ETV Bharat / bharat

Monkeys Found Dead: গুড়ে বিষ মিশিয়ে হত্যা ! জঙ্গলে উদ্ধার 19টি বাঁদরের দেহ

উত্তরপ্রদেশের হাপুরের জঙ্গলে 19টি বাঁদরের মৃতদেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ৷ দেহগুলি ময়নাতদন্তে পাঠিয়েছে বন দফতর ৷

Monkeys Found Fead
Monkeys Found Fead
author img

By

Published : May 15, 2023, 3:42 PM IST

Updated : May 15, 2023, 8:09 PM IST

হাপুর (উত্তরপ্রদেশ), 15 মে: জঙ্গলে একসঙ্গে পড়ে রয়েছে 19টি বাঁদরের দেহ ৷ এই ঘটনা প্রকাশ্যে আসার পরই চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরপ্রদেশের গড় কোতোয়ালি এলাকায় ৷ গুড়ের মধ্যে বিষ মিশিয়ে ওই বাঁদরগুলিকে হত্যা করা হয়েছে বলে সন্দেহ স্থানীয়দের ৷

মধ্য গঙ্গা খালের তীরে গ্রামবাসীরা জঙ্গলে বাঁদরদের দেহ দেখতে পান ৷ কয়েকটি বাঁদরের মুখ থেকে ফেনা বের হতে দেখা যায় । গ্রামবাসীরা গোটা বিষয়টি পুলিশকে জানিয়েছে । সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বন দফতরকে খবর দেয় । খবর পেয়ে ঘটনাস্থলে যান বন দফতরের আধিকারিকরা ৷ মৃত বাঁদরের দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । এ ছাড়াও এলাকারই বেশ কয়েকটি অসুস্থ বাঁদরের খোঁজ মিলেছে ৷ তাদের চিকিৎসা করছে স্বাস্থ্য দফতরের বিশেষ দল ।

বাঁদরগুলির মুখ দিয়ে ফেনা বের হতে দেখে আশঙ্কা করা হচ্ছে যে, ওই বাঁদরদের খাবারে কিছু বিষাক্ত পদার্থ মিশিয়ে দেওয়া হতে পারে ৷ জঙ্গলে একসঙ্গে এতগুলো বাঁদরের মৃত্যু হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন গ্রামবাসারী ৷ দেহগুলি দেখতে এলাকার মানুষজন ভিড় জমান ৷ কারা এই ঘটনা ঘটাল, তার তদন্তের দাবি করে পুলিশ ও প্রশাসনের কাছে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন গ্রামবাসীরা ।

মৃত বাঁদরদের দেহের কাছে একটি প্লাস্টিকের ব্যাগের উপরে গুড় রাখা ছিল । গ্রামবাসীদের সন্দেহ, গুড়ের মধ্যেই কোনও বিষাক্ত পদার্থ মেশানো হয়েছিল এবং সেই গুড় খেয়ে বাঁদরগুলি মারা গিয়েছে । তবে বাঁদরগুলির মৃত্যুর কারণ এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি ৷ বন দফতরের আধিকারিকরা বলছেন, মৃত বাঁদরগুলির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই বোঝা যাবে কী কারণে বাঁদরগুলির মৃত্যু হয়েছে ।

এই ঘটনা নিয়ে ফরেস্ট রেঞ্জার করণ সিং জানিয়েছেন, এখনও পর্যন্ত 19টি বাঁদর মারা গিয়েছে । অনেক বাঁদর চিকিৎসার পর সুস্থ হয়ে উঠেছে । মৃত বাঁদরের দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে । গোটা ঘটনা তদন্ত করে খতিয়ে দেখার জন্য তিন সদস্যের একটি দল গঠন করা হয়েছে । শিগগিরই পুরো বিষয়টি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি ।

আরও পড়ুন: মাতৃস্নেহ ! হনুমানের কাছেই সযত্নে লালিত হচ্ছে কুকুরছানা

হাপুর (উত্তরপ্রদেশ), 15 মে: জঙ্গলে একসঙ্গে পড়ে রয়েছে 19টি বাঁদরের দেহ ৷ এই ঘটনা প্রকাশ্যে আসার পরই চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরপ্রদেশের গড় কোতোয়ালি এলাকায় ৷ গুড়ের মধ্যে বিষ মিশিয়ে ওই বাঁদরগুলিকে হত্যা করা হয়েছে বলে সন্দেহ স্থানীয়দের ৷

মধ্য গঙ্গা খালের তীরে গ্রামবাসীরা জঙ্গলে বাঁদরদের দেহ দেখতে পান ৷ কয়েকটি বাঁদরের মুখ থেকে ফেনা বের হতে দেখা যায় । গ্রামবাসীরা গোটা বিষয়টি পুলিশকে জানিয়েছে । সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বন দফতরকে খবর দেয় । খবর পেয়ে ঘটনাস্থলে যান বন দফতরের আধিকারিকরা ৷ মৃত বাঁদরের দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । এ ছাড়াও এলাকারই বেশ কয়েকটি অসুস্থ বাঁদরের খোঁজ মিলেছে ৷ তাদের চিকিৎসা করছে স্বাস্থ্য দফতরের বিশেষ দল ।

বাঁদরগুলির মুখ দিয়ে ফেনা বের হতে দেখে আশঙ্কা করা হচ্ছে যে, ওই বাঁদরদের খাবারে কিছু বিষাক্ত পদার্থ মিশিয়ে দেওয়া হতে পারে ৷ জঙ্গলে একসঙ্গে এতগুলো বাঁদরের মৃত্যু হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন গ্রামবাসারী ৷ দেহগুলি দেখতে এলাকার মানুষজন ভিড় জমান ৷ কারা এই ঘটনা ঘটাল, তার তদন্তের দাবি করে পুলিশ ও প্রশাসনের কাছে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন গ্রামবাসীরা ।

মৃত বাঁদরদের দেহের কাছে একটি প্লাস্টিকের ব্যাগের উপরে গুড় রাখা ছিল । গ্রামবাসীদের সন্দেহ, গুড়ের মধ্যেই কোনও বিষাক্ত পদার্থ মেশানো হয়েছিল এবং সেই গুড় খেয়ে বাঁদরগুলি মারা গিয়েছে । তবে বাঁদরগুলির মৃত্যুর কারণ এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি ৷ বন দফতরের আধিকারিকরা বলছেন, মৃত বাঁদরগুলির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই বোঝা যাবে কী কারণে বাঁদরগুলির মৃত্যু হয়েছে ।

এই ঘটনা নিয়ে ফরেস্ট রেঞ্জার করণ সিং জানিয়েছেন, এখনও পর্যন্ত 19টি বাঁদর মারা গিয়েছে । অনেক বাঁদর চিকিৎসার পর সুস্থ হয়ে উঠেছে । মৃত বাঁদরের দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে । গোটা ঘটনা তদন্ত করে খতিয়ে দেখার জন্য তিন সদস্যের একটি দল গঠন করা হয়েছে । শিগগিরই পুরো বিষয়টি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি ।

আরও পড়ুন: মাতৃস্নেহ ! হনুমানের কাছেই সযত্নে লালিত হচ্ছে কুকুরছানা

Last Updated : May 15, 2023, 8:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.