ETV Bharat / bharat

Black Sunday in Karnataka: রক্তাক্ত রবিবার ! কর্ণাটকে পৃথক ঘটনায় 17 জনের মৃত্যু - কালো দিন

মর্মান্তিক একটি রবিবারের সাক্ষী থাকল কর্ণাটক ৷ রাজ্যে বিভিন্ন দুর্ঘটনায় 17 জনের মৃত্যু হয়েছে ৷ কারও প্রাণ গিয়েছে জলে ডুবে । কেউ আবার প্রাণ হারিয়েছেন পথ দুর্ঘটনায় ৷

accidents in Karnataka
কর্ণাটকে 17 জনের মৃত্যু
author img

By

Published : May 29, 2023, 12:42 PM IST

বেঙ্গালুরু, 29 মে: রবিবার ছুটির দিন । বেশিরভাগ অফিস থেকে শুরু করে স্কুল-কলেজ বন্ধ থাকে ৷ অনেকেই রবিবার ঘুরতে যান। কেউ আবার সময় কাটান বন্ধুদের সঙ্গে ৷ তবে এই রবিবারটা অন্য সপ্তাহের মতো ছিল না কর্ণাটকবাসীর কাছে ৷ ছুটির দিন পরিণত হল রক্তাক্ত রবিবারে ৷ 28 মে কয়েকটি পৃথক ঘটনায় প্রায় 17 জন প্রাণ হারিয়েছেন এ রাজ্যে ।

পথ দুর্ঘটনায় ছ'জনের মৃত্যু: একটি লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ঘটনাস্থলেই ছ'জনের মৃত্যু হয়েছে । ঘটনাটি ঘটেছে কোপ্পাল জেলার কুষ্টগী তালুকের কালাকেরির কাছে ৷ জানা গিয়েছে, গাড়ির টায়ার ফেটে দুর্ঘটনাটি ঘটে । মৃতদের নাম রাজাপ্পা বনগোদি (40), রাঘবেন্দ্র কাম্বলে (24), অক্ষয় শিবশরণ (21), জয়শ্রী (26) এবং তাদের সন্তান রকি (4) এবং রক্ষিতা (2) ৷

নিহতরা সবাই বিজয়পুর থেকে গাড়িতে করে বেঙ্গালুরু যাচ্ছিলেন । সে সময় 50 নম্বর জাতীয় সড়কে তাদের গাড়ির টায়ার ফেটে যায় । ফলে গাড়িটি রাস্তার অপর পাশে এসে লরিতে ধাক্কা মারে । লরিটি দ্রুত গতিতে থাকায় গাড়িটি লরির নীচে চলে যায় । ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়িতে থাকা ছ'জনের ৷ গাড়ি থেকে দেহ বের করতে হিমশিম খেতে হয় স্থানীয়দের । ঘটনাস্থলে আসে পুলিশ ৷ দুর্ঘটনার কথা জানার পর জেলা পুলিশ সুপার-সহ ঊর্ধ্বতন আধিকারিক ঘটনাস্থল পরিদর্শন করেন । মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের পরিবারকে দু'লক্ষ টাকা করে সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন ।

চার বন্ধুর লেকে ডুবে মৃত্যু: নন্দী পাহাড়ে বেড়াতে গিয়েছিলেন চার বন্ধু ৷ রবিবার বেঙ্গালুরুর উপকণ্ঠে দেহানহল্লির কাছে রামনাথপুরা লেকে ডুবে মৃত্যু হয়েছে ওই চার যুবকের । বাইকে করে এসেছিলেন তাঁরা ৷ বেঙ্গালুরুতে ফেরার পথে ওই লেকে সাঁতার কাটতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে ।

গাড়ির ধাক্কায় ব্যক্তির মৃত্যু: মাদিকেরির সুদর্শন সার্কেলের কাছে একটি স্কুটার ও পণ্যবাহী গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে মোটরবাইক চালকের । মৃত ব্যক্তির নাম ধনঞ্জয় ৷ তিনি মোন্নাঙ্গেরির বাসিন্দা । মাদিকেরি ও সিদ্দাপুর সড়কে এক বন্ধুর বাড়িতে দুপুরের খাবার খেতে যাওয়ার সময় এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে ।

আরও পড়ুন: সিমলায় পথ দুর্ঘটনা, নদীতে পড়ল গাড়ি; মৃত 3 যুবক

যুবককে খুন: এক যুবককে নির্মমভাবে খুন করা হয়েছে ৷ ঘটনাটে ঘটেছে রবিবার বিকেলে বেলগাভির হোসুর বাসবন নগরে । মৃত যুবকের নাম মিলিন্দা চন্দ্রকান্ত যাদব (28) । সম্পত্তি সম্পর্কিত বিবাদের জেরে ওই যুবককে খুন করা হয়েছে বলে জানা গিয়েছে ৷ অভিযুক্ত অভিজিৎ যাদবকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় শাহপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।

