ছবি তুলতে গিয়ে হাতির তাড়া খেলেন পর্যটক, দেখুন ভিডিয়ো - Viral Video of Elephant - VIRAL VIDEO OF ELEPHANT
Published : Jun 15, 2024, 11:06 PM IST
Elephant Chases Tourist: মিলনপল্লী এলাকায় হাতির ছবি তুলতে গিয়ে তার তাড়া খেলেন এক পর্যটক। ডুয়ার্সে বেড়াতে এসে জঙ্গলের ভিতর গাড়ি থেকে নেমে মোবাইলে ছবি তুলতে এগিয়ে যান এক পর্যটক। জংলি হাতির সামনে দাঁড়িয়ে মোবাইলে ছবি তোলার ভিডিয়ো ভাইরাল হয় মুহূর্তেই ৷ সেই ভিডিয়োতে স্পষ্ট কোনওরকম সতর্কতা ছাড়াই ওই পর্যটক হাতির সামনে এগিয়ে যান। বিরক্ত হয়ে হাতিটি হঠাৎই ওই পর্যটকের দিকে তেড়ে আসতে শুরু করে। তাঁকে পিছনে ধাওয়া করায় পর্যটকের প্রাণ একেবারে ওষ্ঠাগত হয়ে যায় ৷ জংলি হাতির তাড়া থেকে কোনওরকমে সেই জায়গা থেকে দৌড়ে পালিয়ে যান তিনি ৷
তড়িঘড়ি ওই এলাকায় রাস্তা দিয়ে যাওয়া বিভিন্ন গাড়িচালকরা জোরকদমে হর্ন বাজাতে শুরু করলে তীব্র আওয়াজে দাঁড়িয়ে যায় হাতিটি। তবে এই ধরনের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় ডুয়ার্সে। এখনও পর্যন্ত ওই পর্যটকের নাম ও পরিচয় জানা যায়নি। এদিকে বারবার বনদফতরের তরফ থেকে বারণ করা হলেও এদিন ওই পর্যটকরা কোনও কান দেননি ৷ নিষেধাজ্ঞার তোয়াক্কা না-করেই হাতির ছবি তুলতে বনের গভীরে প্রবেশ করেন ৷ উল্লেখ্য, ডুয়ার্সের বিভিন্ন এলাকায় এখন হাতির আনাগোনা বেড়েছে ৷