ETV Bharat / bharat

BSF Veteran Passes Away: সীমানা ছাড়িয়ে, প্রয়াত একাত্তরে ভারত-পাক যুদ্ধের মরু নায়ক ভৈরোঁ সিং রাঠোর - 1971 ভারত পাক যুদ্ধ

সীমান্তহীন না-ফেরার দেশে চলে গেলেন 1971 এর ভারত-পাক যুদ্ধের মরু নায়ক ভৈরোঁ সিং রাঠোর (1971 War Hero Bhairon Singh Rathore is no more)৷ সোমবার 81 বছর বয়সে যোধপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ৷ তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ৷

ETV Bharat
81 বছর বয়সে প্রয়াত ভারত-পাক যুদ্ধের কিংবদন্তি বিএসএফ জওয়ান ভৈরোঁ সিং রাঠোর
author img

By

Published : Dec 19, 2022, 9:39 PM IST

Updated : Dec 19, 2022, 9:49 PM IST

যোধপুর, 19 ডিসেম্বর: 1971-এর ভারত-পাক যুদ্ধে তাঁর বীরত্বের কাহিনী আজও দেশের সেনাবাহিনীর শতশত সদস্যের কাছে প্রেরণার সমান ৷ দেশের স্বার্থে তাঁর জীবনপণ করা লড়াই আজও উদ্বুদ্ধ করে চলেছে প্রজন্মের পর প্রজন্মকে ৷ 71 এর যুদ্ধে তাঁর নেতৃত্বে লোঙ্গেওয়ালা পোস্টে মাত্র 120 জন ভারতীয় জওয়ান মিলে রুখে দিয়েছিল পাক সেনার 2 হাজার সদস্য সমন্বিত ট্যাঙ্ক বাহিনীকে ৷ তাঁর বীরত্ব ও হার না-মানা সেই লড়াইয়ের গাথা তুলে ধরে হয়েছিল 'বর্ডার' ছবিতে ৷ 81 বছর বয়সে প্রয়াত হলেন ভারত-পাক যুদ্ধের মরু নায়ক ভৈরোঁ সিং রাঠোর (1971 War Hero Bhairon Singh Rathore is no more) ৷

সোমবার যোধপুর এইমসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশের সীমান্তরক্ষী বাহিনীর এই কিংবদন্তি ৷ দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি (BSF Veteran Passes Away) ৷ শারীরিক সমস্যা গুরুতর হওয়ার কারণেই এবছর 16 ডিসেম্বর বিজয় দিবসের অনুষ্ঠানে তাঁর সঙ্গে কথা বলতে চেয়েও বলতে পারেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ প্রধানমন্ত্রীর সেই ইচ্ছা আর পূরণের সুযোগ না-দিয়েই চির সীমান্তের উদ্দেশে পাড়ি দিলেন ভৈরোঁ সিং রাঠোর (Bhairon Singh Rathore) ৷

ETV Bharat
ভৈরোঁ সিং রাঠোরকে শেষ শ্রদ্ধা বিএসএফ-এর

আরও পড়ুন: আমি ভারতকে পছন্দ করি, সেরা জায়গা, তাওয়াংয়ে সংঘর্ষ নিয়ে মন্তব্য দলাই লামার

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi mourns Bhairon Singh Rathore demise), কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত প্রমুখ ৷ শোক প্রকাশ করা হয়েছে বিএসএফ-এর তরফেও ৷ প্রধানমন্ত্রী তাঁর শোকবার্তায় লিখেছেন, "দেশের জন্য তাঁর অবদানের জন্য নায়েক (অবসরপ্রাপ্ত) ভৈরোঁ সিং রাঠোরকে মনে রাখবেন দেশবাসী ৷ দেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে তিনি পরাক্রমের পরিচয় দিয়েছিলেন ৷ তাঁর প্রয়াণে আমি দুঃখিত ৷ তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা ৷"

  • Naik (Retd) Bhairon Singh Ji will be remembered for his service to our nation. He showed great courage at a crucial point in our nation's history. Saddened by his passing away. My thoughts are with his family in this hour of sadness. Om Shanti.

