ETV Bharat / bharat

Human Trafficking: চাকরির লোভ দেখিয়ে পাচার থাইল্যান্ড হয়ে মায়ানমার, সরকারি উদ্যোগে চেন্নাই ফিরলেন 13 প্রতারিত - মানব পাচার

চাকরির লোভ দেখিয়ে পাচার (Human Trafficking) হয়েছিলেন থাইল্যান্ড হয়ে মায়ানমার ৷ তামিলনাড়ু সরকারের চেষ্টায় চেন্নাই ফিরলেন 13 জন প্রতারিত ৷

13 people who got duped in Thailand on pretext of jobs, trafficked into Myanmar; arrive in Chennai
চাকরির লোভ দেখিয়ে পাচার থাইল্যান্ড হয়ে মায়ানমার, সরকারি উদ্যোগে চেন্নাই ফিরলেন 13 প্রতারিত
author img

By

Published : Oct 5, 2022, 10:46 AM IST

চেন্নাই, 5 অক্টোবর: চাকরি দেওয়ার নাম করে তামিলনাড়ুর 13 জনকে থাইল্যান্ডে নিয়ে যাওয়া হয়েছিল ৷ এরপর বেআইনি ভাবে তাঁদের মায়ানমার নিয়ে যান প্রতারকরা (Human Trafficking)৷ বুধবার সকালে চেন্নাইয়ে ফিরিয়ে আনা হল সেই 13 জন প্রতারিতকে ৷ এ কথা জানিয়েছেন সে রাজ্যের মন্ত্রী গিঙ্গি কেএস মস্তান ৷

সাংবাদিকদের মুখোমুখি মন্ত্রী বলেন, "থাইল্যান্ডে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা করা হয় 13 জনের সঙ্গে ৷ তাঁদের বেআইনি ভাবে মায়ানমার নিয়ে যাওয়া হয়েছিল ৷ রাজ্যের বিভিন্ন অংশ থেকে এজেন্টের মাধ্যমে সবাইকে পাচার করা হয়েছিল ৷ তাঁদের রক্ষা করার জন্য উদ্যোগ নেন মুখ্যমন্ত্রী (এমকে স্তালিন)৷"

মস্তান আরও বলেছেন, "এখনও 50 জন তামিল মায়ানমারে আছেন এবং তাঁদেরও বাড়ি ফিরিয়ে আনার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে ৷" কোয়েম্বাটোরের এক প্রতারিত জানিয়েছেন, "আমরা দুবাইতে একটা চাকরির জন্য আবেদন করেছিলাম ৷ দুবাইয়ের এজেন্ট আমাদের বলেন, চাকরিটা থাইল্যান্ডে ৷ তবে আমরা যখন সেখানে পৌঁছই, তখন দেখা যায় সেখানে আমাদের জন্য কোনও চাকরি নেই ৷ এরপর গাড়িতে প্রায় 450 কিমি দূরের একটি জায়গায় ওঁরা আমাদের নিয়ে যান ৷ সেখান থেকে একদল চিনা ব্যক্তি আমাদের বেআইনি ভাবে নদী পার করান ৷"

আরও পড়ুন: অনলাইন গেমিং অ্যাপ কাণ্ডে ধৃত আমির খানের অ্যাকাউন্ট থেকে বাজেয়াপ্ত 5.59 কোটি টাকা

ওই প্রতারিত আরও জানিয়েছেন, "আমাদের ফোন তাঁরা নিয়ে নিজেদের কাছে রেখেছিলেন ৷ পরে জানতে পারি যে আমরা মায়ানমারে আছি ৷ আমাদের কাছে ভিসা ছিল না ৷ বেআইনি ভাবে সেখানে ছিলাম ৷ ভুয়ো আইডি থেকে আমাদের ভিআইপি-দের সঙ্গে চ্যাট করতে হত ৷ আমাদের উপর মানসিক অত্যাচার করা হত ৷ দিনে 15-16 ঘণ্টা কাজ করানো হত ৷ বিভিন্ন এজেন্টের মাধ্যমে সেখানে অনেকেই এসেছিলেন ৷ স্থানীয় সেনাবাহিনী আমাদের উদ্ধার করে ৷"

চেন্নাই, 5 অক্টোবর: চাকরি দেওয়ার নাম করে তামিলনাড়ুর 13 জনকে থাইল্যান্ডে নিয়ে যাওয়া হয়েছিল ৷ এরপর বেআইনি ভাবে তাঁদের মায়ানমার নিয়ে যান প্রতারকরা (Human Trafficking)৷ বুধবার সকালে চেন্নাইয়ে ফিরিয়ে আনা হল সেই 13 জন প্রতারিতকে ৷ এ কথা জানিয়েছেন সে রাজ্যের মন্ত্রী গিঙ্গি কেএস মস্তান ৷

সাংবাদিকদের মুখোমুখি মন্ত্রী বলেন, "থাইল্যান্ডে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা করা হয় 13 জনের সঙ্গে ৷ তাঁদের বেআইনি ভাবে মায়ানমার নিয়ে যাওয়া হয়েছিল ৷ রাজ্যের বিভিন্ন অংশ থেকে এজেন্টের মাধ্যমে সবাইকে পাচার করা হয়েছিল ৷ তাঁদের রক্ষা করার জন্য উদ্যোগ নেন মুখ্যমন্ত্রী (এমকে স্তালিন)৷"

মস্তান আরও বলেছেন, "এখনও 50 জন তামিল মায়ানমারে আছেন এবং তাঁদেরও বাড়ি ফিরিয়ে আনার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে ৷" কোয়েম্বাটোরের এক প্রতারিত জানিয়েছেন, "আমরা দুবাইতে একটা চাকরির জন্য আবেদন করেছিলাম ৷ দুবাইয়ের এজেন্ট আমাদের বলেন, চাকরিটা থাইল্যান্ডে ৷ তবে আমরা যখন সেখানে পৌঁছই, তখন দেখা যায় সেখানে আমাদের জন্য কোনও চাকরি নেই ৷ এরপর গাড়িতে প্রায় 450 কিমি দূরের একটি জায়গায় ওঁরা আমাদের নিয়ে যান ৷ সেখান থেকে একদল চিনা ব্যক্তি আমাদের বেআইনি ভাবে নদী পার করান ৷"

আরও পড়ুন: অনলাইন গেমিং অ্যাপ কাণ্ডে ধৃত আমির খানের অ্যাকাউন্ট থেকে বাজেয়াপ্ত 5.59 কোটি টাকা

ওই প্রতারিত আরও জানিয়েছেন, "আমাদের ফোন তাঁরা নিয়ে নিজেদের কাছে রেখেছিলেন ৷ পরে জানতে পারি যে আমরা মায়ানমারে আছি ৷ আমাদের কাছে ভিসা ছিল না ৷ বেআইনি ভাবে সেখানে ছিলাম ৷ ভুয়ো আইডি থেকে আমাদের ভিআইপি-দের সঙ্গে চ্যাট করতে হত ৷ আমাদের উপর মানসিক অত্যাচার করা হত ৷ দিনে 15-16 ঘণ্টা কাজ করানো হত ৷ বিভিন্ন এজেন্টের মাধ্যমে সেখানে অনেকেই এসেছিলেন ৷ স্থানীয় সেনাবাহিনী আমাদের উদ্ধার করে ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.