ETV Bharat / bharat

Madhya Pradesh Road Accident: মধ্যপ্রদেশে বাস ও গাড়ির মুখোমুখি সংঘর্ষ, 2 শিশু-সহ 11 জনের মৃত্যু - মধ্যপ্রদেশে বাস ও গাড়ির মুখোমুখি সংঘর্ষ

মধ্যপ্রদেশের (Madhya Pradesh) বেতুলে ভয়াবহ পথ দুর্ঘটনায় 11 জনের মৃত্যু হয়েছে (11 Died in Car and Bus Collision) ৷ রাত 2টো নাগাদ একটি বাসের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটে বলে পুলিশের তরফে জানানো হয়েছে ৷

11 Dead in Car Bus Collision in Betul Madhya Pradesh
11 Dead in Car Bus Collision in Betul Madhya Pradesh
author img

By

Published : Nov 4, 2022, 9:27 AM IST

Updated : Nov 4, 2022, 9:39 AM IST

বেতুল (মধ্যপ্রদেশ), 4 নভেম্বর: মধ্যপ্রদেশে একটি বাসের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষে 11 জনের মৃত্যু (11 Died in Car Bus Collision) ৷ মৃতদের মধ্যে 2 জন শিশু রয়েছে বলে জানা গিয়েছে ৷ মধ্যপ্রদেশের (Madhya Pradesh) বেতুল জেলার ঝাল্লার এলাকায় বৃহস্পতিবার রাত প্রায় 2টো নাগাদ এই দুর্ঘটনাটি ঘটেছে ৷ জানা গিয়েছে, মৃতদের মধ্যে 6 জন পুরুষ এবং 3 জন মহিলা ছিলেন ৷ তাঁরা সকলেই শ্রমিক বলে জানিয়েছে পুলিশ প্রশাসন ৷

এই দুর্ঘটনায় নিয়ে বেতুল পুলিশ কন্ট্রোল রুমের সাব-ইন্সপেক্টর শিবরাজ সিং ঠাকুর জানিয়েছেন, জেলা পুলিশ হেড কোয়ার্টার থেকে 36 কিলোমিটার দূরে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে ৷ ঠিক কী কারণে ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে । এই দুর্ঘটনায় মৃত 11 জন মহারাষ্ট্রের অমরাবতী থেকে মধ্যপ্রদেশে তাঁদের বাড়িতে ফিরছিলেন ৷ প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, গাড়ির চালক ওভার টেক করতে গিয়ে উল্টোদিক থেকে আসা একটি খালি বাসে মুখোমুখি ধাক্কা মারে ৷ এর জেরে গাড়িটির সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ বাকি বিষয়ে জানতে পুলিশ তদন্ত শুরু করেছে ৷

আরও পড়ুন: মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ পথদুর্ঘটনা, কর্নাটকে মৃত কমপক্ষে 9

পুলশি জানিয়েছে, দুর্ঘটনার ভয়াবহতা এতটাই ছিল যে, কয়েকজনের দেহ বের করতে গ্যাসকাটার দিয়ে গাড়িটিকে কাটতে হয় ৷ তার পর ভিতর থেকে দেহগুলি বের করা হয় ৷ 11 জনের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ গাড়ির চালক মদ্যপ ছিলেন কিনা, তা জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে ৷ পুলিশ একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে ৷

বেতুল (মধ্যপ্রদেশ), 4 নভেম্বর: মধ্যপ্রদেশে একটি বাসের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষে 11 জনের মৃত্যু (11 Died in Car Bus Collision) ৷ মৃতদের মধ্যে 2 জন শিশু রয়েছে বলে জানা গিয়েছে ৷ মধ্যপ্রদেশের (Madhya Pradesh) বেতুল জেলার ঝাল্লার এলাকায় বৃহস্পতিবার রাত প্রায় 2টো নাগাদ এই দুর্ঘটনাটি ঘটেছে ৷ জানা গিয়েছে, মৃতদের মধ্যে 6 জন পুরুষ এবং 3 জন মহিলা ছিলেন ৷ তাঁরা সকলেই শ্রমিক বলে জানিয়েছে পুলিশ প্রশাসন ৷

এই দুর্ঘটনায় নিয়ে বেতুল পুলিশ কন্ট্রোল রুমের সাব-ইন্সপেক্টর শিবরাজ সিং ঠাকুর জানিয়েছেন, জেলা পুলিশ হেড কোয়ার্টার থেকে 36 কিলোমিটার দূরে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে ৷ ঠিক কী কারণে ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে । এই দুর্ঘটনায় মৃত 11 জন মহারাষ্ট্রের অমরাবতী থেকে মধ্যপ্রদেশে তাঁদের বাড়িতে ফিরছিলেন ৷ প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, গাড়ির চালক ওভার টেক করতে গিয়ে উল্টোদিক থেকে আসা একটি খালি বাসে মুখোমুখি ধাক্কা মারে ৷ এর জেরে গাড়িটির সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ বাকি বিষয়ে জানতে পুলিশ তদন্ত শুরু করেছে ৷

আরও পড়ুন: মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ পথদুর্ঘটনা, কর্নাটকে মৃত কমপক্ষে 9

পুলশি জানিয়েছে, দুর্ঘটনার ভয়াবহতা এতটাই ছিল যে, কয়েকজনের দেহ বের করতে গ্যাসকাটার দিয়ে গাড়িটিকে কাটতে হয় ৷ তার পর ভিতর থেকে দেহগুলি বের করা হয় ৷ 11 জনের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ গাড়ির চালক মদ্যপ ছিলেন কিনা, তা জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে ৷ পুলিশ একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে ৷

Last Updated : Nov 4, 2022, 9:39 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.