ETV Bharat / bharat

দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা 12 হাজার 881 - corona in india

দেশে এখনও পর্যন্ত মোট 94 লাখ 22 হাজার 228 জনকে প্রতিষেধক দেওয়া হয়েছে ।

corona
corona
author img

By

Published : Feb 18, 2021, 11:00 AM IST

দিল্লি, 18 ফেব্রুয়ারি : দেশে গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত 12 হাজার 881 জন । গতকাল দৈনিক সংক্রমণের সংখ্যা ছিল 11 হাজার 610 জন । এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল 1 কোটি 9 লাখ 50 হাজার 201 জন ।

এদিকে গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে 101 জনের মৃত্যু হয়েছে । গতকাল মৃত্যু হয়েছিল 100 জনের । এনিয়ে এপর্যন্ত মৃত্যু হয়েছে মোট 1 লাখ 56 হাজার 14 জনের । গত 24 ঘণ্টায় 11 হাজার 987 জন সুস্থ হয়ে উঠেছে । এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে 1 কোটি 6 লাখ 56 হাজার 845 জন । মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা 1 লাখ 37 হাজার 342 ।

আরও পড়ুন : COVID-19-এর ভ্যাকসিন নেওয়ার পর অসুস্থ ID&BG হাসপাতালের অধ্যক্ষ

দেশে করোনায় আক্রান্তের নিরিখে এখনও শীর্ষে রয়েছে মহারাষ্ট্র । মোট আক্রান্ত হয়েছে 20 লাখ 76 হাজার 93 জন । সুস্থ হয়ে উঠেছে 19 লাখ 85 হাজার 261 জন । দ্বিতীয় স্থানে রয়েছে কেরালা ও তৃতীয় স্থানে কর্নাটক । কেরালায় মোট আক্রান্ত 10 লাখ 16 হাজার 848 জন । সুস্থ হয়ে উঠেছে 9 লাখ 51 হাজার 742 জন । যেখানে কর্নাটকে মোট আক্রান্তের সংখ্যা 9 লাখ 46 হাজার 454 জন । সুস্থ হয়ে উঠেছে 9 লাখ 28 হাজার 461 জন ।

দিল্লি, 18 ফেব্রুয়ারি : দেশে গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত 12 হাজার 881 জন । গতকাল দৈনিক সংক্রমণের সংখ্যা ছিল 11 হাজার 610 জন । এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল 1 কোটি 9 লাখ 50 হাজার 201 জন ।

এদিকে গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে 101 জনের মৃত্যু হয়েছে । গতকাল মৃত্যু হয়েছিল 100 জনের । এনিয়ে এপর্যন্ত মৃত্যু হয়েছে মোট 1 লাখ 56 হাজার 14 জনের । গত 24 ঘণ্টায় 11 হাজার 987 জন সুস্থ হয়ে উঠেছে । এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে 1 কোটি 6 লাখ 56 হাজার 845 জন । মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা 1 লাখ 37 হাজার 342 ।

আরও পড়ুন : COVID-19-এর ভ্যাকসিন নেওয়ার পর অসুস্থ ID&BG হাসপাতালের অধ্যক্ষ

দেশে করোনায় আক্রান্তের নিরিখে এখনও শীর্ষে রয়েছে মহারাষ্ট্র । মোট আক্রান্ত হয়েছে 20 লাখ 76 হাজার 93 জন । সুস্থ হয়ে উঠেছে 19 লাখ 85 হাজার 261 জন । দ্বিতীয় স্থানে রয়েছে কেরালা ও তৃতীয় স্থানে কর্নাটক । কেরালায় মোট আক্রান্ত 10 লাখ 16 হাজার 848 জন । সুস্থ হয়ে উঠেছে 9 লাখ 51 হাজার 742 জন । যেখানে কর্নাটকে মোট আক্রান্তের সংখ্যা 9 লাখ 46 হাজার 454 জন । সুস্থ হয়ে উঠেছে 9 লাখ 28 হাজার 461 জন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.