গোয়ালিয়র, 27 এপ্রিল : অক্সিজেনের অভাবে 10 জন করোনা রোগীর মৃত্যু হল মধ্যপ্রদেশের গোয়ালিয়রের কমলা রাজা হাসপাতালে ৷ যদিও মঙ্গলবারের এই ঘটনায় হাসাপাতাল কর্তৃপক্ষ দু’জনের মৃত্যুর খবর সুনিশ্চিত করেছে ৷
আজ বেলা গড়াতেই ওই হাসপাতালের তিনতলায় মহিলা ওয়ার্ডে মেডিক্যাল অক্সিজেনের অভাব দেখা দেয় ৷ আর তার জেরেই ওই 10 জন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয় বলে জানা গিয়েছে ৷ খবর পেয়ে ওই হাসপাতালে যান জেলাশাসক, মহকুমা শাসক এবং অন্যান্য পুলিশ আধিকারিকরা ৷ এমনকি কংগ্রেসের 2 বিধায়ক প্রবীণ পাঠক এবং সতীশ সিকারওয়ার হাসপাতালে পৌঁছান অক্সিজেনের মজুত সংক্রান্ত তথ্য জানতে ৷ জানা গিয়েছে, ওই হাসপাতালটি গোয়ালিয়ারের সবচেয়ে বড় হাসপাতাল যেখানে করোনা আক্রান্ত রোগীরা ভর্তি রয়েছেন ৷
আরও পড়ুন : বিনা চিকিৎসায় মৃত্যু করোনা রোগীর ,দায় এড়ালো কোভিড হাসপাতাল
হাসপাতালের তরফে মাত্র 2 জন রোগীর অক্সিজেনের অভাবে মৃত্যুর কথা বললেও, বাকি 8 করোনা রোগীর মৃত্য়ুও অক্সিজেনের অভাবে হয়েছে বলে অভিযোগ করেছেন মৃতদের পরিবার ৷ এই ঘটনাকে ঘিরে তৈরি হওয়া অশান্তির জেরে বহু করোনা রোগীকে পাশের অন্য হাসপাতালে স্থানান্তর করতে হয়েছে ৷ সূত্রের, খবর কংগ্রেসের বিধায়করা হাসপাতালের বাইরে করোনা রোগীদের মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ দেখাতে শুরু করেন ৷