ETV Bharat / bharat

Lawyers Arrested: ওড়িশা জেলা আদালত চত্বরে ভাঙচুর, গ্রেফতার 17 আইনজীবী - গ্রেফতার 14 আইনজীবী

জেলায় ওড়িশা হাইকোর্ট বেঞ্চ প্রতিষ্ঠার দাবিতে সোমবার সম্বলপুর জেলায় বিক্ষোভ দেখানো হয় ৷ বিক্ষোভ চলাকালিন জেলা বিচারকের চেম্বার ভাঙচুরের অভিযোগ ওঠে ৷ এই ঘটনায় পুলিশ 17 জন আইনজীবীকে গ্রেফতার করেছে ।

andalism in District Judge Court
andalism in District Judge Court
author img

By

Published : Dec 13, 2022, 10:07 PM IST

সম্বলপুর, 13 ডিসেম্বর: ওড়িশায় গ্রেফতার 17 জন আইনজীবী ৷ সম্বলপুরে জেলা (Sambalpur district) আদালত চত্বরে ভাঙচুরের অভিযোগে তাঁদের গ্রেফতার করা হয়েছে । জানা গিয়েছে, এই ঘটনায় টাউন থানায় (Town Police station) তিনটি মামলা দায়ের করা হয়েছে ৷

সোমবার জেলায় ওড়িশা হাইকোর্ট বেঞ্চ (Orissa High Court bench) প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ চলছিল ৷ সে সেসময় জেলা বিচারকের চেম্বার ভাঙচুর করা হয় বলে অভিযোগ ওঠে ৷ সেই ঘটনায় এখনও পর্যন্ত 17 জন আইনজীবীকে গ্রেফতার করা হয়েছে । তাঁদের মধ্যে ন'জনকে আদালতে আজ পেশ করা হয় ৷ আদালত তাঁদের বিচার বিভাগীয় হেফাজত দিয়েছে ৷ বিচারকের চেম্বারের কাছে লাগানো সিসিটিভির ফুটেজ (Footage from CCTV cameras)থেকে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করা হয়েছে বলে খবর ৷

জানা গিয়েছে, আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য কাচেরি চকের (Kacheri Chhak) প্রতিবাদের জায়গায় সিআরপিসির 144 ধারা জারি (Section 144) করা ছিল ৷ কেউ নিষিদ্ধ এলাকার 200 মিটারের মধ্যে প্রবেশ করলে ব্যবস্থা নেওয়া কথাও বলা হয় । এখানে সোমবার কিছু জেলায় বার অ্যাসোসিয়েশনের সদস্যরা আন্দোলন করছিল ৷ এর জন্য সুপ্রিম কোর্ট সোমবার ওড়িশা সরকারকে রাজ্যের আদালতের কার্যক্রমে কোনও ব্যাঘাত না ঘটে তা নিশ্চিত করার জন্য নির্দেশ নেন ৷ তারা কী পদক্ষেপ নিতে চলেছে তা জানাতে বলা হয়েছিল । এরপরেই এই বিচারকের চেম্বার ভাঙচুরের ঘটনা ঘটে (vandalism of district judge court premises) ৷

আরও পড়ুন: তাওয়াং সেক্টরে ভারত-চিন সংঘর্ষে প্রাণহানি ঘটেনি, লোকসভায় বিবৃতি রাজনাথের

বিচারপতি এসকে কৌল এবং এএস ওকা'র বেঞ্চ বিক্ষোভকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার জন্য রাজ্য পুলিশকে তুলোধনা করেছেন ৷ যারা জেলা আদালত চত্বরে ভাঙচুর করেছে বলে অভিযোগ রয়েছে । বার কাউন্সিল অফ ইন্ডিয়া (Bar Council of India) ইতিমধ্যে তাঁদের মধ্যে 43 আন্দোলনকারী আইনজীবীর অনুশীলনের লাইসেন্স 18 মাসের জন্য সাসপেন্ড করেছে ।

সম্বলপুর, 13 ডিসেম্বর: ওড়িশায় গ্রেফতার 17 জন আইনজীবী ৷ সম্বলপুরে জেলা (Sambalpur district) আদালত চত্বরে ভাঙচুরের অভিযোগে তাঁদের গ্রেফতার করা হয়েছে । জানা গিয়েছে, এই ঘটনায় টাউন থানায় (Town Police station) তিনটি মামলা দায়ের করা হয়েছে ৷

সোমবার জেলায় ওড়িশা হাইকোর্ট বেঞ্চ (Orissa High Court bench) প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ চলছিল ৷ সে সেসময় জেলা বিচারকের চেম্বার ভাঙচুর করা হয় বলে অভিযোগ ওঠে ৷ সেই ঘটনায় এখনও পর্যন্ত 17 জন আইনজীবীকে গ্রেফতার করা হয়েছে । তাঁদের মধ্যে ন'জনকে আদালতে আজ পেশ করা হয় ৷ আদালত তাঁদের বিচার বিভাগীয় হেফাজত দিয়েছে ৷ বিচারকের চেম্বারের কাছে লাগানো সিসিটিভির ফুটেজ (Footage from CCTV cameras)থেকে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করা হয়েছে বলে খবর ৷

জানা গিয়েছে, আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য কাচেরি চকের (Kacheri Chhak) প্রতিবাদের জায়গায় সিআরপিসির 144 ধারা জারি (Section 144) করা ছিল ৷ কেউ নিষিদ্ধ এলাকার 200 মিটারের মধ্যে প্রবেশ করলে ব্যবস্থা নেওয়া কথাও বলা হয় । এখানে সোমবার কিছু জেলায় বার অ্যাসোসিয়েশনের সদস্যরা আন্দোলন করছিল ৷ এর জন্য সুপ্রিম কোর্ট সোমবার ওড়িশা সরকারকে রাজ্যের আদালতের কার্যক্রমে কোনও ব্যাঘাত না ঘটে তা নিশ্চিত করার জন্য নির্দেশ নেন ৷ তারা কী পদক্ষেপ নিতে চলেছে তা জানাতে বলা হয়েছিল । এরপরেই এই বিচারকের চেম্বার ভাঙচুরের ঘটনা ঘটে (vandalism of district judge court premises) ৷

আরও পড়ুন: তাওয়াং সেক্টরে ভারত-চিন সংঘর্ষে প্রাণহানি ঘটেনি, লোকসভায় বিবৃতি রাজনাথের

বিচারপতি এসকে কৌল এবং এএস ওকা'র বেঞ্চ বিক্ষোভকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার জন্য রাজ্য পুলিশকে তুলোধনা করেছেন ৷ যারা জেলা আদালত চত্বরে ভাঙচুর করেছে বলে অভিযোগ রয়েছে । বার কাউন্সিল অফ ইন্ডিয়া (Bar Council of India) ইতিমধ্যে তাঁদের মধ্যে 43 আন্দোলনকারী আইনজীবীর অনুশীলনের লাইসেন্স 18 মাসের জন্য সাসপেন্ড করেছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.