ভান্ডারা ( মহারাষ্ট্র), 9 জানুয়ারি : মহারাষ্ট্রের ভান্ডারা জেলার এক সরকারি হাসপাতালের এসএনসিইউ-তে আগুন ৷ ঘটনায় মৃত্যু হয়েছে 10 সদ্যোজাতর ৷
রাজধানী মুম্বই থেকে 900 কিলোমিটার দূরে অবস্থিত ভান্ডারা জেলায় চারতলা একটি হাসপাতালের চাইল্ড কেয়ার ইউনিটে ভরতি ছিল 17 জন শিশু ৷ আজ রাত 2 নাগাদ সিক নিউবর্ন কেয়ার ইউনিট (এসএনসিইউ) -তে আগুন লাগে ৷ এর মধ্যে 7 জন শিশুকে দমকলবাহিনী উদ্ধার করতে পারলেও, যারা আউটবাউন্ড ওয়ার্ডে ভরতি ছিল তাদের উদ্ধার করা যায়নি ৷
আরও পড়ুন:বিহারে পুড়ে মৃত্যু 3 শিশু ও এক যুবতির
সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে হাসপাতালের এক ডাক্তার জানিয়েছেন, মৃত শিশুদের বয়স এক মাস থেকে তিন মাসের মধ্যে ৷ হাসপাতালে আগুন লাগার পর এক নার্স প্রথমে ধোঁয়া দেখতে পেয়ে ডাক্তারদের জানান ৷ খবর দেওয়া হয় দমকলে ৷ তবে আগুন লাগার কারণ জানা না গেলেও মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে ৷ ঘটনার বিষয়ে ভান্ডারা জেলা হাসপাতালের সিভিল সার্জন প্রমোদ খান্ডে বলেন, " চাইল্ড কেয়ার ইউনিটে রাত 2টো নাগাদ 10 জন শিশুর মৃত্যু হয়েছে ৷ 7 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে ৷ "
আরও পড়ুন :দাসপুরে খড়ের চালার ঘরে আগুন লেগে মৃত্যু 2 শিশুর
ঘটনার খবর পেয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপের পাশাপাশি জেলাশাসক এবং ভান্ডারা জেলার পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছেন । পাশাপাশি বিষয়টির তদন্তেরও নির্দেশ দিয়েছেন ৷ অন্যদিকে, রাজেশ টোপে মৃতদের পরিবার পিছু 5 লাখ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছেন ৷
-
Heart-wrenching tragedy in Bhandara, Maharashtra, where we have lost precious young lives. My thoughts are with all the bereaved families. I hope the injured recover as early as possible.
— Narendra Modi (@narendramodi) January 9, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Heart-wrenching tragedy in Bhandara, Maharashtra, where we have lost precious young lives. My thoughts are with all the bereaved families. I hope the injured recover as early as possible.
— Narendra Modi (@narendramodi) January 9, 2021Heart-wrenching tragedy in Bhandara, Maharashtra, where we have lost precious young lives. My thoughts are with all the bereaved families. I hope the injured recover as early as possible.
— Narendra Modi (@narendramodi) January 9, 2021
এদিকে, ঘটনাটি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ প্রধানমন্ত্রী টুইটে লিখেছেন, " মহারাষ্ট্রের ঘটনা হৃদয় বিদারক ৷ শোকাহত পরিবারের প্রতি আমার সমবেদনা রইল ৷ আশা করছি আহত সকলে খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবে ৷"
অমিত শাহ টুইটে লিখেছেন," আমি বাকরুদ্ধ হয়ে পড়েছি ৷ সকলের পরিবারের প্রতি সমবেদনা রইল ৷"
-
The fire accident in Bhandara district hospital, Maharashtra is very unfortunate. I am pained beyond words. My thoughts and condolences are with bereaved families. May God give them the strength to bear this irreparable loss.
— Amit Shah (@AmitShah) January 9, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">The fire accident in Bhandara district hospital, Maharashtra is very unfortunate. I am pained beyond words. My thoughts and condolences are with bereaved families. May God give them the strength to bear this irreparable loss.
— Amit Shah (@AmitShah) January 9, 2021The fire accident in Bhandara district hospital, Maharashtra is very unfortunate. I am pained beyond words. My thoughts and condolences are with bereaved families. May God give them the strength to bear this irreparable loss.
— Amit Shah (@AmitShah) January 9, 2021