উত্তরাখণ্ড, 31 অক্টোবর: উত্তরাখণ্ডে ভয়াবহ দুর্ঘটনা (Uttarakhand Accident) ৷ খাদে গাড়ি পড়ে প্রাণ গেল 13 জনের ৷ আহত হয়েছেন 2 জন ৷ জানা গিয়েছে, চক্রতা থেকে বিকাশনগরের দিকে যাচ্ছিল গাড়িটি ৷ ভাইলার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গভীর খাদে বাসটি পড়ে যায় ৷ ঘটনাস্থলেই 11 জনের মৃত্যু হয়েছে বলে খবর ৷ আহত হয়েছে আরও কয়েকজনক ৷ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালায় রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতর ৷ আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে ৷
এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷ মৃতদের পরিবার পিছু 2 লাখ টাকা ও আহতদের জন্য 50,000 টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন তিনি ৷ প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে এই অর্থ দেওয়া হবে ৷ টুইটে মোদি লিখেছেন, "উত্তরাখণ্ডের চক্রতার দুর্ঘটনা খুবই দুঃখজনক ৷ রাজ্য সরকার ও স্থানীয় প্রশাসন উদ্ধার ও ত্রাণকাজ চালাচ্ছে ৷ যাঁরা এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিজনদের প্রতি সমবেদনা জানাই ৷ আহতদের দ্রুত সুস্থতা কামনা করি ৷"
আরও পড়ুন: Abhishek Banerjee : আগরতলায় বাংলাদেশে হিংসার প্রসঙ্গ তুলে সম্প্রীতির বার্তা অভিষেকের
-
An ex-gratia of Rs. 2 lakh each from PMNRF would be given to the next of kin of those who have lost their lives due to the tragic accident in Chakrata, Uttarakhand. The injured would be given Rs. 50,000 each: PM @narendramodi
— PMO India (@PMOIndia) October 31, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">An ex-gratia of Rs. 2 lakh each from PMNRF would be given to the next of kin of those who have lost their lives due to the tragic accident in Chakrata, Uttarakhand. The injured would be given Rs. 50,000 each: PM @narendramodi
— PMO India (@PMOIndia) October 31, 2021An ex-gratia of Rs. 2 lakh each from PMNRF would be given to the next of kin of those who have lost their lives due to the tragic accident in Chakrata, Uttarakhand. The injured would be given Rs. 50,000 each: PM @narendramodi
— PMO India (@PMOIndia) October 31, 2021
আজ সকাল 10টা নাগাদ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় গাড়িটি ৷ তাতে ছিলেন 15 জন যাত্রী ৷ এঁদের মধ্যে 13 জনেরই মৃত্যু হয়েছে ৷ এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি ৷ দুর্ঘটনার ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি ৷ টুইটে ধামি লিখেছেন, "মৃতদের আত্মাকে ঈশ্বর শান্তি দিন ও তাঁদের পরিবারগুলোকে এই ক্ষতি মেনে নেওয়ার শক্তি দিন ৷"