ETV Bharat / bharat

করোনায় আক্রান্ত সুপ্রিম কোর্টের 15 বিচারপতি

author img

By

Published : Apr 22, 2021, 12:47 PM IST

Updated : Apr 22, 2021, 1:55 PM IST

এবার দেশের শীর্ষ আদালতেও কোভিড থাবা ৷ সুপ্রিম কোর্টের 15 জন বিচারপতি করোনায় আক্রান্ত ৷ অবস্থার অবনতি হওয়ায় তাঁদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে ৷

NAT_SC JUDGES COVID_22042021_MAITRIE
করোনায় আক্রান্ত সুপ্রিম কোর্টের 15 বিচারপতি

নয়াদিল্লি, 22 এপ্রিল : এবার দেশের শীর্ষ আদালতেও কোভিড থাবা ৷ সুপ্রিম কোর্টের 15 জন বিচারপতি করোনায় আক্রান্ত ৷ অবস্থার অবনতি হওয়ায় তাঁদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে ৷ আদালত সূত্রে খবর, শুধুমাত্র বিচারপতিরা নন, সুপ্রিম কোর্টের বহু কর্মীরও ইতিমধ্যেই কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে ৷ বিচারপতি এমআর শাহ, বিচারপতি ইন্দিরা বন্দ্য়োপাধ্য়ায় এবং বিচারপতি সূর্যকান্ত তাঁদের এজলাসে শুনানি চলাকলীনই জানিয়েছিলেন, তাঁদের কর্মীরা করোনায় আক্রান্ত ৷

প্রসঙ্গত, করোনার বাড়বাড়ন্তের জেরেই চলতি সপ্তাহের গোড়ার দিকে একটি বিজ্ঞপ্তি জারি করে সুপ্রিম কোর্ট ৷ তাতে বলা হয়, আপাতত শুধুমাত্র অত্য়ন্ত গুরুত্বপূর্ণ মামলাগুলিই শুনানির জন্য এজলাসে উঠবে ৷ ভিড় ঠেকাতে একাধিক বেঞ্চও বাতিল করা হয়েছে ৷ বৃহস্পতিবার শুধুমাত্র চারটি বেঞ্চে শুনানি হয়েছে ৷ সেগুলিতে সব মিলিয়ে উপস্থিত ছিলেন 11 জন বিচারপতি ৷ শুনানির জন্য তালিকাভুক্তও মামলার সংখ্যাও ছিল হাতে গোণা ৷

আরও পড়ুন : সুপ্রিম কোর্টের 50% কর্মী কোভিড পজ়িটিভ, বাড়ি থেকেই শুনানি বিচারপতিদের

উল্লেখ্য, গত বছরও করোনার প্রথম ঢেউয়ের সময় দীর্ঘদিন ধরে নিয়ন্ত্রণ করা হয়েছিল আদালতের দৈনন্দিন বিভিন্ন কাজ ৷ আবারও সেইসব প্রক্রিয়া ফিরিয়ে আনা হচ্ছে ৷ আদালতে না এসে বাড়ি থেকেই অনলাইনে মামলা শুনছেন বিচারপতিরা ৷ আদালতের কর্মীদের মধ্যে যাঁদেরই শরীরে করোনা উপসর্গ দেখা যাচ্ছে, তাঁদের ক্ষেত্রে আরটি পিসিআর পরীক্ষা বাধ্যতামূলক ঘোষণা করা হয়েছে ৷

প্রসঙ্গত, ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের সমস্ত বিচারপতিকে করোনার টিকা দেওয়া হয়েছে ৷ টিকাকরণের জন্য সমস্ত আইনজীবী ও কর্মীদের নাম নথিভুক্ত করার প্রক্রিয়াও শুরু হয়েছে ৷ অনেকেরই ইতিমধ্যে করোনার পরীক্ষা করা হয়েছে এবং তাঁদের একটা বড় অংশেরই রিপোর্ট এসেছে পজিটিভ ৷

নয়াদিল্লি, 22 এপ্রিল : এবার দেশের শীর্ষ আদালতেও কোভিড থাবা ৷ সুপ্রিম কোর্টের 15 জন বিচারপতি করোনায় আক্রান্ত ৷ অবস্থার অবনতি হওয়ায় তাঁদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে ৷ আদালত সূত্রে খবর, শুধুমাত্র বিচারপতিরা নন, সুপ্রিম কোর্টের বহু কর্মীরও ইতিমধ্যেই কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে ৷ বিচারপতি এমআর শাহ, বিচারপতি ইন্দিরা বন্দ্য়োপাধ্য়ায় এবং বিচারপতি সূর্যকান্ত তাঁদের এজলাসে শুনানি চলাকলীনই জানিয়েছিলেন, তাঁদের কর্মীরা করোনায় আক্রান্ত ৷

প্রসঙ্গত, করোনার বাড়বাড়ন্তের জেরেই চলতি সপ্তাহের গোড়ার দিকে একটি বিজ্ঞপ্তি জারি করে সুপ্রিম কোর্ট ৷ তাতে বলা হয়, আপাতত শুধুমাত্র অত্য়ন্ত গুরুত্বপূর্ণ মামলাগুলিই শুনানির জন্য এজলাসে উঠবে ৷ ভিড় ঠেকাতে একাধিক বেঞ্চও বাতিল করা হয়েছে ৷ বৃহস্পতিবার শুধুমাত্র চারটি বেঞ্চে শুনানি হয়েছে ৷ সেগুলিতে সব মিলিয়ে উপস্থিত ছিলেন 11 জন বিচারপতি ৷ শুনানির জন্য তালিকাভুক্তও মামলার সংখ্যাও ছিল হাতে গোণা ৷

আরও পড়ুন : সুপ্রিম কোর্টের 50% কর্মী কোভিড পজ়িটিভ, বাড়ি থেকেই শুনানি বিচারপতিদের

উল্লেখ্য, গত বছরও করোনার প্রথম ঢেউয়ের সময় দীর্ঘদিন ধরে নিয়ন্ত্রণ করা হয়েছিল আদালতের দৈনন্দিন বিভিন্ন কাজ ৷ আবারও সেইসব প্রক্রিয়া ফিরিয়ে আনা হচ্ছে ৷ আদালতে না এসে বাড়ি থেকেই অনলাইনে মামলা শুনছেন বিচারপতিরা ৷ আদালতের কর্মীদের মধ্যে যাঁদেরই শরীরে করোনা উপসর্গ দেখা যাচ্ছে, তাঁদের ক্ষেত্রে আরটি পিসিআর পরীক্ষা বাধ্যতামূলক ঘোষণা করা হয়েছে ৷

প্রসঙ্গত, ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের সমস্ত বিচারপতিকে করোনার টিকা দেওয়া হয়েছে ৷ টিকাকরণের জন্য সমস্ত আইনজীবী ও কর্মীদের নাম নথিভুক্ত করার প্রক্রিয়াও শুরু হয়েছে ৷ অনেকেরই ইতিমধ্যে করোনার পরীক্ষা করা হয়েছে এবং তাঁদের একটা বড় অংশেরই রিপোর্ট এসেছে পজিটিভ ৷

Last Updated : Apr 22, 2021, 1:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.