ETV Bharat / bharat

Imphal-Shillong Flight : ইম্ফল-শিলং সরাসরি বিমান পরিষেবা শুরু, সৌজন্যে কেন্দ্রের ‘উড়ান’

মণিপুরের ইম্ফল থেকে মেঘালয়ের শিলং পর্যন্ত সরাসরি বিমান পরিষেবা শুরু করা হল ৷ আপাতত এই রুটে সপ্তাহে চারটি বিমান চালানো হবে ৷ প্রত্যেকটি বিমানের আসন সংখ্যা 78 ৷

1st direct flight operation flagged off on Imphal-Shillong route under UDAN
Imphal-Shillong Flight : ইম্ফল-শিলং সরাসরি বিমান পরিষেবা শুরু, সৌজন্যে কেন্দ্রের ‘উড়ান’
author img

By

Published : Aug 4, 2021, 5:57 PM IST

নয়াদিল্লি, 4 অগস্ট : মণিপুরের ইম্ফল থেকে মেঘালয়ের শিলং পর্যন্ত সরাসরি শুরু হল বিমান পরিষেবা ৷ ভারত সরকারের আঞ্চলিক যোগাযোগ প্রকল্প ‘উড়ান’ (উড়ে দেশ কা আম নাগরিক)-এর আওতায় এই পরিষেবা শুরু করা হল ৷ ইতিমধ্যেই অসামরিক বিমান মন্ত্রকের তরফে এই সংক্রান্ত একটি বিবৃতি জারি করা হয়েছে ৷ তাতে জানানো হয়েছে, দেশের উত্তর-পূর্ব অংশকে বিমান পরিষেবার আওতাভুক্ত করা ভারত সরকারের অন্যতম প্রধান লক্ষ্য ৷ সেই লক্ষ্যমাত্রা পূরণ করতেই এই রুটে উড়ান চালু করা হল ৷

আরও পড়ুন : Border Dispute : আত্মরক্ষার্থে মিজো পুলিশকে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন কোলাসিব’র জেলাশাসক

সরকারের আশা, ইম্ফল ও শিলংয়ের মধ্যে বিমান চলাচল শুরু হওয়ায় দুই রাজ্য়ের মানুষই উপকৃত হবেন ৷ এবার থেকে মাত্র এক ঘণ্টায় ইম্ফল থেকে শিলং এবং সোয়া এক ঘণ্টায় শিলং থেকে ইম্ফল যাতায়াত করতে পারবেন তাঁরা ৷ কিন্তু আগে এই পথটুকু অতিক্রম করতেই তাঁদের একদিনেরও বেশি সময় লেগে যেত ! তাছাড়া, পাহাড়ি পথে মাঝেমধ্যেই দুর্ঘটনার জেরে সড়কপথে যাতায়াত তুলনায় ঝুঁকিবহুল ও অনিশ্চিতও বটে ৷

আরও পড়ুন : BSF Soldiers Killed : ত্রিপুরায় ভারত-বাংলাদেশ সীমান্তে জঙ্গি হামলা, নিহত দুই বিএসএফ জওয়ান

এখনও পর্যন্ত ‘উড়ান’ প্রকল্পের আওতায় 361 টি রুটে মোট 59 টি বিমান পরিষেবা দিচ্ছে ৷ তার মধ্যে 5 টি হেলিকপ্টার এবং দু’টি সি-প্লেনও রয়েছে ৷ প্রসঙ্গত, মণিপুর ও মেঘালয়ের মধ্যে বিমান পথে যোগাযোগ গড়ে তোলার দাবি দীর্ঘদিনের ৷ এই অঞ্চলের মানুষ বহু বছর ধরে সেই দাবি জানিয়ে আসছেন ৷ অবশেষে তা কার্যকর হওয়ায় খুশি সরকার পক্ষও ৷

আরও পড়ুন : Assam-Mizoram Border Dispute : কাছাড় জেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্বে 2 মহিলা আইপিএস

একেবারে সাধারণ মধ্যবিত্ত শ্রেণির মানুষও যাতে বিমান পরিষেবার সুবিধা নিতে পারেন, তা নিশ্চিত করাও ‘উড়ান’ প্রকল্পের অন্যতম উদ্দেশ্য ৷ এর জন্য সংশ্লিষ্ট সংস্থাকে বিমানের ভাড়া নির্দিষ্ট সীমার মধ্যে রাখতে বলা হয়েছে ৷ পাশাপাশি, ভাড়া বাড়ানোর প্রয়োজনই যাতে না পড়ে, তা নিশ্চিত করতে এই সংস্থাগুলির জন্য ভিজিএফ-এরও (Viability Gap Funding) ব্যবস্থা করা হয়েছে ৷ স্থির হয়েছে, প্রাথমিকভাবে এই রুটে সপ্তাহে চারটি বিমান চালানো হবে ৷ প্রত্যেকটি বিমানের আসন সংখ্যা 78 ৷

