পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

টানা বৃষ্টির জেরে জলমগ্ন দক্ষিণ 24 পরগনার একাধিক জায়গা, রইল ভিডিয়ো - Water Logging in South 24 pgs - WATER LOGGING IN SOUTH 24 PGS

By ETV Bharat Bangla Team

Published : Aug 1, 2024, 7:07 PM IST

Heavy Rainfall in South 24 Parganas: টানা বৃষ্টির জেরে দক্ষিণ 24 পরগনার একাধিক জায়গা জলমগ্ন ৷ এমনকী জল জমেছে বিভিন্ন হাসপাতাল চত্বর এলাকায় ৷ এরফলে সমস্যার মধ্যে পড়েছেন রোগীর ও রোগীর পরিবারে সদস্যরা। বৃহস্পতিবার সকাল থেকে কয়েক ঘণ্টার মুষলধারে বৃষ্টির জেরে দক্ষিণ 24 পরগনা বারুইপুর পৌরসভার 2, 3, 4, 5, 14, 15 প্রভৃতি ওয়ার্ডগুলিতে জলমগ্ন পরিস্থিতি কোথাও হাঁটু সমান কোথাও বা কোমর সমান জল ৷

  • ক্যানিং মহকুমার হাসপাতাল-সহ একাধিক জায়গায় টানা বৃষ্টির জেরে সমস্যার মধ্যে পড়েছেন রোগী ও বাড়ির সদস্যরা ৷
  • একইচিত্র বারুইপুর মহকুমার হাসপাতালে ৷ চারিদিকে জল থইথই করছে ৷
  • জলমগ্ন হয়ে গিয়েছে দক্ষিণ 24 পরগনার মগরাহাট, সোনারপুর-রাজপুর-সহ একাধিক জায়গা।

একনাগাড়ে বৃষ্টি হওয়ার কারণে রাস্তা কোথায় আর ড্রেন কোথায় তা বোঝা যাচ্ছে না, বলে জানাচ্ছেন এলাকাবাসীরা ৷ সবমিলিয়ে জল জমার কারণে বিপর্যস্ত জনজীবন ৷ এলাকাবাসীরা গৃহবন্দি হয়ে পড়েছেন। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে এমন বৃষ্টির দাপট চলবে বেশ কয়েকদিন ধরে। এলাকার মানুষের দাবি, আরও যদি কেয়কদিন ধরে এমন বৃষ্টি হয়, তাহলে এলাকা পুকুরে পরিণত হবে। টানা বৃষ্টির জেরে অসুবিধার মধ্যে পড়েছেন চাষিরাও। 

ABOUT THE AUTHOR

...view details