    — Narendra Modi (@narendramodi) December 19, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

'বর্ডার' ছবিতে তাঁর অনুকরণেই লেখা হয়েছিল সুনীল শেট্টি অভিনীত চরিত্রটি ৷ ভৈরোঁ সিং রাঠোরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এই অভিনেতাও ৷ তাঁর ছেলে জানিয়েছেন, বিজয় দিবসের 2 দিন আগে গত 14 ডিসেম্বর তাঁকে যোধপুর এইমসে ভর্তি করানো হয় ৷ সেখানে তাঁর স্বাস্থ্যের আরও অবনতি হয়, পক্ষাঘাতে আক্রান্ত হন তিনি ৷ শেষ কয়েকদিন আইসিইউতেই ভর্তি ছিলেন তিনি ৷

যোধপুর থেকে 120 কিমি দূরে সোলাঙ্কিআটালা গ্রামেই পরিবারের সঙ্গে থাকতেন এই মরু নায়ক ৷ 1972 সালে তাঁকে সেনা পদকে সম্মানিত করা হয়েছিল ৷

যোধপুর, 19 ডিসেম্বর: 1971-এর ভারত-পাক যুদ্ধে তাঁর বীরত্বের কাহিনী আজও দেশের সেনাবাহিনীর শতশত সদস্যের কাছে প্রেরণার সমান ৷ দেশের স্বার্থে তাঁর জীবনপণ করা লড়াই আজও উদ্বুদ্ধ করে চলেছে প্রজন্মের পর প্রজন্মকে ৷ 71 এর যুদ্ধে তাঁর নেতৃত্বে লোঙ্গেওয়ালা পোস্টে মাত্র 120 জন ভারতীয় জওয়ান মিলে রুখে দিয়েছিল পাক সেনার 2 হাজার সদস্য সমন্বিত ট্যাঙ্ক বাহিনীকে ৷ তাঁর বীরত্ব ও হার না-মানা সেই লড়াইয়ের গাথা তুলে ধরে হয়েছিল 'বর্ডার' ছবিতে ৷ 81 বছর বয়সে প্রয়াত হলেন ভারত-পাক যুদ্ধের মরু নায়ক ভৈরোঁ সিং রাঠোর (1971 War Hero Bhairon Singh Rathore is no more) ৷

সোমবার যোধপুর এইমসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশের সীমান্তরক্ষী বাহিনীর এই কিংবদন্তি ৷ দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি (BSF Veteran Passes Away) ৷ শারীরিক সমস্যা গুরুতর হওয়ার কারণেই এবছর 16 ডিসেম্বর বিজয় দিবসের অনুষ্ঠানে তাঁর সঙ্গে কথা বলতে চেয়েও বলতে পারেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ প্রধানমন্ত্রীর সেই ইচ্ছা আর পূরণের সুযোগ না-দিয়েই চির সীমান্তের উদ্দেশে পাড়ি দিলেন ভৈরোঁ সিং রাঠোর (Bhairon Singh Rathore) ৷

ETV Bharat
ভৈরোঁ সিং রাঠোরকে শেষ শ্রদ্ধা বিএসএফ-এর

আরও পড়ুন: আমি ভারতকে পছন্দ করি, সেরা জায়গা, তাওয়াংয়ে সংঘর্ষ নিয়ে মন্তব্য দলাই লামার

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi mourns Bhairon Singh Rathore demise), কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত প্রমুখ ৷ শোক প্রকাশ করা হয়েছে বিএসএফ-এর তরফেও ৷ প্রধানমন্ত্রী তাঁর শোকবার্তায় লিখেছেন, "দেশের জন্য তাঁর অবদানের জন্য নায়েক (অবসরপ্রাপ্ত) ভৈরোঁ সিং রাঠোরকে মনে রাখবেন দেশবাসী ৷ দেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে তিনি পরাক্রমের পরিচয় দিয়েছিলেন ৷ তাঁর প্রয়াণে আমি দুঃখিত ৷ তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা ৷"

  • Naik (Retd) Bhairon Singh Ji will be remembered for his service to our nation. He showed great courage at a crucial point in our nation's history. Saddened by his passing away. My thoughts are with his family in this hour of sadness. Om Shanti.

    — Narendra Modi (@narendramodi) December 19, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

'বর্ডার' ছবিতে তাঁর অনুকরণেই লেখা হয়েছিল সুনীল শেট্টি অভিনীত চরিত্রটি ৷ ভৈরোঁ সিং রাঠোরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এই অভিনেতাও ৷ তাঁর ছেলে জানিয়েছেন, বিজয় দিবসের 2 দিন আগে গত 14 ডিসেম্বর তাঁকে যোধপুর এইমসে ভর্তি করানো হয় ৷ সেখানে তাঁর স্বাস্থ্যের আরও অবনতি হয়, পক্ষাঘাতে আক্রান্ত হন তিনি ৷ শেষ কয়েকদিন আইসিইউতেই ভর্তি ছিলেন তিনি ৷

যোধপুর থেকে 120 কিমি দূরে সোলাঙ্কিআটালা গ্রামেই পরিবারের সঙ্গে থাকতেন এই মরু নায়ক ৷ 1972 সালে তাঁকে সেনা পদকে সম্মানিত করা হয়েছিল ৷

Last Updated : Dec 19, 2022, 9:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.