পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

ভোট প্রচারে বেরিয়ে জলকেলিতে ব্যস্ত সৌগত, দেখুন ভিডিয়ো - LOK SABHA ELECTION 2024 - LOK SABHA ELECTION 2024

By ETV Bharat Bangla Team

Published : Apr 3, 2024, 7:41 PM IST

তাপমাত্রার পারদ ছুঁয়েছে 40 ডিগ্রি সেলসিয়াস ৷ মাথায় উপর সূর্যের গণগণে তেজকে তোয়াক্কা না করেই প্রচার শুরু করেছেন প্রার্থীরা ৷ বুধবার কড়া রোদ উপেক্ষা করেই প্রচার শুরু করেছিলেন দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায় ৷ ভোট প্রচারে বেরিয়ে গরম থেকে বাঁচতে জলে ঝাঁপ দিলেন প্রার্থী ৷ সাঁতারের পোষাক পড়ে সুইমিং পুলে রইলেন কিছুক্ষণ ৷ সেখানে ছোট ছোট বাচ্চাদের সঙ্গেও খেলা করলেন ৷ কে বলবে তিনি এবারের লোকসভা নির্বাচনে শাসকদলের প্রার্থী ৷ দমদম পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের এই প্রার্থীকে অন্যমুডে দেখে মাঞ্চল আবাসনের বাসিন্দারাও রীতি মতো চমকে গিয়েছেন ৷   চলতি মাসের 19 এপ্রিল থেকে শুরু হচ্ছে লোকসভা নির্বাচন ৷ বঙ্গে 7 দফায় ভোট ৷ বিরোধী শিবিরকে হারাতে এক প্রকার রাজনৈতিক যুদ্ধে নেমে পড়েছেন প্রার্থীরা ৷ নিজ লোকসভা কেন্দ্র দমদমে তিন বারের সাংসদ সৌগত ৷ রাজনীতিতে তিনি যে তুখর তা বলার অপেক্ষা রাখে না ৷ পাশাপাশি সাঁতারেও যে তাঁর সমান দক্ষতা তাও বোঝা গেল এদিন ৷ 

ABOUT THE AUTHOR

...view details