 অক্টোবর প্যাটেল নগর থানায় একটি খবর আসে যে, একজনকে নির্মমভাবে ছুরি দিয়ে কোপানো হয়েছে । পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মনোজ কুমার নেগি নামে কিশোরকে চিহ্নিত করে ৷ তাকে সর্দার প্যাটেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে ।

আরও পড়ুন: আড়াই বছরের মেয়ের মৃত্যুতে ধৃত বাবা-মা ! করা হবে পলিগ্রাফ পরীক্ষা

পুলিশ নিহতের বাবার বয়ান রেকর্ড করে হত্যার অভিযোগে এফআইআর দায়ের করে । কে বা কারা খুন করেছে এই সূত্র পেতে পুলিশ মৃতদেহ উদ্ধারের আশপাশের দশ কিলোমিটার এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে । সেখান থেকেই পরিষ্কার হয়ে যায় ছবিটা ৷ গোপন সূত্রে খবর পেয়ে অভিযুক্ত কিশোরদের রবিবার গ্রেফতার করা হয় । তাদের কাছ থেকে অপরাধে ব্যবহৃত ছুরিও উদ্ধার করেছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.