কাদিরি, (অন্ধ্রপ্রদেশ), 20 নভেম্বর : দু'টি নির্মীয়মান বাড়ি ভেঙে কমপক্ষে 3 জন মারা গিয়েছেন ৷ ঘটনাটি ঘটেছে শনিবার ভোররাতের দিকে অন্ধ্রপ্রদেশে ৷
জানা গিয়েছে, রাজ্যের অনন্তপুর জেলার কাদিরি ওল্ড চেয়ারম্যান স্ট্রিটে (Kadiri Old Chairman Street) দু'টি বাড়ি তৈরি হওয়ার কাজ চলছিল ৷ শনিবার ভোরে একটি নির্মীয়মান বাড়ি আরেকটি বাড়ির উপর হেলে পড়ে যায় ৷ ফলস্বরূপ দু'টি বাড়িই গুঁড়িয়ে গিয়েছে ৷ একটি বাড়ির 8 জন এবং অন্যটির 7 জন, মোট 15 জন সদস্য আটকে পড়েন ধ্বংসস্তূপের নিচে ৷
আরও পড়ুন : House Collapsed : জলের তোড়ে ভেঙে পড়ল দোতলা বাড়ি, দেখুন ভিডিয়ো
খবর পেয়ে স্থানীয় প্রশাসন ছুটে যায় ঘটনাস্থলে ৷ যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধারকার্য ৷ এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী 6 জনকে বের করে আনা গিয়েছে ৷ উদ্ধারকার্যের তদারকি করছেন অতিরিক্ত এসপি রামকৃষ্ণ প্রসাদ (Ramakrishna Prasad) আরডিও বেঙ্কট রেড্ডি (Venkat Reddy) ৷