ETV Bharat / bharat

ফের কমল দৈনিক সংক্রমণ

দৈনিক সংক্রমণের নিরিখে আজ দেশের কোরোনার গ্রাফ নিম্নমুখী । তবে মৃতের সংখ্যা গতকালের তুলনায় বেশি ।

corona
corona
author img

By

Published : Jan 22, 2021, 10:30 AM IST

দিল্লি, 22 জানুয়ারি : দেশে গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত 14 হাজার 545 জন । বৃহস্পতিবার দৈনিক সংক্রমণের সংখ্যা ছিল 15 হাজার 223 জন । এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল 1 কোটি 6 লাখ 25 হাজার 428 ।

এদিকে গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হয়ে 163 জনের মৃত্যু হয়েছে । গতকাল মৃত্যু হয়েছিল 151 জনের । এনিয়ে এপর্যন্ত মৃত্যু হয়েছে মোট 1 লাখ 53 হাজার 32 জনের । গত 24 ঘণ্টায় 18 হাজার 2 জন সুস্থ হয়ে উঠেছে । এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে 1 কোটি 2 লাখ 83 হাজার 708 জন । মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা 1 লাখ 88 হাজার 688 ।

আরও পড়ুন : দেশে দৈনিক সংক্রমণ নামল 10 হাজারে

দেশে কোরোনায় আক্রান্তের নিরিখে এখনও শীর্ষে রয়েছে মহারাষ্ট্র । দিন দিন বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা । মোট আক্রান্ত হয়েছে 20 লাখ 878 জন । সুস্থ হয়ে উঠেছে 19 লাখ 3 হাজার 408 জন । দ্বিতীয় স্থানে রয়েছে কর্নাটক ও তৃতীয় স্থানে অন্ধ্রপ্রদেশ । কর্নাটকে মোট আক্রান্ত 9 লাখ 34 হাজার 252 জন । সুস্থ হয়ে উঠেছে 9 লাখ 14 হাজার 492 জন । যেখানে অন্ধ্রপ্রদেশে মোট আক্রান্তের সংখ্যা 8 লাখ 86 হাজার 557 জন । সুস্থ হয়ে উঠেছে 8 লাখ 77 হাজার 893 জন ।

দিল্লি, 22 জানুয়ারি : দেশে গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত 14 হাজার 545 জন । বৃহস্পতিবার দৈনিক সংক্রমণের সংখ্যা ছিল 15 হাজার 223 জন । এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল 1 কোটি 6 লাখ 25 হাজার 428 ।

এদিকে গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হয়ে 163 জনের মৃত্যু হয়েছে । গতকাল মৃত্যু হয়েছিল 151 জনের । এনিয়ে এপর্যন্ত মৃত্যু হয়েছে মোট 1 লাখ 53 হাজার 32 জনের । গত 24 ঘণ্টায় 18 হাজার 2 জন সুস্থ হয়ে উঠেছে । এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে 1 কোটি 2 লাখ 83 হাজার 708 জন । মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা 1 লাখ 88 হাজার 688 ।

আরও পড়ুন : দেশে দৈনিক সংক্রমণ নামল 10 হাজারে

দেশে কোরোনায় আক্রান্তের নিরিখে এখনও শীর্ষে রয়েছে মহারাষ্ট্র । দিন দিন বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা । মোট আক্রান্ত হয়েছে 20 লাখ 878 জন । সুস্থ হয়ে উঠেছে 19 লাখ 3 হাজার 408 জন । দ্বিতীয় স্থানে রয়েছে কর্নাটক ও তৃতীয় স্থানে অন্ধ্রপ্রদেশ । কর্নাটকে মোট আক্রান্ত 9 লাখ 34 হাজার 252 জন । সুস্থ হয়ে উঠেছে 9 লাখ 14 হাজার 492 জন । যেখানে অন্ধ্রপ্রদেশে মোট আক্রান্তের সংখ্যা 8 লাখ 86 হাজার 557 জন । সুস্থ হয়ে উঠেছে 8 লাখ 77 হাজার 893 জন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.