ETV Bharat / bharat

Girls molested in UP school: যোগীরাজ্যে প্র্যাক্টিক্যাল ক্লাসের নাম করে রাতভর স্কুলে যৌন হেনস্থা 17 ছাত্রীকে - উত্তরপ্রদেশে স্কুলে শ্লীলতাহানি

উত্তরপ্রদেশের মুজফফরনগরে প্র্যাক্টিক্যাল ক্লাসের নাম করে (pretext of practical class) স্কুলে ডেকে এনে যৌন হেনস্থার (Girls molested in UP school) অভিযোগ উঠল 17 জন ছাত্রীকে ৷

17 girl students drugged, molested by UP school managers on pretext of practical class
যোগীরাজ্যে প্র্যাক্টিক্যাল ক্লাসের নাম করে রাতভর স্কুলে যৌন হেনস্থা 17 ছাত্রীকে
author img

By

Published : Dec 7, 2021, 12:44 PM IST

Updated : Dec 7, 2021, 1:06 PM IST

মুজফফরনগর, 7 ডিসেম্বর: সারারাত স্কুলে থেকে প্র্যাক্টিক্যালের কাজ (pretext of practical class) শেষ করতে হবে ৷ কর্তৃপক্ষের এই নিদান শুনে বাধ্য হয়ে স্কুলে থেকে গিয়েছিল দশম শ্রেণির 17 জন ছাত্রী ৷ তার চরম মূল্য চোকাতে হল তাদের ৷ খাবারে মাদক মিশিয়ে নেশাগ্রস্ত করে সারারাত ধরে তাদের উপর চলল অত্যাচার ৷ দু‘টি স্কুলের মালিকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ (Girls molested in UP school) এনেছেন নিগৃহীতা 2 ছাত্রীর (minor molested) বাবা-মা ৷ সেই অভিযোগের ভিত্তিতে একটি স্কুলের মালিককে গ্রেফতার করা হয়েছে ৷ খোঁজ চলছে অপর স্কুলের মালিকের ৷

ভয়ংকর এই ঘটনা 20 নভেম্বর ঘটে উত্তরপ্রদেশের মুজফফরনগরে ৷ তবে 4 ডিসেম্বর গ্রামের প্রধান মুজফফরনগরের এসএসপি অভিষেক যাদবকে বিষয়টি জানালে এই ঘটনা প্রকাশ্যে আসে ৷ অভিযোগ খতিয়ে দেখার জন্য পুলিশ সুপার অর্মিতেজ বিজয়বর্গীয় ও সদর এলাকার সার্কেল অফিসার কৃষাণ কুমার বিষ্ণোইকে দায়িত্ব দেন এসএসপি ৷ শনিবার ঘটনার তদন্তে স্কুল ও গ্রামে যান তদন্তকারী অফিসাররা ৷ নিগৃহীতা দুই ছাত্রীর বাবা-মায়ের অভিযোগের ভিত্তিতে স্কুল দু‘টির মালিক যোগেশ কুমার ও অর্জুন সিং-এর বিরুদ্ধে পক্সো আইনে মামলা দায়ের করা হয়েছে ৷

আরও পড়ুন: Body of UP girl Found: উত্তরপ্রদেশে পড়শির বাড়ির ট্রাঙ্কে মিলল ছোট্ট মেয়ের নিথর দেহ

বিষ্ণোই বলেন, "যোগেশ কুমারকে গ্রেফতার করা হয়েছে এবং অপর অভিযুক্তের খোঁজ চলছে ৷" বাকি 15 জন ছাত্রীর পরিবার অভিযোগ দায়ের না করায় গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ৷ যে দু‘জন ছাত্রীর বাবা-মা অভিযোগ জানিয়েছেন তাঁদের দাবি, ল্যাবে প্র্যাক্টিক্যালের কাজের জন্য স্কুলে ডেকে পাঠানো হয়েছিল ছাত্রীদের ৷ তাদের বলা হয় সারারাত স্কুলে থেকে প্র্যাক্টিক্যালের কাজ শেষ করে দিয়ে যেতে হবে ৷ এরপর ছাত্রীদের খাবারে মাদক মিশিয়ে তাদের নেশাগ্রস্ত করা হয় এবং সারারাত ধরে যৌন হেনস্থা করা হয় বলে অভিযোগ ৷ নিগৃহীতা সব ছাত্রীই গরিব পরিবারের ৷

আরও পড়ুন: Hooghly Murder : চণ্ডীতলায় একই পরিবারের 3 জনকে খুনে মূল অভিযুক্তের দেহ উদ্ধার রেললাইনে

অভিযোগকারী দুই পরিবার জানিয়েছে, এ বিষয়ে কাউকে কিছু বললে কঠিন মূল্য চোকাতে হবে বলে তাদের হুমকি দিয়েছিল অভিযুক্তরা ৷ পরে বাকি ছাত্রীরাও তাদের সেই ভয়ংকর অভিজ্ঞতার কথা বাড়ির লোকেদের কাছে শেয়ার করে ৷ বিষয়টি গ্রামের প্রধানের নজরে আনা হয় ৷ তিনি তখন পুলিশের দ্বারস্থ হন ৷

