ETV Bharat / bharat

Chola Period Idols Recovered: চোল রাজত্বকালের দু'টি প্রাচীন মূর্তির সন্ধান মিলল চেন্নাইয়ে - প্রাচীন মূর্তির সন্ধান মিলল চেন্নাইয়ে

প্রাচীন মূর্তি দু'টি চুরি গিয়েছিল ৷ সেগুলির খোঁজ মিলল একটি মিউজিয়ামে ৷ এক ব্যক্তি সেগুলি ওই মিউজিয়ামে দান করেছিলেন (Idols of Chola Period recovered) ৷

Chola Era Idols
ETV Bharat
author img

By

Published : Oct 8, 2022, 2:05 PM IST

চেন্নাই, 8 অক্টোবর: উদ্ধার হল দু'টি প্রাচীন মূর্তি ৷ এগুলি চোল সাম্রাজ্যের রাজত্বকালের বলে শুক্রবার জানিয়েছে তামিলনাড়ুর আইডল উইং সিআইডি ৷ চুরি যাওয়া এই দু'টি মূর্তি একটি মিউজিয়ামে ছিল ৷ সেটি চেন্নাই থেকে 25 কিলোমিটার দূরে মুত্তুকাডু, দক্ষিণাচিত্রার মিউজিয়ামে শোভা পাচ্ছিল (Chola period bronze idols found in Museum) ৷

দক্ষিণাচিত্রা নামে একটি জায়গায় এই দু'টি প্রাচীন মূর্তি রয়েছে ৷ এই খবর পেয়ে ডিএসপি মুথুরাজার নেতৃত্বে আইডল উইংয়ের তদন্তকারী আধিকারিকেরা 6 অক্টোবর সংশ্লিষ্ট জায়গায় তল্লাশি অভিযান চালায় এবং তথ্যগুলি যাচাই করে দেখেন ৷ আইডল উইং একটি বিবৃতিতে জানিয়েছে, "তাঞ্জোর জেলায় স্বামীমালাইয়ে মাসিলামানি নামের এক ব্যক্তি বীণাধারারা এবং ঋষভ ধরের মূর্তি দু'টি মিউজিয়ামে দান করেন ৷ শিবাকাঞ্চি পুলিশ তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেছে ৷"

আরও পড়ুন: তামিলনাড়ু থেকে নিউ ইয়র্কের নিলামঘর ! 50 বছর বাদে খোঁজ মিলল দেবী পার্বতীর

সম্প্রতি আইডল উইং পুলিশ 8টি ব্রোঞ্জের প্রাচীন মূর্তি উদ্ধার করেছে মাসিলামানির বাড়ি থেকে ৷ 2012 সালে মাসিলামানি এই দু'টি মূর্তি মিউজিয়ামে উপহার দিয়েছিল ৷ ওই বিবৃতিতে জানানো হয়েছে, "মিউজিয়াম কর্তৃপক্ষের কাছ থেকে কোনও নথিপত্র পাওয়া যায়নি ৷ এর জন্য মাসিলামানির সঙ্গে যোগাযোগ করা হয়েছিল ৷ কিন্তু তাঁর কাছ থেকে ঠিকঠাক উত্তর পাওয়া যায়নি ৷" দক্ষিণাচরিত্রা কর্তৃপক্ষকে বিষয়টি খোলাখুলি জানানো হলে এর ম্যানেজার মূর্তি দু'টি ফিরিয়ে দেন ৷ তিনিও মাসিলামানির বিরুদ্ধে অভিযোগ তোলেন ৷ মালিসামানি ওই মূর্তি দু'টি বেআইনি ভাবে দান করেছে ৷

চেন্নাই, 8 অক্টোবর: উদ্ধার হল দু'টি প্রাচীন মূর্তি ৷ এগুলি চোল সাম্রাজ্যের রাজত্বকালের বলে শুক্রবার জানিয়েছে তামিলনাড়ুর আইডল উইং সিআইডি ৷ চুরি যাওয়া এই দু'টি মূর্তি একটি মিউজিয়ামে ছিল ৷ সেটি চেন্নাই থেকে 25 কিলোমিটার দূরে মুত্তুকাডু, দক্ষিণাচিত্রার মিউজিয়ামে শোভা পাচ্ছিল (Chola period bronze idols found in Museum) ৷

দক্ষিণাচিত্রা নামে একটি জায়গায় এই দু'টি প্রাচীন মূর্তি রয়েছে ৷ এই খবর পেয়ে ডিএসপি মুথুরাজার নেতৃত্বে আইডল উইংয়ের তদন্তকারী আধিকারিকেরা 6 অক্টোবর সংশ্লিষ্ট জায়গায় তল্লাশি অভিযান চালায় এবং তথ্যগুলি যাচাই করে দেখেন ৷ আইডল উইং একটি বিবৃতিতে জানিয়েছে, "তাঞ্জোর জেলায় স্বামীমালাইয়ে মাসিলামানি নামের এক ব্যক্তি বীণাধারারা এবং ঋষভ ধরের মূর্তি দু'টি মিউজিয়ামে দান করেন ৷ শিবাকাঞ্চি পুলিশ তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেছে ৷"

আরও পড়ুন: তামিলনাড়ু থেকে নিউ ইয়র্কের নিলামঘর ! 50 বছর বাদে খোঁজ মিলল দেবী পার্বতীর

সম্প্রতি আইডল উইং পুলিশ 8টি ব্রোঞ্জের প্রাচীন মূর্তি উদ্ধার করেছে মাসিলামানির বাড়ি থেকে ৷ 2012 সালে মাসিলামানি এই দু'টি মূর্তি মিউজিয়ামে উপহার দিয়েছিল ৷ ওই বিবৃতিতে জানানো হয়েছে, "মিউজিয়াম কর্তৃপক্ষের কাছ থেকে কোনও নথিপত্র পাওয়া যায়নি ৷ এর জন্য মাসিলামানির সঙ্গে যোগাযোগ করা হয়েছিল ৷ কিন্তু তাঁর কাছ থেকে ঠিকঠাক উত্তর পাওয়া যায়নি ৷" দক্ষিণাচরিত্রা কর্তৃপক্ষকে বিষয়টি খোলাখুলি জানানো হলে এর ম্যানেজার মূর্তি দু'টি ফিরিয়ে দেন ৷ তিনিও মাসিলামানির বিরুদ্ধে অভিযোগ তোলেন ৷ মালিসামানি ওই মূর্তি দু'টি বেআইনি ভাবে দান করেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.