মহানগরের রাজপথে শ্রমিক-কৃষক-ক্ষেতমজুরের মিছিল
Published : Sep 21, 2024, 8:38 PM IST
RG Kar Protest: আরজি করের নির্যাতিতার বিচারের দাবিতে প্রতিবাদ, আন্দোলনের যেন আঁচ এতটুকু নিভছে না। জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি তুললেও বিচার চেয়ে নাগরিক আন্দোলন এখনও অব্যাহত। এবার নির্যাতিতার বিচার ও অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে মহানগরের রাজপথে মিছিল করলেন শ্রমিক, কৃষক থেকে ক্ষেতমজুর। এই মিছিলের ডাক দিয়েছিল বাম শ্রমিক সংগঠন সিআইটিইউ, কৃষক সংগঠন, সারা ভারত কৃষক সভা, ক্ষেতমজুর সংগঠন ও সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়ন। এই মিছিল কলেজ স্ট্রিট থেকে শুরু হয়। বিধানসরণি ধরে শ্যামবাজার পর্যন্ত মিছিল হয়। তারা দাবি তোলে স্বাস্থ্য মন্ত্রী, পুলিশ মন্ত্রীর পদত্যাগ করতে হবে। শনিবারের মিছিলের নেতৃত্ব দেন অনাদি সাহু, সুভাষ মুখোপাধ্যায়, আমল হালদার, তুষার ঘোষ-সহ অন্যান্য নেতৃত্ব।