চণ্ডীগড়, 22 মার্চ: পঞ্জাবের বেশ কিছু এলাকায় জারি রয়েছে 144 ধারা ৷ এরই মাঝে রাজ্যে 'শান্তি ও সম্প্রীতি' বিঘ্নিত করার অভিযোগে 154 জনকে গ্রেফতার করল পঞ্জাব পুলিশ ৷ এমনটাই জানিয়েছেন, পঞ্জাব পুলিশের আইজি সুখচৈন সিং গিল ৷ তিনি এদিন এক প্রেস বিবৃতিতে একথা জানান ৷ আইজি সুখচৈন গিল নিশ্চিত করেছেন যে পঞ্জাবের পরিস্থিতি সম্পূর্ণ স্থিতিশীল এবং নিয়ন্ত্রণে রয়েছে । তাঁর কথায়, "রাজ্যের শান্তি ও সম্প্রীতি বিঘ্নিত করার জন্য মোট 154 জনকে গ্রেফতার করা হয়েছে ৷"
অন্যদিকে, ঘটনার পর পাঁচ দিন কেটে গলেও এখনও অধরা অমৃতপাল সিং (Amritpal Singh) ৷ পঞ্জাব পুলিশ গত শনিবার থেকে অমৃতপাল সিং এবং তাঁর সহযোগীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে । আইজি জানান, অমৃতপাল সিংয়ের বিরুদ্ধে একটি লুকআউট সার্কুলার (এলওসি) এবং জামিন অযোগ্য পরোয়ানা (এনবিডব্লিউ) জারি করা হয়েছে ৷ পলাতক অমৃতপালকে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে । পঞ্জাব পুলিশ এই কাজে অন্যান্য রাজ্য এবং কেন্দ্রীয় সংস্থাগুলির কাছ থেকে সম্পূর্ণ সহযোগিতা পাচ্ছে বলে তিনি জানান ৷
অমৃতপাল সিং পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়াচ্ছেন ৷ তাঁকে ধরতে তাঁর বিভিন্ন লুকের অর্থাৎ চেহারা বদলের ছবি প্রকাশ করেছে পঞ্জাব পুলিশ ৷ আইজিপি পলাতক 'ওয়ারিস পাঞ্জাব দে' নেতার হদিশ দেওয়ার জন্য সকলের কাছে আবেদন করেছেন । এমনই আবহে জলন্ধর গ্রামীণ পুলিশ একটি ব্রেজা গাড়ি উদ্ধার করেছে ৷ সেটি অমৃতপাল পালানোর জন্য ব্যবহার করেছিলেন বলে পুলিশের দাবি ৷
এদিকে, পুলিশ শাহকোটের নাভা কিল্লার মনপ্রীত সিং ওরফে মান্না (28), নাকোদরের বাল নাউ গ্রামের গুরদীপ সিং ওরফে দীপা (34), কোটলা নোধ সিং গ্রামের হরপ্রীত সিং ওরফে হ্যাপি (36), হোশিয়ারপুর এবং ফরিদকোটের গোন্দারা গ্রামের গুরভেজ সিং ওরফে ভেজা নামে চার অভিযুক্তকেও গ্রেফতার করেছে ৷ । এই চার অভিযুক্ত ব্যক্তি অমৃতপালকে পালাতে সাহায্য করেছিলেন বলে পুলিশের দাবি ৷
আরও পড়ুন: অমৃতপালের 'লুক চেঞ্জ' ছবি প্রকাশ পঞ্জাব পুলিশের, উদ্ধার ব্যবহৃত গাড়ি