ETV Bharat / bharat

Aligarh Minor Rape : বিয়েবাড়িতে নাবালিকাকে 'ধর্ষণ' করে চম্পট দিল অভিযুক্ত - The accused is on the run

আলিগড়ে বিয়েবাড়িতে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল উত্তরপ্রদেশে । ধর্ষণের পর অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছে বলে খবর। দুটি দল গঠন করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ (Two police teams are investigating the matter)

Aligarh Minor Rape
আলিহড়ে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ
author img

By

Published : Feb 12, 2023, 9:11 AM IST

Updated : Feb 12, 2023, 10:42 AM IST

আলিগড়, 12 ফেব্রুয়ারি: আবারও নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। আবারও ঘটনাস্থল উত্তরপ্রদেশ। অভিযোগ, আলিগড়ে বিয়েবাডিতে এক ব্যক্তির লালসার শিকার হয়েছে বছর বারোর ওই নাবালিকা। পুলিশ সূত্রে খবর, ধর্ষণের পর ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছে অভিযুক্ত (The accused is on the run)। তার খোঁজ শুরু হয়েছে। নাবালিকার সঙ্গে কথা বলে ওই ব্যক্তির সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে।

জানা গিয়েছে, পরিবারের সদস্যদের সঙ্গে বিয়েবাড়ি গিয়েছিল নাবালিকা । অনুষ্ঠানস্থলে পৌঁছে বাড়ির লোকেদের থেকে খানিকটা আলাদা হয়ে যায় সে। অভিযোগ, ঠিক সে সময় একটি ঘরে নিয়ে গিয়ে নাবালিকাকে ধর্ষণ করে অভিযুক্ত। কুকর্ম সেরে সেখান থেকে পালিয়েও যায় ওই ব্যক্তি। পরিবারের সদস্যদের ঘটনাটি জানায় নির্যাতিতা । এরপরই পুলিশে অভিযোগ দায়ের হয়।

বিয়েবাড়িটি মহুখেরা পুলিশ সার্কেলের অন্তর্গত। সেখানেই অভিযোগ দায়ের হয়েছে বলে জানান স্থানীয় এসপি (শহর) কুলদীপ গুনাওয়াত । তিনি বলেন,"ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে একাধিক নমুনা সংগ্রহ করেছে । দুটি দল গঠন করে তদন্ত চলছে।" মহুখেরার স্থানীয় স্টেশন হাউস অফিসার বিজয়াকান্ত শর্মা জানান, কয়েকটি সূত্র ধরে তদন্ত চলছে । অভিযুক্তর খোঁজ পেতে তল্লাশিও চলছে। দ্রুত তার নাগাল পাওয়া যাবে।

ঘটনার তদন্ত শুরু করে কয়েকটি প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ । তদন্তকারীদের প্রশ্ন, বিয়েবাড়ির মধ্যে এই ধরনের একটা কাণ্ড হয়ে গেল আর কেউ জানতে পারল না সেটা কী করে হয় ? তাছাড়া ধর্ষণ করে অভিযুক্ত এত লোককে এড়িয়ে পালিয়েই বা গেল কী করে ? ঘটনাস্থল থেকে পালাতে কেউ তাকে সাহায্য করেছিল কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে । অতিথিদের সঙ্গে কথা বলা হচ্ছে । পাশপাশি নাবালিকার সঙ্গেও কথা বলছেন তদন্তকারীরা । পুলিশের দুটি দলের সদস্যরা বিভিন্ন জায়গায় তল্লাশিও চালাচ্ছেন । নির্যাতিতার পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলা হচ্ছে। পাশাপাশি বিয়েবাড়ি এবং তার আশপাশে কোথাও সিসিটিভি ফুটেজ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে ।

আরও পড়ুন: 66 বছরের বৃদ্ধাকে ধর্ষণের চেষ্টা, তারকেশ্বরে অভিযুক্ত তৃণমূল কর্মীর ছেলে

আলিগড়, 12 ফেব্রুয়ারি: আবারও নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। আবারও ঘটনাস্থল উত্তরপ্রদেশ। অভিযোগ, আলিগড়ে বিয়েবাডিতে এক ব্যক্তির লালসার শিকার হয়েছে বছর বারোর ওই নাবালিকা। পুলিশ সূত্রে খবর, ধর্ষণের পর ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছে অভিযুক্ত (The accused is on the run)। তার খোঁজ শুরু হয়েছে। নাবালিকার সঙ্গে কথা বলে ওই ব্যক্তির সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে।

জানা গিয়েছে, পরিবারের সদস্যদের সঙ্গে বিয়েবাড়ি গিয়েছিল নাবালিকা । অনুষ্ঠানস্থলে পৌঁছে বাড়ির লোকেদের থেকে খানিকটা আলাদা হয়ে যায় সে। অভিযোগ, ঠিক সে সময় একটি ঘরে নিয়ে গিয়ে নাবালিকাকে ধর্ষণ করে অভিযুক্ত। কুকর্ম সেরে সেখান থেকে পালিয়েও যায় ওই ব্যক্তি। পরিবারের সদস্যদের ঘটনাটি জানায় নির্যাতিতা । এরপরই পুলিশে অভিযোগ দায়ের হয়।

বিয়েবাড়িটি মহুখেরা পুলিশ সার্কেলের অন্তর্গত। সেখানেই অভিযোগ দায়ের হয়েছে বলে জানান স্থানীয় এসপি (শহর) কুলদীপ গুনাওয়াত । তিনি বলেন,"ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে একাধিক নমুনা সংগ্রহ করেছে । দুটি দল গঠন করে তদন্ত চলছে।" মহুখেরার স্থানীয় স্টেশন হাউস অফিসার বিজয়াকান্ত শর্মা জানান, কয়েকটি সূত্র ধরে তদন্ত চলছে । অভিযুক্তর খোঁজ পেতে তল্লাশিও চলছে। দ্রুত তার নাগাল পাওয়া যাবে।

ঘটনার তদন্ত শুরু করে কয়েকটি প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ । তদন্তকারীদের প্রশ্ন, বিয়েবাড়ির মধ্যে এই ধরনের একটা কাণ্ড হয়ে গেল আর কেউ জানতে পারল না সেটা কী করে হয় ? তাছাড়া ধর্ষণ করে অভিযুক্ত এত লোককে এড়িয়ে পালিয়েই বা গেল কী করে ? ঘটনাস্থল থেকে পালাতে কেউ তাকে সাহায্য করেছিল কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে । অতিথিদের সঙ্গে কথা বলা হচ্ছে । পাশপাশি নাবালিকার সঙ্গেও কথা বলছেন তদন্তকারীরা । পুলিশের দুটি দলের সদস্যরা বিভিন্ন জায়গায় তল্লাশিও চালাচ্ছেন । নির্যাতিতার পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলা হচ্ছে। পাশাপাশি বিয়েবাড়ি এবং তার আশপাশে কোথাও সিসিটিভি ফুটেজ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে ।

আরও পড়ুন: 66 বছরের বৃদ্ধাকে ধর্ষণের চেষ্টা, তারকেশ্বরে অভিযুক্ত তৃণমূল কর্মীর ছেলে

Last Updated : Feb 12, 2023, 10:42 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.