ETV Bharat / bharat

Patients death at Thane Hospital: 12 ঘণ্টায় 17 রোগীর মৃত্যু! কাঠগড়ায় থানের ছত্রপতি শিবাজী মহারাজ হাসপাতাল - Eknath Shinde

Patients Dead at Kalwa Chhatrapati Shivaji Maharaj Hospital: পরিকাঠামো এবং লোকবলের অভাবে থানে জেলার কালওয়া ছত্রপতি শিবাজী মহারাজ হাসপাতালে একরাতে 17 জন রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ ৷ যে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতালে ৷ ঘটনায় সরকারের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ করেছে বিরোধী গোষ্ঠী ৷

Patients Dead at Thane Hospital ETV BHARAT
Patients Dead at Thane Hospital
author img

By

Published : Aug 13, 2023, 2:02 PM IST

Updated : Aug 13, 2023, 5:11 PM IST

থানে, 13 অগস্ট: একরাতের মধ্যে 17 জন রোগীর মৃত্যু মহারাষ্ট্রের থানে জেলার কালওয়া ছত্রপতি শিবাজী মহারাজ হাসপাতালে ৷ অভিযোগ শনিবার রাত সাড়ে 10টা থেকে রবিবার সকাল সাড়ে 8টার মধ্যে থানে পৌরনিগমের অন্তর্গত এই হাসপাতালে এতজন রোগীর মৃত্যু । ঘটনায় শুরু হয়েছে বিতর্ক ৷ অভিযোগ উঠেছে দীর্ঘদিনের এই হাসপাতালে পরিকাঠামো পাশাপাশি, লোকবল একেবারেই নেই ৷ সেই কারণেই এক রাতের মধ্যে এতজন রোগীর মৃত্যু হয়েছে ৷

জানা গিয়েছে, কালওয়া ছত্রপতি শিবাজী মহারাজ হাসপাতালে ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে 13 জন এবং জেনারেল ওয়ার্ডের 4 জন রোগী মারা গিয়েছেন ৷ হাসপাতাল কর্তৃপক্ষ রোগী মৃত্যুর কথা স্বীকার করে নিয়েছে ৷ তবে, তাদের যুক্তি মৃত রোগীদের অধিকাংশকে বেসরকারি হাসপাতাল থেকে সেখানে স্থানান্তরিত করা হয়েছিল ৷ আর বাকিদের বয়স 80-র উর্ধ্বে ৷ ফলে এর সঙ্গে হাসপাতালে লোকবল বা চিকিৎসকের অভাবের কোনও কারণ নেই বলেই দাবি কর্তৃপক্ষের ৷

কিন্তু, রোগীর পরিজন এবং হাসপাতালের সূত্রের দাবি, সম্প্রতি থানের জেনারেল হাসপাতাল সম্প্রতি ভেঙে ফেলা হয়েছে ৷ সেটিকে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে ৷ সেই কারণে কালওয়া ছত্রপতি শিবাজী মহারাজ হাসপাতালে সাম্প্রতিক সময়ে রোগীর চাপ বেড়েছে ৷ আর সেই তুলনায় চিকিৎসক, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীর সংখ্যা খুবই কম বলে অভিযোগ উঠেছে ৷ গত 10 অগস্ট এই হাসপাতালে 5 জন রোগীর মৃত্যু হয়েছে ৷

আরও পড়ুন: চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যু, হাসপাতালে 'ভাঙচুর' পরিজনদের

অন্যদিকে, এই রোগী মৃত্যুকে কেন্দ্র করে শিবসেনার দুই শিবিরের মধ্যে টানাপোড়েন শুরু হয়েছে ৷ কালওয়া ছত্রপতি শিবাজী মহারাজ হাসপাতাল থানে পৌরনিগমের অন্তর্গত ৷ আর থানে পৌরনিগমের ক্ষমতায় রয়েছেন মুখ্য়মন্ত্রী একনাথ শিন্ডের শিবসেনা গোষ্ঠী ৷ ফলে তাঁর নিয়ন্ত্রণাধীন পৌরনিগম পরিচালিত হাসপাতালে 12 ঘণ্টার মধ্যে 17 জন রোগী মৃত্যুতে সরব হয়েছে উদ্ধব ঠাকরে গোষ্ঠী ৷

