ETV Bharat / bharat

Evacuation from Afghanistan : 107 জন ভারতীয়কে নিয়ে দেশের মাটি ছুঁল বায়ুসেনার বিমান - Evacuation of Afghanistan

ভারতীয় বায়ুসেনার C-17 বিমানে করে কাবুল থেকে আজ সকালে দেশে ফিরলেন 168 জন মানুষ ৷ তার মধ্যে 107 জন ভারতীয় নাগরিক ৷

Afghanistan
Afghanistan
author img

By

Published : Aug 22, 2021, 10:37 AM IST

Updated : Aug 22, 2021, 12:45 PM IST

নয়াদিল্লি, 22 অগস্ট : অশান্ত আফগানিস্তান থেকে দেশে ফিরলেন আরও 107 জন ভারতীয় নাগরিক ৷ আজ সকাল 10টা নাগাদ ভারতীয় বায়ুসেনার C-17 বিমান মোট 168 জন মানুষকে নিয়ে দেশে ফেরে ৷ তার মধ্যে ভারতীয় নাগরিকের সংখ্যা 107 জন ৷ গাজিয়াবাদের হিন্ডনে বায়ুসেনা ঘাঁটিতে বিমান অবতরণ করে ৷ আজ ভোরের দিকে আফগানিস্তান থেকে 87 জন ভারতীয়কে নিয়ে আসে এয়ার ইন্ডিয়ার বিমান ৷ সবমিলিয়ে রবিবার 194 জন দেশের নাগরিককে নিরাপদে নিয়ে আসা সম্ভব হয়েছে ৷ আজ 300 জন ভারতীয়কে দেশে ফেরানোর চেষ্টা করছে ভারত সরকার ৷

বিমান থেকে নেমেই করোনা পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় তাঁদের ৷ 168 জনের মধ্যে আফগানিস্তানে বেশ কিছু বাসিন্দা রয়েছে ৷ রয়েছে মহিলা ও শিশু ৷ এদিন বায়ুসেনার বিমানে করে ভারতে এসেছেন সেখানকার সাংসদ নরেন্দর সিং খালসা ৷ সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়ে গিয়ে ছলছল চোখে তিনি বলেছেন, "বিগত 20 বছর ধরে যে সরকার গড়া হয়েছিল ৷ তার সবকিছু শেষ হয়ে গিয়েছে ৷ আফগানিস্তানে এখন সব শূন্য ৷"

তালিবানরা ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে ৷ মাথা গোঁজার ঠাঁইটুকু হারিয়ে প্রাণ বাঁচাতে এদেশে এসেছেন ৷ এমনটাই বললেন ভারতে আসা এক আফগান মহিলা ৷ তিনি বলেছেন, "আফগানিস্তানের পরিস্থিতি ভাল নয় ৷ তালিবানরা আমার ঘর পুড়িয়ে দিয়েছে ৷ তাই মেয়ে ও দু‘টো নাতিকে নিয়ে ফিরেছে এসেছি ৷ ভারতের ভাই-বোনেরা আমাদের উদ্ধার করেছে ৷"

আরও পড়ুন : MP Narender Singh Khalsa : সব শেষ হয়ে গিয়েছে, ছলছল চোখে জানালেন আফগান সাংসদ

আফগানিস্তান থেকে ভারতীয়দের বের করে আনতে প্রতিদিন দু'টি করে বিমান ওঠা-নামা করানোর অনুমতি পেয়েছে ভারত ৷ তালিবানের হাতে দখল হয়ে যাওয়ার পর আফগানিস্তানে আটকে পড়া মানুষকে দেশে ফেরানোর জন্য আমেরিকা এবং ন্যাটো (North Atlantic Treaty Organization- NATO) -এর তরফে এই অনুমতি মিলেছে বলে জানা গিয়েছে কেন্দ্রের তরফে ৷ আমেরিকার সুরক্ষা বাহিনীর অধীনে কাবুল বিমানবন্দর থেকে প্রতিদিন দু'টি করে ভারতীয় বিমান ওঠা-নামা করতে পারবে ৷

নয়াদিল্লি, 22 অগস্ট : অশান্ত আফগানিস্তান থেকে দেশে ফিরলেন আরও 107 জন ভারতীয় নাগরিক ৷ আজ সকাল 10টা নাগাদ ভারতীয় বায়ুসেনার C-17 বিমান মোট 168 জন মানুষকে নিয়ে দেশে ফেরে ৷ তার মধ্যে ভারতীয় নাগরিকের সংখ্যা 107 জন ৷ গাজিয়াবাদের হিন্ডনে বায়ুসেনা ঘাঁটিতে বিমান অবতরণ করে ৷ আজ ভোরের দিকে আফগানিস্তান থেকে 87 জন ভারতীয়কে নিয়ে আসে এয়ার ইন্ডিয়ার বিমান ৷ সবমিলিয়ে রবিবার 194 জন দেশের নাগরিককে নিরাপদে নিয়ে আসা সম্ভব হয়েছে ৷ আজ 300 জন ভারতীয়কে দেশে ফেরানোর চেষ্টা করছে ভারত সরকার ৷

বিমান থেকে নেমেই করোনা পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় তাঁদের ৷ 168 জনের মধ্যে আফগানিস্তানে বেশ কিছু বাসিন্দা রয়েছে ৷ রয়েছে মহিলা ও শিশু ৷ এদিন বায়ুসেনার বিমানে করে ভারতে এসেছেন সেখানকার সাংসদ নরেন্দর সিং খালসা ৷ সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়ে গিয়ে ছলছল চোখে তিনি বলেছেন, "বিগত 20 বছর ধরে যে সরকার গড়া হয়েছিল ৷ তার সবকিছু শেষ হয়ে গিয়েছে ৷ আফগানিস্তানে এখন সব শূন্য ৷"

তালিবানরা ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে ৷ মাথা গোঁজার ঠাঁইটুকু হারিয়ে প্রাণ বাঁচাতে এদেশে এসেছেন ৷ এমনটাই বললেন ভারতে আসা এক আফগান মহিলা ৷ তিনি বলেছেন, "আফগানিস্তানের পরিস্থিতি ভাল নয় ৷ তালিবানরা আমার ঘর পুড়িয়ে দিয়েছে ৷ তাই মেয়ে ও দু‘টো নাতিকে নিয়ে ফিরেছে এসেছি ৷ ভারতের ভাই-বোনেরা আমাদের উদ্ধার করেছে ৷"

আরও পড়ুন : MP Narender Singh Khalsa : সব শেষ হয়ে গিয়েছে, ছলছল চোখে জানালেন আফগান সাংসদ

আফগানিস্তান থেকে ভারতীয়দের বের করে আনতে প্রতিদিন দু'টি করে বিমান ওঠা-নামা করানোর অনুমতি পেয়েছে ভারত ৷ তালিবানের হাতে দখল হয়ে যাওয়ার পর আফগানিস্তানে আটকে পড়া মানুষকে দেশে ফেরানোর জন্য আমেরিকা এবং ন্যাটো (North Atlantic Treaty Organization- NATO) -এর তরফে এই অনুমতি মিলেছে বলে জানা গিয়েছে কেন্দ্রের তরফে ৷ আমেরিকার সুরক্ষা বাহিনীর অধীনে কাবুল বিমানবন্দর থেকে প্রতিদিন দু'টি করে ভারতীয় বিমান ওঠা-নামা করতে পারবে ৷

Last Updated : Aug 22, 2021, 12:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.