নয়াদিল্লি, 26 মে : একদিকে চলছে করোনার সংক্রমণ ৷ তার মধ্যে ভারতে ক্রমশ মাথাচাড়া দিচ্ছে ব্ল্যাক ফাংগাস ৷ সরকারের তরফে দেওয়া সাম্প্রতিক তথ্য অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত 11 হাজার 717 জন ব্ল্যাক ফাংগাস বা মিউকোরমাইকোসিসে আক্রান্ত হয়েছেন ৷
সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন গুজরাত, মহারাষ্ট্র ও অন্ধ্রপ্রদেশের মানুষ ৷ মহারাষ্ট্রে 2 হাজার 770 জন, গুজরাতে 2 হাজার 859 জন এবং অন্ধ্রপ্রদেশে 768 জন আক্রান্ত হয়েছেন ৷
-
Additional 29,250 vials of #Amphotericin- B drug, used in treatment of #Mucormycosis, have been allocated to all the States/UTs today.
— Sadananda Gowda (@DVSadanandGowda) May 26, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
The allocation has been made based on the number of patients under treatment which is 11,717 across the country.#blackfungus#AmphotericinB pic.twitter.com/j0LyR6GLjH
">Additional 29,250 vials of #Amphotericin- B drug, used in treatment of #Mucormycosis, have been allocated to all the States/UTs today.
— Sadananda Gowda (@DVSadanandGowda) May 26, 2021
The allocation has been made based on the number of patients under treatment which is 11,717 across the country.#blackfungus#AmphotericinB pic.twitter.com/j0LyR6GLjHAdditional 29,250 vials of #Amphotericin- B drug, used in treatment of #Mucormycosis, have been allocated to all the States/UTs today.
— Sadananda Gowda (@DVSadanandGowda) May 26, 2021
The allocation has been made based on the number of patients under treatment which is 11,717 across the country.#blackfungus#AmphotericinB pic.twitter.com/j0LyR6GLjH
বিশেষ করে করোনা রোগীদের মধ্যেও ব্ল্যাক ফাংগাসে আক্রান্ত হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে ৷ সেই কারণে আগেই স্বাস্থ্যমন্ত্রকের তরফে এই রোগকে মহামারী বলে ঘোষণা করেছে ৷ তাছাড়া এই সংক্রান্ত সমস্ত তথ্য সব রাজ্যের কাছ থেকে চেয়েছে কেন্দ্র ৷
আরও পড়ুন : কোভিড পরবর্তী সময়ে পৃথিবী আর আগের মতো থাকবে না : প্রধানমন্ত্রী
কোন রাজ্যে কতজন আক্রান্ত, তা নিয়ে টুইট করেছেন কেন্দ্রীয় মন্ত্রী সদানন্দ গৌড়া ৷ কিন্তু তা নিয়ে একটি ধোঁয়াশা তৈরি হয়েছে ৷ কারণ, আজ বুধবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন যে 620 জন ব্ল্যাক ফাংগাসে আক্রান্ত হয়েছেন ৷ যদিও কেন্দ্রের দেওয়া হিসেবে দিল্লিতে এই রোগে আক্রান্ত 120 জন ৷