দিল্লি, 1 ফেব্রুয়ারি: 2021-22 অর্থবর্ষে ভারতীয় রেলের বিভিন্ন খাতে খরচের জন্য 1 লাখ 10 হাজার 55 কোটি টাকা বরাদ্দ করলেন নির্মলা সীতারমন৷ এরমধ্যে 1 লাখ 7 হাজার 100 কোটি টাকা ব্য়য় করা হবে মূলধনী খরচ হিসাবে৷
সোমবার কেন্দ্রীয় বাজেট পেশের সময় ভারতীয় রেল পরিষেবার নয়া নকশাও প্রকাশ্যে আনেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷ তিনি জানান, 2030 সালের মধ্যেই এই পরিকল্পনার বাস্তবায়ন করা হবে৷ এরমধ্যে পূর্ব ও পশ্চিমের ফ্রেট করিডর নির্মাণের জন্য 2022 সালের জুন মাস পর্যন্ত সময় নির্ধারণ করেছেন অর্থমন্ত্রী৷ এর বেশ খানিকটা তৈরি হবে পিপিপি মডেলে৷
আরও পড়ুন: বাজেট 2021: বাংলায় তৈরি হবে 675 কিমি রাস্তা, বরাদ্দ 25 হাজার কোটি
আগামী দিনে ফ্রেট করিডরের উন্নয়নের জন্য সরকার সরাসরি পরিকাঠামো তৈরির কাজ করবে বলেও জানিয়েছেন সীতারমন৷ 2023 সালের ডিসেম্বর মাসের মধ্যেই 100 শতাংশ বিদ্যুৎ পরিচালিত ব্রড গেজ লাইন তৈরির কাজ শেষ হয়ে যাবে৷