কিশোরের জলে ডুবে মৃত্যু: সাঁতার কাটতে গিয়ে মাথায় পাথরের আঘাত লেগে জলে ডুবে মৃত্যু হয়েছে কিশোরের ৷ ঘটনাটি ঘটেছে বেলগাঁও জেলার বাইলাহঙ্গালা তালুকের সিদ্দনাভাবী কোলে ৷ মৃত কিশোরের নাম কৃষ্ণ বাসভরাজা হানবারা (16) ৷ সে মাস্তামরদী গ্রামের বাসিন্দা । এই ঘটনায় বাইলাহঙ্গলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ।

যুবকের দেহ উদ্ধার: একটি নির্মীয়মান ভবনের জলের ট্যাংকে ব্যবসায়ীর ছেলের দেহ পাওয়া গিয়েছে । ঘটনাটি ঘটেছে মাইসোরে । নিহতের নাম ক্রিস্টো চেরিয়ান (35) ৷ হেব্বালু ইন্ডাস্ট্রিয়াল এলাকার সেন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের মালিক কেএম চেরিয়ানের ছেলে তিনি । নিহতের বাবা-মায়ের দায়ের করা অভিযোগের ভিত্তিতে বিজয়নগর থানায় ইউডিআর (অস্বাভাবিক মৃত্যু) মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ তদন্ত করছে ।

পথ দুর্ঘটনায় মৃত্যু: মাইসোর-বেঙ্গালুরু সড়কের কালাস্তওয়াড়ি গেটের কাছে রবিবার একটি বাইক ও লরির মধ্যে সংঘর্ষ হয় ৷ এই ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে । মৃতদের নাম পিএস নিথিন (21) এবং শাহিন শাজান (21) ৷ তাঁরা কেরলের বাসিন্দা । এ ব্যাপারে এনআর ট্রাফিক থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ।

আরও পড়ুন: কিস্তওয়ারে মর্মান্তিক পথদুর্ঘটনা, অন্তত 7 জনের মৃত্যু

গৃহবধূর আত্মহত্যা: এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে নানজানগুডু তালুকের দেবীরামমানহাল্লি গ্রামে । মৃতের নাম প্রীতি (27)। পাঁচ বছর আগে জগদীশ (30) নামে এক যুবকের সঙ্গে তাঁর বিয়ে হয় এবং তাঁদের চার বছরের একটি সন্তান রয়েছে । সন্তানকে নিয়েই স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়শ্যই ঝগড়া হত বলে জানা গিয়েছে । এ ব্যাপারে নানজানগুডু গ্রামীণ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ তদন্ত করছে ।

বেঙ্গালুরু, 29 মে: রবিবার ছুটির দিন । বেশিরভাগ অফিস থেকে শুরু করে স্কুল-কলেজ বন্ধ থাকে ৷ অনেকেই রবিবার ঘুরতে যান। কেউ আবার সময় কাটান বন্ধুদের সঙ্গে ৷ তবে এই রবিবারটা অন্য সপ্তাহের মতো ছিল না কর্ণাটকবাসীর কাছে ৷ ছুটির দিন পরিণত হল রক্তাক্ত রবিবারে ৷ 28 মে কয়েকটি পৃথক ঘটনায় প্রায় 17 জন প্রাণ হারিয়েছেন এ রাজ্যে ।

পথ দুর্ঘটনায় ছ'জনের মৃত্যু: একটি লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ঘটনাস্থলেই ছ'জনের মৃত্যু হয়েছে । ঘটনাটি ঘটেছে কোপ্পাল জেলার কুষ্টগী তালুকের কালাকেরির কাছে ৷ জানা গিয়েছে, গাড়ির টায়ার ফেটে দুর্ঘটনাটি ঘটে । মৃতদের নাম রাজাপ্পা বনগোদি (40), রাঘবেন্দ্র কাম্বলে (24), অক্ষয় শিবশরণ (21), জয়শ্রী (26) এবং তাদের সন্তান রকি (4) এবং রক্ষিতা (2) ৷

নিহতরা সবাই বিজয়পুর থেকে গাড়িতে করে বেঙ্গালুরু যাচ্ছিলেন । সে সময় 50 নম্বর জাতীয় সড়কে তাদের গাড়ির টায়ার ফেটে যায় । ফলে গাড়িটি রাস্তার অপর পাশে এসে লরিতে ধাক্কা মারে । লরিটি দ্রুত গতিতে থাকায় গাড়িটি লরির নীচে চলে যায় । ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়িতে থাকা ছ'জনের ৷ গাড়ি থেকে দেহ বের করতে হিমশিম খেতে হয় স্থানীয়দের । ঘটনাস্থলে আসে পুলিশ ৷ দুর্ঘটনার কথা জানার পর জেলা পুলিশ সুপার-সহ ঊর্ধ্বতন আধিকারিক ঘটনাস্থল পরিদর্শন করেন । মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের পরিবারকে দু'লক্ষ টাকা করে সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন ।