কিছুদিন আগেই ভেঙে ফেলা থানে জেনারেল হাসপাতালের জমিতে মাল্টিস্পেশালিটি ক্যানসার হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন মুখ্য়মন্ত্রী একনাথ শিন্ডে এবং উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিশ ৷ নতুন হাসপাতালের পাশাপাশি, জেলার বহু পুরনো ছত্রপতি শিবাজী মহারাজ হাসপাতালের পরিকাঠামো ও লোকবল বাড়ানোয় কেন গুরুত্ব দেওয়া হচ্ছে না ?প্রশ্ন উঠতে শুরু করেছে ৷

থানে, 13 অগস্ট: একরাতের মধ্যে 17 জন রোগীর মৃত্যু মহারাষ্ট্রের থানে জেলার কালওয়া ছত্রপতি শিবাজী মহারাজ হাসপাতালে ৷ অভিযোগ শনিবার রাত সাড়ে 10টা থেকে রবিবার সকাল সাড়ে 8টার মধ্যে থানে পৌরনিগমের অন্তর্গত এই হাসপাতালে এতজন রোগীর মৃত্যু । ঘটনায় শুরু হয়েছে বিতর্ক ৷ অভিযোগ উঠেছে দীর্ঘদিনের এই হাসপাতালে পরিকাঠামো পাশাপাশি, লোকবল একেবারেই নেই ৷ সেই কারণেই এক রাতের মধ্যে এতজন রোগীর মৃত্যু হয়েছে ৷

জানা গিয়েছে, কালওয়া ছত্রপতি শিবাজী মহারাজ হাসপাতালে ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে 13 জন এবং জেনারেল ওয়ার্ডের 4 জন রোগী মারা গিয়েছেন ৷ হাসপাতাল কর্তৃপক্ষ রোগী মৃত্যুর কথা স্বীকার করে নিয়েছে ৷ তবে, তাদের যুক্তি মৃত রোগীদের অধিকাংশকে বেসরকারি হাসপাতাল থেকে সেখানে স্থানান্তরিত করা হয়েছিল ৷ আর বাকিদের বয়স 80-র উর্ধ্বে ৷ ফলে এর সঙ্গে হাসপাতালে লোকবল বা চিকিৎসকের অভাবের কোনও কারণ নেই বলেই দাবি কর্তৃপক্ষের ৷

কিন্তু, রোগীর পরিজন এবং হাসপাতালের সূত্রের দাবি, সম্প্রতি থানের জেনারেল হাসপাতাল সম্প্রতি ভেঙে ফেলা হয়েছে ৷ সেটিকে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে ৷ সেই কারণে কালওয়া ছত্রপতি শিবাজী মহারাজ হাসপাতালে সাম্প্রতিক সময়ে রোগীর চাপ বেড়েছে ৷ আর সেই তুলনায় চিকিৎসক, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীর সংখ্যা খুবই কম বলে অভিযোগ উঠেছে ৷ গত 10 অগস্ট এই হাসপাতালে 5 জন রোগীর মৃত্যু হয়েছে ৷

আরও পড়ুন: চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যু, হাসপাতালে 'ভাঙচুর' পরিজনদের

অন্যদিকে, এই রোগী মৃত্যুকে কেন্দ্র করে শিবসেনার দুই শিবিরের মধ্যে টানাপোড়েন শুরু হয়েছে ৷ কালওয়া ছত্রপতি শিবাজী মহারাজ হাসপাতাল থানে পৌরনিগমের অন্তর্গত ৷ আর থানে পৌরনিগমের ক্ষমতায় রয়েছেন মুখ্য়মন্ত্রী একনাথ শিন্ডের শিবসেনা গোষ্ঠী ৷ ফলে তাঁর নিয়ন্ত্রণাধীন পৌরনিগম পরিচালিত হাসপাতালে 12 ঘণ্টার মধ্যে 17 জন রোগী মৃত্যুতে সরব হয়েছে উদ্ধব ঠাকরে গোষ্ঠী ৷

কিছুদিন আগেই ভেঙে ফেলা থানে জেনারেল হাসপাতালের জমিতে মাল্টিস্পেশালিটি ক্যানসার হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন মুখ্য়মন্ত্রী একনাথ শিন্ডে এবং উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিশ ৷ নতুন হাসপাতালের পাশাপাশি, জেলার বহু পুরনো ছত্রপতি শিবাজী মহারাজ হাসপাতালের পরিকাঠামো ও লোকবল বাড়ানোয় কেন গুরুত্ব দেওয়া হচ্ছে না ?প্রশ্ন উঠতে শুরু করেছে ৷

Last Updated : Aug 13, 2023, 5:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.