আরও পড়ুন: Murder in Malda: প্রেম-সঙ্গমের পর বিয়েতে চাপ, তরুণীকে কুপিয়ে খুন বিবাহিত যুবকের

মুজফফরনগর, 7 ডিসেম্বর: সারারাত স্কুলে থেকে প্র্যাক্টিক্যালের কাজ (pretext of practical class) শেষ করতে হবে ৷ কর্তৃপক্ষের এই নিদান শুনে বাধ্য হয়ে স্কুলে থেকে গিয়েছিল দশম শ্রেণির 17 জন ছাত্রী ৷ তার চরম মূল্য চোকাতে হল তাদের ৷ খাবারে মাদক মিশিয়ে নেশাগ্রস্ত করে সারারাত ধরে তাদের উপর চলল অত্যাচার ৷ দু‘টি স্কুলের মালিকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ (Girls molested in UP school) এনেছেন নিগৃহীতা 2 ছাত্রীর (minor molested) বাবা-মা ৷ সেই অভিযোগের ভিত্তিতে একটি স্কুলের মালিককে গ্রেফতার করা হয়েছে ৷ খোঁজ চলছে অপর স্কুলের মালিকের ৷

ভয়ংকর এই ঘটনা 20 নভেম্বর ঘটে উত্তরপ্রদেশের মুজফফরনগরে ৷ তবে 4 ডিসেম্বর গ্রামের প্রধান মুজফফরনগরের এসএসপি অভিষেক যাদবকে বিষয়টি জানালে এই ঘটনা প্রকাশ্যে আসে ৷ অভিযোগ খতিয়ে দেখার জন্য পুলিশ সুপার অর্মিতেজ বিজয়বর্গীয় ও সদর এলাকার সার্কেল অফিসার কৃষাণ কুমার বিষ্ণোইকে দায়িত্ব দেন এসএসপি ৷ শনিবার ঘটনার তদন্তে স্কুল ও গ্রামে যান তদন্তকারী অফিসাররা ৷ নিগৃহীতা দুই ছাত্রীর বাবা-মায়ের অভিযোগের ভিত্তিতে স্কুল দু‘টির মালিক যোগেশ কুমার ও অর্জুন সিং-এর বিরুদ্ধে পক্সো আইনে মামলা দায়ের করা হয়েছে ৷

আরও পড়ুন: Body of UP girl Found: উত্তরপ্রদেশে পড়শির বাড়ির ট্রাঙ্কে মিলল ছোট্ট মেয়ের নিথর দেহ

বিষ্ণোই বলেন, "যোগেশ কুমারকে গ্রেফতার করা হয়েছে এবং অপর অভিযুক্তের খোঁজ চলছে ৷" বাকি 15 জন ছাত্রীর পরিবার অভিযোগ দায়ের না করায় গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ৷ যে দু‘জন ছাত্রীর বাবা-মা অভিযোগ জানিয়েছেন তাঁদের দাবি, ল্যাবে প্র্যাক্টিক্যালের কাজের জন্য স্কুলে ডেকে পাঠানো হয়েছিল ছাত্রীদের ৷ তাদের বলা হয় সারারাত স্কুলে থেকে প্র্যাক্টিক্যালের কাজ শেষ করে দিয়ে যেতে হবে ৷ এরপর ছাত্রীদের খাবারে মাদক মিশিয়ে তাদের নেশাগ্রস্ত করা হয় এবং সারারাত ধরে যৌন হেনস্থা করা হয় বলে অভিযোগ ৷ নিগৃহীতা সব ছাত্রীই গরিব পরিবারের ৷

আরও পড়ুন: Hooghly Murder : চণ্ডীতলায় একই পরিবারের 3 জনকে খুনে মূল অভিযুক্তের দেহ উদ্ধার রেললাইনে

অভিযোগকারী দুই পরিবার জানিয়েছে, এ বিষয়ে কাউকে কিছু বললে কঠিন মূল্য চোকাতে হবে বলে তাদের হুমকি দিয়েছিল অভিযুক্তরা ৷ পরে বাকি ছাত্রীরাও তাদের সেই ভয়ংকর অভিজ্ঞতার কথা বাড়ির লোকেদের কাছে শেয়ার করে ৷ বিষয়টি গ্রামের প্রধানের নজরে আনা হয় ৷ তিনি তখন পুলিশের দ্বারস্থ হন ৷

আরও পড়ুন: Murder in Malda: প্রেম-সঙ্গমের পর বিয়েতে চাপ, তরুণীকে কুপিয়ে খুন বিবাহিত যুবকের

Last Updated : Dec 7, 2021, 1:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.