মরবি (গুজরাত), 15 নভেম্বর : 600 কোটি টাকা মূল্যের 120 কেজি হেরোইন বাজেয়াপ্ত করা হল গুজরাতের মরবি জেলা থেকে ৷ ঘটনায় 4 জনকে গ্রেফতার করেছে গুজরাত এটিএস ৷ এই হেরোইন ভারত-পাকিস্তান সীমান্ত থেকে বাজেয়াপ্ত করা হয় ৷ নিরাপত্তাবাহিনীর জওয়ানরা পাহারা দেওয়ার সময় বিভিন্ন রঙিন প্যাকেটে এই হেরোইনগুলি উদ্ধার করেন ৷ এই ঘটনার পিছনে কোনও আন্তর্জাতিক মাদক পাচারচক্রের যোগ রয়েছে কি না তাও খতিয়ে দেখছেন গোয়েন্দারা ৷
গুজরাত এটিএসের নিরাপত্তাবাহিনীর জওয়ানরা গতকাল মধ্যরাতে উপকূলবর্তী এলাকায় পাহাড়া দেওয়ার সময় এই হেরোইনগুলিকে উদ্ধার করেন ৷ গত কয়েকদিন আগেও এই এলাকার কাছাকাছি দ্বারকা থেকেও মাদক দ্রব্য উদ্ধার করা হয় ৷ এই ঘটনায় ধৃত 4 জন ছাড়াও আর কারা যুক্ত তার খোঁজ শুরু করেছেন গোয়েন্দারা ৷ এই হেরোইন উদ্ধারের ঘটনাকে গুজরাত পুলিশের সাফল্য বলে টুইট করেছেন সেরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংঘাভি ৷
আরও পড়ুন: সোমবার রাজ্যে আসছেন আরএসএস প্রধান মোহন ভাগবত
আজ সকাল 11 টায় এই ঘটনার বিষয়ে একটি সাংবাদিক বৈঠক করবে এটিএস ৷ এর আগেও মরবি জেলার এই এলাকা থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছিল ৷ ধৃত 4 জনকে জেরা করে এই মাদক পাচারচক্রের সঙ্গে যুক্ত আরও নাম পাওয়া যাবে বলে মনে করছেন গোয়েন্দারা ৷