ETV Bharat / bharat

শুধুমাত্র মে মাসেই দেশে 17 জন পাইলট করোনায় প্রাণ হারিয়েছেন

করোনা সংক্রামিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে দেশের পাইলটদের ৷ শুধুমাত্র মে মাসেই এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো আর ভিসতারা-র মোট 17 জন পাইলট কোভিড-19-এ প্রাণ হারিয়েছেন ৷ এরই মধ্যে বেশ কিছু বিমান সংস্থা তাদের কর্মচারীদের ভ্য়াকসিন দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে ৷

17 জন পাইলট কোভিড-19-এ মারা গিয়েছেন
17 জন পাইলট কোভিড-19-এ মারা গিয়েছেন
author img

By

Published : Jun 4, 2021, 10:52 AM IST

নিউ দিল্লি, 4 জুন : দেশে কোভিড সংক্রমণে দ্বিতীয় ঢেউয়ে এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো আর ভিসতারা-র মোট 17 জন পাইলট মারা গিয়েছেন শুধুমাত্র মে মাসে ৷ বৃহস্পতিবার বিমান সংস্থার একটি সূত্রে জানা গিয়েছে, ইন্ডিগোর 10 জন পাইলট, ভিসতারা-র 2 জন প্রাণ হারিয়েছেন করোনা সংক্রমণে ৷

এয়ার ইন্ডিয়া জানিয়েছে, হর্ষ তিওয়ারি, জিপি এস গিল, প্রসাদ কর্মকার, সন্দীপ রানা আর অমিতেশ প্রসাদ, এই 5জন জাতীয় স্তরের সিনিয়র পাইলট-ক্যাপটেন মারা গিয়েছেন কোভিডে ৷ তবে এখনও এয়ারএশিয়ার কোনও পাইলটে করোনা সংক্রমণে মারা যাননি ৷

আরও পড়ুন : তৃতীয় ঢেউ থাকবে 98 দিন, হবে দ্বিতীয় ঢেউয়ের মতোই ভয়ঙ্কর

সংবাদসংস্থাগুলি এ প্রসঙ্গে জিজ্ঞাসা করলে কোনও উত্তর দেয়নি এয়ার ইন্ডিয়া আর ভিসতারা ৷ পাইলটদের মৃ্ত্যু নিয়ে কোনও মন্তব্য করেনি ইন্ডিগো ৷ তবে তারা জানিয়েছে তাদের ভরতুকিপ্রাপ্ত সংস্থা অ্যাজাইল-সহ মোট 35,000 কর্মীর মধ্যে 20,000 জনকে ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হয়েছে ৷ জুনের মধ্যেই তা সবাইকে ভ্যাকসিন দেওয়ার কাজ সম্পূর্ণ হবে বলে জানিয়েছেন সংস্থার আধিকারিক রাজ রাঘবন ৷

এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ভিসতারা আর এয়ারএশিয়া যথাক্রমে তাদের 99 শতাংশ ও 96 শতাংশ কর্মচারীদের ভ্যাকসিনের প্রথম ডোজ দিয়েছে ৷ ভ্যাকসিন না পাওয়ায় একটু দেরিতে 15 মে থেকে ভ্যাকসিনেশন প্রক্রিয়া শুরু করেছে এয়ার ইন্ডিয়া ৷ গো ফার্স্ট (আগে গোএয়ার নামে পরিচিত) আর স্পাইসজেট অবশ্য মে মাসে তাদের কতজন পাইলট মারা গিয়েছেন এ বিষয়ে কিছু জানায়নি ৷

নিউ দিল্লি, 4 জুন : দেশে কোভিড সংক্রমণে দ্বিতীয় ঢেউয়ে এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো আর ভিসতারা-র মোট 17 জন পাইলট মারা গিয়েছেন শুধুমাত্র মে মাসে ৷ বৃহস্পতিবার বিমান সংস্থার একটি সূত্রে জানা গিয়েছে, ইন্ডিগোর 10 জন পাইলট, ভিসতারা-র 2 জন প্রাণ হারিয়েছেন করোনা সংক্রমণে ৷

এয়ার ইন্ডিয়া জানিয়েছে, হর্ষ তিওয়ারি, জিপি এস গিল, প্রসাদ কর্মকার, সন্দীপ রানা আর অমিতেশ প্রসাদ, এই 5জন জাতীয় স্তরের সিনিয়র পাইলট-ক্যাপটেন মারা গিয়েছেন কোভিডে ৷ তবে এখনও এয়ারএশিয়ার কোনও পাইলটে করোনা সংক্রমণে মারা যাননি ৷

আরও পড়ুন : তৃতীয় ঢেউ থাকবে 98 দিন, হবে দ্বিতীয় ঢেউয়ের মতোই ভয়ঙ্কর

সংবাদসংস্থাগুলি এ প্রসঙ্গে জিজ্ঞাসা করলে কোনও উত্তর দেয়নি এয়ার ইন্ডিয়া আর ভিসতারা ৷ পাইলটদের মৃ্ত্যু নিয়ে কোনও মন্তব্য করেনি ইন্ডিগো ৷ তবে তারা জানিয়েছে তাদের ভরতুকিপ্রাপ্ত সংস্থা অ্যাজাইল-সহ মোট 35,000 কর্মীর মধ্যে 20,000 জনকে ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হয়েছে ৷ জুনের মধ্যেই তা সবাইকে ভ্যাকসিন দেওয়ার কাজ সম্পূর্ণ হবে বলে জানিয়েছেন সংস্থার আধিকারিক রাজ রাঘবন ৷

এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ভিসতারা আর এয়ারএশিয়া যথাক্রমে তাদের 99 শতাংশ ও 96 শতাংশ কর্মচারীদের ভ্যাকসিনের প্রথম ডোজ দিয়েছে ৷ ভ্যাকসিন না পাওয়ায় একটু দেরিতে 15 মে থেকে ভ্যাকসিনেশন প্রক্রিয়া শুরু করেছে এয়ার ইন্ডিয়া ৷ গো ফার্স্ট (আগে গোএয়ার নামে পরিচিত) আর স্পাইসজেট অবশ্য মে মাসে তাদের কতজন পাইলট মারা গিয়েছেন এ বিষয়ে কিছু জানায়নি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.