যোধপুর, 4 এপ্রিল : করোনা হটস্পটে পরিণত হয়েছে ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ টেকনোলজির যোধপুর ক্য়াম্পাস ৷ গত 24 ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছে 14 পড়ুয়া ৷ এই নিয়ে সেখানে করোনা আক্রান্তের সংখ্য়া মোট 70 জন ৷
ইতিমধ্য়ে এই পরিস্থিতির জেরে সেখানকার স্বাস্থ্য় বিভাগের তরফে ওই শিক্ষাপ্রতিষ্ঠানকে কন্টেনমেন্ট জ়োন হিসেবে ঘোষণা করেছে ৷ পাশাপাশি সেখানকার পড়ুয়াদের কোভিড প্রোটোকল কঠোর ভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে ৷
আরও পড়ুন-কয়লা পাচারের 900 কোটি গিয়েছে ভাইপোর কাছে, অভিযোগ শুভেন্দুর
প্রতিষ্ঠানের তরফেও এবিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ৷ বলা হয়েছে সব পড়ুয়া যেন মাস্ক ও শারীরিক দূরত্ব মেনে চলে ৷
এবিষয়ে সেখানকার ডিভিশনাল কমিশনার ডক্টর রাজেশ শর্মা জানিয়েছেন, কোভিড যেভাবে বাড়ছে তার মোকাবিলার জন্য় সমস্ত রকম প্রস্তুতি নেওয়া হচ্ছে ৷ আইআইটি যোধপুর কর্তৃপক্ষও পুরো পরিস্থিতি উপর নজর রাখছে ৷ ইতিমধ্য়ে সেখানকার রেজিস্ট্রার ও স্বাস্থ্য় কেন্দ্রের ইনচার্জের সঙ্গে কথা হয়েছে ৷ পরিস্থতি মোকাবিলায় সমস্ত ব্য়বস্থা নিয়ে রাখতে নির্দেশ দেওয়া হয়েছে ৷