ETV Bharat / bharat

তিনটি পৃথক পথ দুর্ঘটনায় মৃত 12 - Accident

আজ সকালে দুটি পৃথক পথ দুর্ঘটনায় 7 জনের মৃত্য়ু হয়েছে ৷ ঘটনাটি কর্নাটকের বাগালকোটে ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷ অন্য়দিকে অন্ধ্রপ্রদেশের অন্য এক দুর্ঘটনায় 5 জনের মৃত্য়ু হয়েছে ৷

road mishap
দুর্ঘটনার ছবি
author img

By

Published : Mar 29, 2021, 12:11 PM IST

বাগালকোট, 29 মার্চ : দুটি পৃথক পথ দুর্ঘটনায় মৃত্য়ু হল 7 জনের ৷ দুর্ঘটনাগুলি ঘটে কর্নাটকের বাগালকোট এবং গঙ্গাবতীতে ৷

প্রথম দুর্ঘটনাটি ঘটে বাগালকোট জেলায় হুনাগুন্ডা তালুকে ৷ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হুনাকুন্ডা জেলায় বেভানামাট্টি গ্রামে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন চারজন ৷ সেসময় একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ওই চারজনকে গিয়ে ধাক্কা মারে ৷ ঘটনাস্থলেই চারজনের মৃত্য়ু হয়৷

আরও পড়ুন-30 মার্চ পর্যন্ত এনআইএ হেফাজত ছত্রধরের

মৃতদের মধ্য়ে একজনকে শনাক্ত করা যায়নি ৷ বাকিদের নাম চান্দ্রু বুট্টা, নবীন সাকা এবং করিবাস্য়য়া ৷ তাঁরা সকলেই স্থানীয় এলাকার বাসিন্দা ৷ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ঘাতক লরিটির চালক ৷ তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা ৷

অন্য় একটি ঘটনায় লরি ও অটোর মুখোমুখি সংঘর্ষে মৃত্য়ু হয় তিনজনের ৷ ঘটনাটি মু্কুকম্পি এলাকায় ৷ মৃতদের নাম ফিকরাপ্পা, ভিমান্না এবং রামান্না ৷ স্থানীয়ারা জানিয়েছেন, অটোটি সঠিক রাস্তা দিয়েই জাচ্ছিল ৷ কিন্তু লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে ভুল লেনে ঢুকে পড়ে ধাক্কা মারে এবং ঘটনাস্থলেই তিনজনের মৃত্য়ু হয় ৷ ঘটনার পর ঘাতক লরিটির চালক পালিয়ে যান ৷

অন্ধ্রপ্রদেশেও একটি পথ দুর্ঘটনায় মৃত্য়ু হয়েছে 5 জনের ৷ ঘটনায় আহতের সংখ্য়া 25 ৷ ঘটনাটি অন্ধ্রপ্রদেশের ভিজ়িয়ানাগ্রাম এলাকায় ৷ স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, একটি গ্য়াস সিলিন্ডার বোঝাই লরির সঙ্গে একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয় ৷ এবং সেইসময় ওই বাসটিকে পিছন থেকে আরও একটি বাস ধাক্কা মারে ৷ ঘটনাস্থলেই 5 জনের মৃত্যু হয় ৷ আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷

বাগালকোট, 29 মার্চ : দুটি পৃথক পথ দুর্ঘটনায় মৃত্য়ু হল 7 জনের ৷ দুর্ঘটনাগুলি ঘটে কর্নাটকের বাগালকোট এবং গঙ্গাবতীতে ৷

প্রথম দুর্ঘটনাটি ঘটে বাগালকোট জেলায় হুনাগুন্ডা তালুকে ৷ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হুনাকুন্ডা জেলায় বেভানামাট্টি গ্রামে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন চারজন ৷ সেসময় একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ওই চারজনকে গিয়ে ধাক্কা মারে ৷ ঘটনাস্থলেই চারজনের মৃত্য়ু হয়৷

আরও পড়ুন-30 মার্চ পর্যন্ত এনআইএ হেফাজত ছত্রধরের

মৃতদের মধ্য়ে একজনকে শনাক্ত করা যায়নি ৷ বাকিদের নাম চান্দ্রু বুট্টা, নবীন সাকা এবং করিবাস্য়য়া ৷ তাঁরা সকলেই স্থানীয় এলাকার বাসিন্দা ৷ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ঘাতক লরিটির চালক ৷ তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা ৷

অন্য় একটি ঘটনায় লরি ও অটোর মুখোমুখি সংঘর্ষে মৃত্য়ু হয় তিনজনের ৷ ঘটনাটি মু্কুকম্পি এলাকায় ৷ মৃতদের নাম ফিকরাপ্পা, ভিমান্না এবং রামান্না ৷ স্থানীয়ারা জানিয়েছেন, অটোটি সঠিক রাস্তা দিয়েই জাচ্ছিল ৷ কিন্তু লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে ভুল লেনে ঢুকে পড়ে ধাক্কা মারে এবং ঘটনাস্থলেই তিনজনের মৃত্য়ু হয় ৷ ঘটনার পর ঘাতক লরিটির চালক পালিয়ে যান ৷

অন্ধ্রপ্রদেশেও একটি পথ দুর্ঘটনায় মৃত্য়ু হয়েছে 5 জনের ৷ ঘটনায় আহতের সংখ্য়া 25 ৷ ঘটনাটি অন্ধ্রপ্রদেশের ভিজ়িয়ানাগ্রাম এলাকায় ৷ স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, একটি গ্য়াস সিলিন্ডার বোঝাই লরির সঙ্গে একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয় ৷ এবং সেইসময় ওই বাসটিকে পিছন থেকে আরও একটি বাস ধাক্কা মারে ৷ ঘটনাস্থলেই 5 জনের মৃত্যু হয় ৷ আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.