নয়াদিল্লি, 4 অগস্ট : মণিপুরের ইম্ফল থেকে মেঘালয়ের শিলং পর্যন্ত সরাসরি শুরু হল বিমান পরিষেবা ৷ ভারত সরকারের আঞ্চলিক যোগাযোগ প্রকল্প ‘উড়ান’ (উড়ে দেশ কা আম নাগরিক)-এর আওতায় এই পরিষেবা শুরু করা হল ৷ ইতিমধ্যেই অসামরিক বিমান মন্ত্রকের তরফে এই সংক্রান্ত একটি বিবৃতি জারি করা হয়েছে ৷ তাতে জানানো হয়েছে, দেশের উত্তর-পূর্ব অংশকে বিমান পরিষেবার আওতাভুক্ত করা ভারত সরকারের অন্যতম প্রধান লক্ষ্য ৷ সেই লক্ষ্যমাত্রা পূরণ করতেই এই রুটে উড়ান চালু করা হল ৷

আরও পড়ুন : Border Dispute : আত্মরক্ষার্থে মিজো পুলিশকে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন কোলাসিব’র জেলাশাসক

সরকারের আশা, ইম্ফল ও শিলংয়ের মধ্যে বিমান চলাচল শুরু হওয়ায় দুই রাজ্য়ের মানুষই উপকৃত হবেন ৷ এবার থেকে মাত্র এক ঘণ্টায় ইম্ফল থেকে শিলং এবং সোয়া এক ঘণ্টায় শিলং থেকে ইম্ফল যাতায়াত করতে পারবেন তাঁরা ৷ কিন্তু আগে এই পথটুকু অতিক্রম করতেই তাঁদের একদিনেরও বেশি সময় লেগে যেত ! তাছাড়া, পাহাড়ি পথে মাঝেমধ্যেই দুর্ঘটনার জেরে সড়কপথে যাতায়াত তুলনায় ঝুঁকিবহুল ও অনিশ্চিতও বটে ৷

আরও পড়ুন : BSF Soldiers Killed : ত্রিপুরায় ভারত-বাংলাদেশ সীমান্তে জঙ্গি হামলা, নিহত দুই বিএসএফ জওয়ান

এখনও পর্যন্ত ‘উড়ান’ প্রকল্পের আওতায় 361 টি রুটে মোট 59 টি বিমান পরিষেবা দিচ্ছে ৷ তার মধ্যে 5 টি হেলিকপ্টার এবং দু’টি সি-প্লেনও রয়েছে ৷ প্রসঙ্গত, মণিপুর ও মেঘালয়ের মধ্যে বিমান পথে যোগাযোগ গড়ে তোলার দাবি দীর্ঘদিনের ৷ এই অঞ্চলের মানুষ বহু বছর ধরে সেই দাবি জানিয়ে আসছেন ৷ অবশেষে তা কার্যকর হওয়ায় খুশি সরকার পক্ষও ৷

আরও পড়ুন : Assam-Mizoram Border Dispute : কাছাড় জেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্বে 2 মহিলা আইপিএস

একেবারে সাধারণ মধ্যবিত্ত শ্রেণির মানুষও যাতে বিমান পরিষেবার সুবিধা নিতে পারেন, তা নিশ্চিত করাও ‘উড়ান’ প্রকল্পের অন্যতম উদ্দেশ্য ৷ এর জন্য সংশ্লিষ্ট সংস্থাকে বিমানের ভাড়া নির্দিষ্ট সীমার মধ্যে রাখতে বলা হয়েছে ৷ পাশাপাশি, ভাড়া বাড়ানোর প্রয়োজনই যাতে না পড়ে, তা নিশ্চিত করতে এই সংস্থাগুলির জন্য ভিজিএফ-এরও (Viability Gap Funding) ব্যবস্থা করা হয়েছে ৷ স্থির হয়েছে, প্রাথমিকভাবে এই রুটে সপ্তাহে চারটি বিমান চালানো হবে ৷ প্রত্যেকটি বিমানের আসন সংখ্যা 78 ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.