ETV Bharat / bharat

Noorjahan Mango : সাড়ে 3 কেজি ওজন, একটি আমের দাম 1 হাজার

এই আমের বীজ ভারতে এসেছিল আফগান থেকে ৷ ভারতে শুধুমাত্র গুজরাত-মধ্যপ্রদেশ সীমান্তের আলিরাজপুরেই নূরজাহানের চাষ হয় ৷

1 piece 1 thousand rupees Nurjahan mango of Madhya Pradesh
1 piece 1 thousand rupees Nurjahan mango of Madhya Pradesh
author img

By

Published : Jun 7, 2021, 11:19 AM IST

ইন্দোর, 7 জুন : দাম শুনলে চোখ কপালে ওঠে ৷ আম বটে, আমআদমির জন্যে কি ? এবার 'নূরজাহানের' দাম উঠেছে হাজার টাকা ৷ মধ্যপ্রদেশের আলিরাজপুর জেলার ভারত বিখ্যাত 'নূরজাহান' ৷ গোটা দেশে কেবলমাত্র এই অঞ্চলেই চাষ হয় স্বাদে ও সাইজে দেশের অন্যতম সেরা আম নূরজাহান (Noorjahan Mango) ৷ গতবারের তুলনায় এবার ভাল চাষ হয়েছে, কলেবর আরও বেড়েছে, বলছেন চাষিরা ৷

ফলে চলতি মরসুমে একেকটি নূরজাহান আমের দাম উঠেছে 500 টাকা থেকে 1 হাজার টাকা অবধি ৷ প্রকৃতি সদয় হওয়ায় নূরজাহান সহ বিভিন্ন রকমের আমের চাষই এবার ভাল হয়েছে, জানাচ্ছেন চাষিরা ৷

স্থানীয়রা নূরজাহানকে নিয়ে রীতিমতো গর্বিত ৷ তাঁরা জানান, এই আমের বীজ ভারতে এসেছিল আফগানিস্তান থেকে ৷ ভারতে শুধুমাত্র গুজরাত-মধ্যপ্রদেশ সীমান্তের আলিরাজপুরের কাট্ঠিওয়াড়া অঞ্চলেই নূরজাহানের চাষ হয় ৷

আরও পড়ুন: ফলের রাজা আমের উপকারিতা

আম চাষি শিবরাজ সিং যাদব বলেন, "আমার তিনটি গাছে এবারে 250টি নূরজাহান ফলেছে ৷ একেকটি আমের ওজন 2 থেকে সাড়ে 3 কেজি ৷ একটি আমের দাম 500 থেকে 1000 টাকা অবধি ৷ তিনটি গাছের আমই বিক্রি হয়ে গিয়েছে ৷ "

ইন্দোর, 7 জুন : দাম শুনলে চোখ কপালে ওঠে ৷ আম বটে, আমআদমির জন্যে কি ? এবার 'নূরজাহানের' দাম উঠেছে হাজার টাকা ৷ মধ্যপ্রদেশের আলিরাজপুর জেলার ভারত বিখ্যাত 'নূরজাহান' ৷ গোটা দেশে কেবলমাত্র এই অঞ্চলেই চাষ হয় স্বাদে ও সাইজে দেশের অন্যতম সেরা আম নূরজাহান (Noorjahan Mango) ৷ গতবারের তুলনায় এবার ভাল চাষ হয়েছে, কলেবর আরও বেড়েছে, বলছেন চাষিরা ৷

ফলে চলতি মরসুমে একেকটি নূরজাহান আমের দাম উঠেছে 500 টাকা থেকে 1 হাজার টাকা অবধি ৷ প্রকৃতি সদয় হওয়ায় নূরজাহান সহ বিভিন্ন রকমের আমের চাষই এবার ভাল হয়েছে, জানাচ্ছেন চাষিরা ৷

স্থানীয়রা নূরজাহানকে নিয়ে রীতিমতো গর্বিত ৷ তাঁরা জানান, এই আমের বীজ ভারতে এসেছিল আফগানিস্তান থেকে ৷ ভারতে শুধুমাত্র গুজরাত-মধ্যপ্রদেশ সীমান্তের আলিরাজপুরের কাট্ঠিওয়াড়া অঞ্চলেই নূরজাহানের চাষ হয় ৷

আরও পড়ুন: ফলের রাজা আমের উপকারিতা

আম চাষি শিবরাজ সিং যাদব বলেন, "আমার তিনটি গাছে এবারে 250টি নূরজাহান ফলেছে ৷ একেকটি আমের ওজন 2 থেকে সাড়ে 3 কেজি ৷ একটি আমের দাম 500 থেকে 1000 টাকা অবধি ৷ তিনটি গাছের আমই বিক্রি হয়ে গিয়েছে ৷ "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.