চার বন্ধুর লেকে ডুবে মৃত্যু: নন্দী পাহাড়ে বেড়াতে গিয়েছিলেন চার বন্ধু ৷ রবিবার বেঙ্গালুরুর উপকণ্ঠে দেহানহল্লির কাছে রামনাথপুরা লেকে ডুবে মৃত্যু হয়েছে ওই চার যুবকের । বাইকে করে এসেছিলেন তাঁরা ৷ বেঙ্গালুরুতে ফেরার পথে ওই লেকে সাঁতার কাটতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে ।

গাড়ির ধাক্কায় ব্যক্তির মৃত্যু: মাদিকেরির সুদর্শন সার্কেলের কাছে একটি স্কুটার ও পণ্যবাহী গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে মোটরবাইক চালকের । মৃত ব্যক্তির নাম ধনঞ্জয় ৷ তিনি মোন্নাঙ্গেরির বাসিন্দা । মাদিকেরি ও সিদ্দাপুর সড়কে এক বন্ধুর বাড়িতে দুপুরের খাবার খেতে যাওয়ার সময় এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে ।

আরও পড়ুন: সিমলায় পথ দুর্ঘটনা, নদীতে পড়ল গাড়ি; মৃত 3 যুবক

যুবককে খুন: এক যুবককে নির্মমভাবে খুন করা হয়েছে ৷ ঘটনাটে ঘটেছে রবিবার বিকেলে বেলগাভির হোসুর বাসবন নগরে । মৃত যুবকের নাম মিলিন্দা চন্দ্রকান্ত যাদব (28) । সম্পত্তি সম্পর্কিত বিবাদের জেরে ওই যুবককে খুন করা হয়েছে বলে জানা গিয়েছে ৷ অভিযুক্ত অভিজিৎ যাদবকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় শাহপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।

কিশোরের জলে ডুবে মৃত্যু: সাঁতার কাটতে গিয়ে মাথায় পাথরের আঘাত লেগে জলে ডুবে মৃত্যু হয়েছে কিশোরের ৷ ঘটনাটি ঘটেছে বেলগাঁও জেলার বাইলাহঙ্গালা তালুকের সিদ্দনাভাবী কোলে ৷ মৃত কিশোরের নাম কৃষ্ণ বাসভরাজা হানবারা (16) ৷ সে মাস্তামরদী গ্রামের বাসিন্দা । এই ঘটনায় বাইলাহঙ্গলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ।

যুবকের দেহ উদ্ধার: একটি নির্মীয়মান ভবনের জলের ট্যাংকে ব্যবসায়ীর ছেলের দেহ পাওয়া গিয়েছে । ঘটনাটি ঘটেছে মাইসোরে । নিহতের নাম ক্রিস্টো চেরিয়ান (35) ৷ হেব্বালু ইন্ডাস্ট্রিয়াল এলাকার সেন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের মালিক কেএম চেরিয়ানের ছেলে তিনি । নিহতের বাবা-মায়ের দায়ের করা অভিযোগের ভিত্তিতে বিজয়নগর থানায় ইউডিআর (অস্বাভাবিক মৃত্যু) মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ তদন্ত করছে ।

পথ দুর্ঘটনায় মৃত্যু: মাইসোর-বেঙ্গালুরু সড়কের কালাস্তওয়াড়ি গেটের কাছে রবিবার একটি বাইক ও লরির মধ্যে সংঘর্ষ হয় ৷ এই ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে । মৃতদের নাম পিএস নিথিন (21) এবং শাহিন শাজান (21) ৷ তাঁরা কেরলের বাসিন্দা । এ ব্যাপারে এনআর ট্রাফিক থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ।

আরও পড়ুন: কিস্তওয়ারে মর্মান্তিক পথদুর্ঘটনা, অন্তত 7 জনের মৃত্যু

গৃহবধূর আত্মহত্যা: এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে নানজানগুডু তালুকের দেবীরামমানহাল্লি গ্রামে । মৃতের নাম প্রীতি (27)। পাঁচ বছর আগে জগদীশ (30) নামে এক যুবকের সঙ্গে তাঁর বিয়ে হয় এবং তাঁদের চার বছরের একটি সন্তান রয়েছে । সন্তানকে নিয়েই স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়শ্যই ঝগড়া হত বলে জানা গিয়েছে । এ ব্যাপারে নানজানগুডু গ্রামীণ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ তদন্ত করছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.