নয়ডা, 24 সেপ্টেম্বর: বহুতল আবাসন থেকে পড়ে মৃত্যু এক স্কুল পড়ুয়ার ৷ মৃত ছাত্র দশম শ্রেণির পড়ুয়া ছিল ৷ রবিবার ঘটনাটি ঘটেছে নয়ডার সেক্টর-74 এর কেপটাউন হাউসিং সোসাইটিতে ৷ জানা গিয়েছে, বহুতলের 14 তলা থেকে ঝাঁপ দিয়ে এদিন আত্মঘাতী হয়েছে 15 বছর বয়সি ওই ছাত্র ৷ খবর পেয়ে ওই আবাসনে যায় পুলিশ ৷ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান এটি আত্মহত্যার ঘটনা ৷ তবে সবদিক খতিয়ে দেখা হচ্ছে ৷ কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি ৷ নয়ডার সেক্টর 113 থানা এলাকায় এই ঘটনাটি ঘটেছে ৷
সেক্টর 113 থানার এক আধিকারিক জানিয়েছেন, আদতে মহারাষ্ট্রের বাসিন্দা গুরুশরণ সিং কেপটাউন হাউসিং সোসাইটির 14 তলার একটি ফ্ল্যাটে থাকতেন ৷ কিন্তু করোনার সময় তাঁর মৃত্যু হয় ৷ বর্তমানে তাঁর স্ত্রী, শাশুড়ি, ছেলে, মেয়ে এই ফ্ল্যাটে থাকছিলেন ৷ 15 বছরের ওই নাবালক দশম শ্রেণিতে পড়ছিল, এদিন তাঁরই মৃত্যু হয়েছে ৷ তবে জানা গিয়েছে, 14 তলা থেকে নীচে পড়ে যাওয়ার পরেও তার দেহে প্রাণ ছিল, পরে হাসপাতালে নিয়ে যাওয়াপ পথে তার মৃত্যু হয় ৷ নয়ডার সেক্টর-62 এর একটি স্কুলের দশম শ্রেণির পড়ুয়া ছিল ওই ছাত্র ৷ তার মৃত্যুর খবর পেয়ে ওই আবাসনে যায় মৃতের সহপাঠী ও শিক্ষকরা ৷
আরও পড়ুন: 'বাবা, তুমি বেরোলেই একটা আংকেল এসে মাকে ঘরে নিয়ে যায় ! আমাকে ওরা ভয় দেখায়, মারে...'
পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে এই ঘটনা আত্মহত্যার বলেই মনে হচ্ছে ৷ তবে এখনও নির্দিষ্ট করে কোনও প্রমাণের কথা পুলিশ জানায়নি ৷ কিন্তু কী কারণে আত্মহত্যা করল ওই ছাত্র, প্রশ্ন উঠছে তা নিয়েও ৷ মনে করা হচ্ছে মানসিক কোনও সমস্যার কারণে এই চরম পদক্ষেপ বেছে নিয়ে থাকতে পারে ওই পড়ুয়া ৷ ঘটনার সময় ওই ফ্ল্যাটেই ছিলেন পরিবারের অন্যান্য সদস্যরা ৷ ঘটনাস্থলের আশেপাশে থাকা সিটিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখছে পুলিশ ৷