ETV Bharat / bharat

Question Paper Leak: পরীক্ষার শুরুর সাত মিনিটের মধ্যেই প্রশ্নপত্র ফাঁসে অভিযুক্ত শিক্ষক - দশম শ্রেণির তেলুগু ভাষার পরীক্ষা

সোমবার তেলঙ্গানায় তেলুগু ভাষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যায় ৷ পরীক্ষা শুরুর সাত মিনিটের মধ্যে ঘটনাটি ঘটে ৷ অভিযুক্ত শিক্ষক৷ তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে স্কুল শিক্ষা দফতর ৷

Question Paper Leak
Question Paper Leak
author img

By

Published : Apr 4, 2023, 1:40 PM IST

হায়দরাবাদ (তেলঙ্গানা), 4 এপ্রিল: পরীক্ষা শুরু হওয়ার কয়েক মিনিট পরই প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ উঠল তেলঙ্গানায় ৷ সোমবার ঘটনাটি ঘটেছে ওই রাজ্যের ভিকারাবাদ জেলার তন্দুর শহরে ৷ সকাল সাড়ে ন’টা নাগাদ দশম শ্রেণির তেলুগু ভাষার পরীক্ষা শুরু হয় ৷ সকাল 9টা 37 মিনিট নাগাদ প্রশ্নপত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় বলে অভিযোগ ৷ পরীক্ষা শুরুর মাত্র সাত মিনিটের মধ্যে কীভাবে এই ঘটল, তা নিয়ে প্রশ্ন উঠেছে ৷

পুলিশ ও শিক্ষা দফতরের আধিকারিকদের থেকে জানা গিয়েছে, প্রাথমিক ভাবে বান্দেপ্পা নামে এক শিক্ষককে চিহ্নিত করা হয়েছে ৷ তিনি পরীক্ষা শুরুর কিছুক্ষণ পর একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রশ্নপত্রের ছবি পোস্ট করেন ৷ তবে তিনি তা সঙ্গে সঙ্গে ডিলিটও করে দেন ৷ কিন্তু তার আগেই ওই গ্রুপের অনেক সদস্য প্রশ্নপত্রের ছবি ডাউনলোড করে নেন ৷ তার পর তা হু হু করে সোশ্য়াল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ৷

পুলিশের তরফে জানা গিয়েছে, বান্দেপ্পা তন্দুরের সরকারি হাইস্কুল (নম্বর-1) এর বায়োলজি শিক্ষক ৷ তিনি চেঙ্গল গর্ভনমেন্ট স্কুলের বিজ্ঞানের শিক্ষক সামাপ্পাকে ওই প্রশ্নপত্র পাঠাতে চেয়েছিলেন ৷ কিন্তু ভুল করে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে তা পোস্ট হয়ে যায় ৷ কিছুক্ষণের নিজের ভুল বুঝতে পারেন বান্দেপ্পা ৷ কিন্তু ততক্ষণে অনেকটা দেরি হয়ে গিয়েছে ৷

শিক্ষা দফতরের তরফে জানা গিয়েছে, সংশ্লিষ্ট স্কুলে 11টি ঘরে পড়ুয়ারা পরীক্ষা দিচ্ছিল ৷ 11টি ঘরের জন্য 11 জন ইনভিজিলেটর ছিলেন ৷ আর বান্দেপ্পা ছিলেন রিলিভার হিসেবে ৷ কারও প্রয়োজন হলে তিনি সেখানে রিলিভার হিসাবে সেখানে কিছুক্ষণের জন্য উপস্থিত থাকবেন ৷ সেইভাবে তিনি 5 নম্বর ঘরে গিয়েছিলেন ৷ সেখানে একজন ছাত্র অনুপস্থিত ছিলেন ৷ তারই প্রশ্নপত্র নিয়ে তিনি ছবি তোলেন বলে অভিযোগ ৷

তেলঙ্গানার স্কুল এডুকেশন দফতরের ডিরেক্টর শ্রীদেবাসেনা জানান, পরীক্ষায় কোনও প্রভাব পড়েনি ৷ কারণ, ততক্ষণে পরীক্ষা শুরু হয়ে গিয়েছিল ৷ তবে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ৷ বাকি পরীক্ষাগুলি নির্ধারিত সূচি অনুযায়ী হবে ৷ এই নিয়ে পড়ুয়া ও অভিভাবকদের বিচলিত না হওয়ার কথা বলেছেন তিনি ৷

অন্যদিকে পরীক্ষা সংক্রান্ত অন্য একটি ঘটনায় হইচই ছড়িয়েছিল তেলঙ্গানায় ৷ সোমবারই ওই ঘটনা ৷ ওই রাজ্যের আদিলাবাদ জেলার উতনুর পরীক্ষার্থীদের উত্তরপত্র হারিয়ে গিয়েছে গিয়েছে বলে অভিযোগ ৷ স্কুল থেকে এক কর্মী অটোয় উত্তরপত্রের 11টি বান্ডিল নিয়ে বাসস্ট্যান্ডে আসেন ৷ বাসে ওঠার পর দেখা যায় দশটি বান্ডিল রয়েছে ৷ অনেক খোঁজার পর তা পাওয়া যায়নি ৷ শেষে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয় ৷ পুলিশ ঘটনার তদন্ত করছে ৷

আরও পড়ুন: সিলেবাসে বদল, দ্বাদশ শ্রেণির এনসিইআরটির বইতে ব্রাত্য 'বাবর-আকবর-শাহজাহান'রা !

