ETV Bharat / bharat

করোনা সংকটে জমানো অর্থ ত্রাণ তহবিলে দান বালকের - করোনা

করোনা সংকটের সময়ে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে জমানো অর্থ দান করে দিল বেঙ্গালুরুর 12 বছরের ছেলে মায়াঙ্ক ৷ প্রশাসনিক কর্তার হাতে সেই টাকা তুলে দিয়েছে সে ৷

12 years old boy from Bengaluru donates his Saving money to CM relief fund
করোনা সংকটে ত্রাণ তহবিলে জমানো অর্থ দান বালকের
author img

By

Published : May 30, 2021, 7:57 PM IST

বেঙ্গালুরু, 30 মে : চার বছর ধরে সে একটু একটু করে টাকা জমিয়েছিল ৷ কোভিড সংকটে মানুষের পাশে দাঁড়াতে সমস্ত টাকা দান করে দিল 12 বছরের ছেলে মায়াঙ্ক ৷ বেঙ্গালুরুর বালকের এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন অনেকেই ৷

কর্নাটকে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে 4,190 টাকা দান করে হেসারাঘাট্টা এলাকার বাসিন্দা মায়াঙ্ক ৷ ডিস্ট্রিক্ট কালেক্টর জে মঞ্জুনাথের হাতে সেই অর্থ তুলে দেয় সে ৷ সপ্তাহখানেক ধরেই মায়াঙ্ক ডিস্ট্রিক্ট কালেক্টরের কাছে নিয়ে যাওয়ার জন্য জোরাজুরি করছিল তার বাবাকে ৷ গতকাল ছেলেকে নিয়ে ডিসির অফিসে যান মায়াঙ্কের বাবা ৷

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর কুর্সিতে সাত বছর, করোনার কাঁটা উপড়ে ক্যারিশমা টেকানোই চ্যালেঞ্জ মোদির

তার জমানো টাকা দান করার পর ছোট্ট ছেলেটি বলে, "আমি সপ্তম শ্রেণিতে পড়ি ৷ করোনার সংকটের খবরগুলি শুনে খুব মন খারাপ হয়ে গিয়েছে ৷ সেই কারণে আমি আমার জমানো অর্থ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ডিসি মঞ্জুনাথ স্যারের হাতে তুলে দিয়েছি ৷ করোনাকে ভয় পাবেন না ৷ সামাজিক দূরত্ব মেনে চলুন, মাস্ক পরুন ৷"

বেঙ্গালুরু, 30 মে : চার বছর ধরে সে একটু একটু করে টাকা জমিয়েছিল ৷ কোভিড সংকটে মানুষের পাশে দাঁড়াতে সমস্ত টাকা দান করে দিল 12 বছরের ছেলে মায়াঙ্ক ৷ বেঙ্গালুরুর বালকের এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন অনেকেই ৷

কর্নাটকে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে 4,190 টাকা দান করে হেসারাঘাট্টা এলাকার বাসিন্দা মায়াঙ্ক ৷ ডিস্ট্রিক্ট কালেক্টর জে মঞ্জুনাথের হাতে সেই অর্থ তুলে দেয় সে ৷ সপ্তাহখানেক ধরেই মায়াঙ্ক ডিস্ট্রিক্ট কালেক্টরের কাছে নিয়ে যাওয়ার জন্য জোরাজুরি করছিল তার বাবাকে ৷ গতকাল ছেলেকে নিয়ে ডিসির অফিসে যান মায়াঙ্কের বাবা ৷

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর কুর্সিতে সাত বছর, করোনার কাঁটা উপড়ে ক্যারিশমা টেকানোই চ্যালেঞ্জ মোদির

তার জমানো টাকা দান করার পর ছোট্ট ছেলেটি বলে, "আমি সপ্তম শ্রেণিতে পড়ি ৷ করোনার সংকটের খবরগুলি শুনে খুব মন খারাপ হয়ে গিয়েছে ৷ সেই কারণে আমি আমার জমানো অর্থ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ডিসি মঞ্জুনাথ স্যারের হাতে তুলে দিয়েছি ৷ করোনাকে ভয় পাবেন না ৷ সামাজিক দূরত্ব মেনে চলুন, মাস্ক পরুন ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.