হায়দরাবাদ (তেলঙ্গানা), 4 এপ্রিল: পরীক্ষা শুরু হওয়ার কয়েক মিনিট পরই প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ উঠল তেলঙ্গানায় ৷ সোমবার ঘটনাটি ঘটেছে ওই রাজ্যের ভিকারাবাদ জেলার তন্দুর শহরে ৷ সকাল সাড়ে ন’টা নাগাদ দশম শ্রেণির তেলুগু ভাষার পরীক্ষা শুরু হয় ৷ সকাল 9টা 37 মিনিট নাগাদ প্রশ্নপত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় বলে অভিযোগ ৷ পরীক্ষা শুরুর মাত্র সাত মিনিটের মধ্যে কীভাবে এই ঘটল, তা নিয়ে প্রশ্ন উঠেছে ৷

পুলিশ ও শিক্ষা দফতরের আধিকারিকদের থেকে জানা গিয়েছে, প্রাথমিক ভাবে বান্দেপ্পা নামে এক শিক্ষককে চিহ্নিত করা হয়েছে ৷ তিনি পরীক্ষা শুরুর কিছুক্ষণ পর একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রশ্নপত্রের ছবি পোস্ট করেন ৷ তবে তিনি তা সঙ্গে সঙ্গে ডিলিটও করে দেন ৷ কিন্তু তার আগেই ওই গ্রুপের অনেক সদস্য প্রশ্নপত্রের ছবি ডাউনলোড করে নেন ৷ তার পর তা হু হু করে সোশ্য়াল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ৷

পুলিশের তরফে জানা গিয়েছে, বান্দেপ্পা তন্দুরের সরকারি হাইস্কুল (নম্বর-1) এর বায়োলজি শিক্ষক ৷ তিনি চেঙ্গল গর্ভনমেন্ট স্কুলের বিজ্ঞানের শিক্ষক সামাপ্পাকে ওই প্রশ্নপত্র পাঠাতে চেয়েছিলেন ৷ কিন্তু ভুল করে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে তা পোস্ট হয়ে যায় ৷ কিছুক্ষণের নিজের ভুল বুঝতে পারেন বান্দেপ্পা ৷ কিন্তু ততক্ষণে অনেকটা দেরি হয়ে গিয়েছে ৷

শিক্ষা দফতরের তরফে জানা গিয়েছে, সংশ্লিষ্ট স্কুলে 11টি ঘরে পড়ুয়ারা পরীক্ষা দিচ্ছিল ৷ 11টি ঘরের জন্য 11 জন ইনভিজিলেটর ছিলেন ৷ আর বান্দেপ্পা ছিলেন রিলিভার হিসেবে ৷ কারও প্রয়োজন হলে তিনি সেখানে রিলিভার হিসাবে সেখানে কিছুক্ষণের জন্য উপস্থিত থাকবেন ৷ সেইভাবে তিনি 5 নম্বর ঘরে গিয়েছিলেন ৷ সেখানে একজন ছাত্র অনুপস্থিত ছিলেন ৷ তারই প্রশ্নপত্র নিয়ে তিনি ছবি তোলেন বলে অভিযোগ ৷

তেলঙ্গানার স্কুল এডুকেশন দফতরের ডিরেক্টর শ্রীদেবাসেনা জানান, পরীক্ষায় কোনও প্রভাব পড়েনি ৷ কারণ, ততক্ষণে পরীক্ষা শুরু হয়ে গিয়েছিল ৷ তবে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ৷ বাকি পরীক্ষাগুলি নির্ধারিত সূচি অনুযায়ী হবে ৷ এই নিয়ে পড়ুয়া ও অভিভাবকদের বিচলিত না হওয়ার কথা বলেছেন তিনি ৷

অন্যদিকে পরীক্ষা সংক্রান্ত অন্য একটি ঘটনায় হইচই ছড়িয়েছিল তেলঙ্গানায় ৷ সোমবারই ওই ঘটনা ৷ ওই রাজ্যের আদিলাবাদ জেলার উতনুর পরীক্ষার্থীদের উত্তরপত্র হারিয়ে গিয়েছে গিয়েছে বলে অভিযোগ ৷ স্কুল থেকে এক কর্মী অটোয় উত্তরপত্রের 11টি বান্ডিল নিয়ে বাসস্ট্যান্ডে আসেন ৷ বাসে ওঠার পর দেখা যায় দশটি বান্ডিল রয়েছে ৷ অনেক খোঁজার পর তা পাওয়া যায়নি ৷ শেষে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয় ৷ পুলিশ ঘটনার তদন্ত করছে ৷

আরও পড়ুন: সিলেবাসে বদল, দ্বাদশ শ্রেণির এনসিইআরটির বইতে ব্রাত্য 'বাবর-আকবর-শাহজাহান'রা !

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.